For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

উদ্বেগ কমছে না সুরজিৎ সেনগুপ্তকে ঘিরে, এখনও রয়েছেন বাইপাপ সাপোর্টে

এখনও সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত, আশার আলো দেখাতে পারছেন না চিকিৎসকরা

Google Oneindia Bengali News

প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্তের স্বাস্থ্যের এখনও কোনও তাৎপর্যপূর্ণ উন্নতি হয়নি। আগের মতোই সঙ্কটজনক অবস্থায় হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি। বুধবার দুপুরে বাইপাস সংলগ্ন হাসপাতালটির পক্ষ থেকে জারি করা মেডিক্যাল বুলেটিনে জানানো হয়েছে, এই মুহূর্তে বাইপাপ সাপোর্টে রাখা হয়েছে তাঁকে। বাইপাপের সাপোর্টে ৯৮ শতাংশ অক্সিজেন স্যাচুরেশন মেনটেন করছেন তিনি।

এখনও সঙ্কটজনক সুরজিৎ সেনগুপ্ত, আশার আলো দেখাতে পারছেন না চিকিৎসকরা

মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের প্রস্তাব মতো সুরজিৎ সেনগুপ্তর চিকিৎসার জন্য মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে হাসপাতাল কর্তৃপক্ষের তরফ থেকে। ডা: অজয় কৃষ্ণ সরকারের চিকিৎসাধীন রয়েছেন সুরজিৎ। কোভিড ছাড়াও হার্টের সমস্যা রয়েছে অতীত দিনের দিকপাল এই ফুটবলারের। কার্ডিওলজিস্ট, পালমনোলজিস্ট এবং ক্রিটিকাল কেয়ার কনসালট্যান্ট নিয়ে গঠিন হয়েছে এই মেডিক্যাল বোর্ড।

সুরজিৎ সেনগুপ্তের ছেলে স্নিগ্ধদীপ সেনগুপ্ত বলেছেন, "বাবার শরীর স্বাস্থ্যের এখনও কোনও উন্নতি হয়নি। আগের মতো একই রকম ক্রিটিকাল রয়েছে পরিস্থিতি। ডাক্তাররা আশানরূপ কিছু এখনও শোনাননি। বাইপাপ সাপোর্টে রাখা হয়েছে বাবাকে।" স্নিগ্ধদীপ আরও জানিয়েছেন, বাইপাপ সাপোর্টে রাখলে ৯৭ বা ৯৮ শতাংশ অক্সিজেন স্যাচুরেশন লেভেল মেনটেন হলেও বাইপাপ খুলে নিলে তা ৫৭ কিংবা ৫৮ শতাংশে নেমে আসছে। গতকাল রাত্রে হঠাৎ করেই সুরজিৎ সেনগুপ্তর অক্সিজেন স্যাচুরেশন লেভেন ড্রপ করে। ৫৩ শতাংশে নেমে গিয়েছিল অক্সিজেন স্যাচুরেশন লেভেন। যদিও সেই কঠিন সময় কাটিয়ে ওঠা গেলেও উল্লেখযোগ্য কোনও উন্নতি এখনও হয়নি।

রবিবার রাত্রে মৃদু উপসর্গ নিয়ে বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় সুরজিৎ সেনগুপ্তকে। তাছাড়া কোমর্বিডিটি রয়েছে তাঁর। ২০১১ সালের অগস্ট মাসে চারটি স্টেন্ট বসানো হয়েছিল তাঁর হৃদযন্ত্রে। সুরজিৎ সেনগুপ্তর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

কিছু দিন আগে প্রয়াত হয়েছেন সুভাষ ভৌমিক। ময়দানের ভোম্বল দা'র প্রয়াণে শোকাহত গোটা ভারতের ফুটবল মহল। সুভাষ ভৌমিকের প্রয়াণে কয়েক দিনের মধ্যে সুরজিৎ সেনগুপ্ত অসুস্থ হয়ে পড়ায় উদ্বেগ বেড়েছে দেশের ফুটবল মহলের।

English summary
There is no sign of improvement in Surajit Sengupta’s health condition. He is in BIPAP support. He is under surveillance of specialist doctors and a medical board has been made for his treatment.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X