For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

চলতি আইএসএলের সেরা চার আক্রমণাত্মক দলের তালিকায় কলকাতার জায়গা হচ্ছে কি?

চলতি আইএসএলের সেরা চার আক্রমণাত্মক দলের তালিকায় কলকাতার জায়গা হচ্ছে কি?

  • |
Google Oneindia Bengali News

প্রায় অর্ধেক রাস্তা পেরিয়ে গিয়েছে চলতি মরসুমের ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএল। টুর্নামেন্টের প্রথম পর্বে আর একটি কিংবা দুটি করে ম্যাচ খেলা বাকি প্রতি দলের। ইতিমধ্য দাপট দেখিয়ে লিগ তালিকার শীর্ষে উঠে বসে রয়েছে মুম্বই সিটি এফসি। দ্বিতীয় স্থানে রয়েছে এটিকে মোহনবাগান। পিছিয়ে নেই অন্যান্য দলগুলিও। ফলে লিগের দ্বিতীয় পর্ব যে বেশ হাড্ডাহড্ডি হবে, তা এখন থেকেই বলে দেওয়া যায়। সেই আবহে চলতি আইএসএলের সেরা চার আক্রমণাত্মক দলের তালিকা দেখে নেওয়া যাক।

এফসি গোয়া

এফসি গোয়া

আইএসএল তালিকার তৃতীয় স্থানে অবস্থান করা এফসি গোয়া টুর্নামন্টে এখনও পর্যন্ত ১২টি গোল করেছে। গোল মেশিন ইগর আনগুলো, জর্জ অর্টিজ ও আলবার্তো নোগুয়রা সম্বৃদ্ধ গোয়ার সুযোগ সন্ধানী আক্রমণভাগকে চলতি আইএসএলের অন্যতম সেরা হিসেবে বিবেচনা করা যায়। ৪-১-৪-১ ছকে মাঠে রীতিমতো ফুল ফোটাচ্ছে চলতি লিগের আয়োজক শহর।

মুম্বই সিটি এফসি

মুম্বই সিটি এফসি

২২ পয়েন্ট নিয়ে লিগ তালিকার শীর্ষ স্থানে থাকা মুম্বই সিটি এফসি-র আক্রমণভাগ আইএসলের অন্যতম সেরা। চলতি আইএসএলে এখনও পর্যন্ত ১৬টি গোল করেছে অভিনেতা রনবীর কাপুরের দল। অ্যাডাম লে ফনড্র, হুগ বৌমৌস এবং মউরতোদা ফলের পারফরম্যান্সের ধারেকাছে পৌঁছনো মুশকিল হয়ে যাচ্ছে।

বেঙ্গালুরু এফসি

বেঙ্গালুরু এফসি

সুনীল ছেত্রী, জুয়ানান এবং ক্লেইটন সিলভার ভয়ঙ্কর বেঙ্গালুরু এফসি এবার কিছুটা বিবর্ণ। তবে এখনও পর্যন্ত ১২টি গোল করতে পারা এক বারের আইএসএল চ্যাম্পিয়নরা আক্রমণের নিরিখে অন্যান্য দলগুলিকে পিছনে ফেলে দেবে।

এটিকে মোহনবাগান

এটিকে মোহনবাগান

চলতি আইপিএলে পয়েন্টের নিরিখে দ্বিতীয় স্থানে থাকা এটিকে মোহনবাগান আক্রমণের নিরিখে কিছুটা পিছিয়ে রয়েছে। ১২টি গোল করা রয় কৃষ্ণ, ডেভিড উইলিয়ামস, মনবীর সিং সম্বৃদ্ধ সবুজ-মেরুন আক্রমণভাগ থাকবে তালিকার চতুর্থ স্থানে।

আইএসএলে জয়ের ধারা বজায় রাখতে গোয়ার বিরুদ্ধে কেমন দল সাজাতে পারে এসসি ইস্টবেঙ্গলআইএসএলে জয়ের ধারা বজায় রাখতে গোয়ার বিরুদ্ধে কেমন দল সাজাতে পারে এসসি ইস্টবেঙ্গল

English summary
Four most attacking teams of ISL 2020-21, is there any Kolkata's team
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X