আইএসএল ২০২০-২১ : পারফরম্যান্সে এগিয়ে রয়েছেন কোন কোন গোলরক্ষক? কেন প্রাধান্য?
জমে উঠেছে চলতি ইন্ডিয়ান সুপার লিগ বা আইএসএলের মোকাবিলা। একদিকে অপ্রতিরোধ্য হয়ে উঠছে মুম্বই সিটি এফসি। তাদের ধরতে অন্য দলগুলির তৎপরতাও দেখার মতো। সব দলই টুর্নামেন্টে নিজেদের সেরাটা দেওয়ার চেষ্টা করছে। নিজেদের উজাড় করে দিচ্ছেন ফুটবলাররা। এমতাবস্থায় পারফরম্যান্স ও পরিসংখ্যানে কারা ওপরের সারিতে রয়েছেন কোন কোন গোলরক্ষক, তা দেখে নেওয়া যাক।

অমরিন্দর সিং
পারফরম্যান্সের নিরিখে তালিকায় সবার ওপরে রয়েছেন মুম্বইয়ের গোলরক্ষক অমরিন্দর সিং। টুর্নামেন্টে এখনও পর্যন্ত তাঁর নামের পাশে আটটি ক্লিনশিট লেখা হয়েছে। গোলমুখী ৩১টি শট তিনি বাঁচিয়েছেন। ২৩৪ মিনিট অন্তর গোল খাওয়া মুম্বই সিটি এফসি-র গোলরক্ষক সোনালী দস্তানা জয়ের দৌড়েও এগিয়ে রয়েছেন।

অরিন্দম ভট্টাচার্য
এটিকে মোহনবাগানের গোলরক্ষক অরিন্দম ভট্টাচার্য চলতি আইএসএলে এখনও পর্যন্ত আটটি ক্লিনশিট হাসিল করেছেন। ৩৯টি সেভ এসেছে তাঁর দস্তানা থেকে। ১৬৭.১৪ মিনিট অন্তর গোল খাওয়া সবুজ-মেরুন গোলরক্ষক সোনালী দস্তানা জয়ের দৌড়ে দ্বিতীয় স্থানে রয়েছেন।

টিপি রেহনেশ
চলতি আইএসএলে পারফরম্যান্সের নিরিখে তৃতীয় স্থানে রয়েছেন জামশেদপুর এফসি-র গোলরক্ষক টিপি রেহনেশ। এখনও পর্যন্ত তিনি টুর্নামেন্টে গোলমুখী ৩৯টি শট বাঁচিয়েছেন। পাঁচটি ক্লিনশিট হাসিল করেছেন জামশেদপুর এফসি-র গোলরক্ষক।

বিশাল কেইথ
চেন্নাইইন এফসি-র গোলরক্ষক বিশাল কেইথ চলতি আইএসএলে ৩৮টি বল সেভ করেছেন। টুর্নামেন্টে তাঁর ক্লিনশিট সংখ্যা পাঁচ। প্রতি ৯০ মিনিট অন্তর গোল খাওয়া চেন্নাইইনের গোলরক্ষক পারফরম্যান্সের নিরিখে চতুর্থ স্থানে অবস্থান করছেন।
ইংল্যান্ড সিরিজ শুরুর মুখে বিপাকে কোহলি! আচমকাই আইনি নোটিশ ভারত অধিনায়ককে!