For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

প্রাক্তনীদের নিশানায় ফাওলার, খেলায় সংশোধন চান লাল-হলুদ কোচ

প্রাক্তনীদের নিশানায় ফাওলার, খেলায় সংশোধন চান লাল-হলুদ কোচ

  • |
Google Oneindia Bengali News

আইএসএলে পাঁচ ম্যাচ খেলে ফেলা এসসি ইস্টবেঙ্গল একটিও মোকাবিলা জিততে পারেনি। মঙ্গলবার হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে এগিয়ে থেকেও পরাজয় স্বীকার করতে হয়েছে লাল-হলুদকে। তারই মধ্যে বিফলতায় তিতিবিরক্ত কোচ রবি ফাওলার এসসি ইস্টবেঙ্গলের ফুটবলারদের নিয়ে কড়া মন্তব্য করে বসেন। অন্যদিকে লাল-হলুদের ব্যর্থতার জন্য ব্রিটিশ কোচকেই কাঠগড়ায় তুলেছেন প্রাক্তন ফুটবলাররা।

হায়দরাবাদের বিরুদ্ধে হার

হায়দরাবাদের বিরুদ্ধে হার

ম্যাচের প্রথমার্ধে ১-০ গোলে এগিয়ে থাকে এসসি ইস্টবেঙ্গল। দ্বিতীয়ার্ধে উল্টে তিন গোল খেয়ে যায় লাল-হলুদ। জবাবে এক গোল দিলেও পরাজয় আটকাতে পারেনি রবি ফাওলারের দল। এসসি ইস্টবেঙ্গলের বিপক্ষে ৩-২ গোলে ম্যাচ শেষ হয়।

কোচের ক্ষোভ

কোচের ক্ষোভ

হায়দরাবাদ এফসি-র বিরুদ্ধে হতশ্রী পারফরম্যান্স করে এসসি ইস্টবেঙ্গলের রক্ষণভাগ। ডিফেন্সের সঙ্গে মাঝমাঠের সম্পর্ক আহামরি না থাকায় ইতিবাচক আক্রমণ তুলে আনতে পারেননি জ্যাকুয়াস মাঘোমা, আন্টোনি পিলকিংটনরা। তাই মঙ্গলবার ম্যাচ শেষ ক্ষিপ্ত হয়ে হারের দায়ে ফুটবলারদের ঘাড়ে চাপিয়ে দেন লাল-হলুদের কোচ রবি ফাওলার। বলেন, আইলিগ খেলার কথা ভেবে আইএসএলের দল সাজিয়েছে এসসি ইস্টবেঙ্গল।

প্রাক্তনীদের আক্রমণ

প্রাক্তনীদের আক্রমণ

এসসি ইস্টবেঙ্গলের এমন বিপর্যয়ের দিনে কোচ রবি ফাওলারকেই দুষেছেন প্রাক্তন ফুটবলাররা। কলকাতা ময়দানে দাপিয়ে খেলে যাওয়া ব্রাজিলের ডগলাস ডি সিলভা লাল-হলুদ ডিফেন্ডারের দক্ষতা এবং ফাওলারের গেমপ্ল্যান নিয়ে প্রশ্ন তুলেছেন। লাল-হলুদ কোচের রণনীতি নিয়ে প্রশ্ন করেছেন প্রাক্তন গোলরক্ষক সন্দীপ নন্দীও।

ফাওলারের টোটকা

ফাওলারের টোটকা

রবিবার কেরালা ব্লাস্টার্সের বিরুদ্ধে খেলতে নামার আগে দলের প্রতি ফুটবলারের সঙ্গে আলাদা করে বসতে চান এসসি ইস্টবেঙ্গলের কোচ রবি ফাওলার। ফুটবলারদের মানসিকতায় পরিবর্তন চান ব্রিটিশ কোচ।

আইএসএলে মুখোমুখি বেঙ্গালুরু ও ওড়িশা, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন দলের?আইএসএলে মুখোমুখি বেঙ্গালুরু ও ওড়িশা, পরিসংখ্যানে পাল্লা ভারী কোন দলের?

English summary
Former Indian footballers attack coach Robbie Fowler on SC East Bengal's failure in ISL
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X