For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

সুরজিৎ সেনগুপ্তর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, মমতার নির্দেশে চিকিৎসার বিশেষ বন্দোবস্ত

  • |
Google Oneindia Bengali News

করোনা আক্রান্ত প্রাক্তন ফুটবলার সুরজিৎ সেনগুপ্ত গুরুতর অবস্থায় কলকাতার এক বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার নিয়মিত খোঁজ রাখছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর নির্দেশে প্রাক্তন ফুটবলারের চিকিৎসার ব্যাপারে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। সর্বতোভাবে পাশে রয়েছে রাজ্য সরকার।

সুরজিৎ সেনগুপ্তর শারীরিক অবস্থার খোঁজ নিলেন মুখ্যমন্ত্রী, মমতার নির্দেশে চিকিৎসার বিশেষ বন্দোবস্ত

আজ বিকেলে নব মহাকরণে ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের উপস্থিতিতে জরুরি ভিত্তিতে একটি উচ্চ পর্যায়ের বৈঠক ডাকা হয়েছিল। ক্রীড়ামন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন প্রাক্তন ফুটবলার বিদেশ বসু, মানস ভট্টাচার্য, সত্যজিৎ চট্টোপাধ্যায়, দেবজিৎ ঘোষ, আইএফএ সভাপতি অজিত বন্দ্যোপাধ্যায়, সচিব জয়দীপ মুখোপাধ্যায়, ইস্টবেঙ্গলের কর্তা দেবব্রত সরকার, মোহন বাগানের অর্থ সচিব দেবাশিস দত্ত, মহমেডান স্পোর্টিংয়ের সচিব দানিশ ইকবাল। ছিলেন রাজ্য সরকারের অতিরিক্ত মুখ্য সচিব সুব্রত বিশ্বাস, পিয়ারলেসের হাসপাতালের সিইও সিঞ্চন ভট্টাচার্য।

সভায় সুরজিৎ সেনগুপ্তর পুত্র পেশায় শিক্ষক স্নিগ্ধদেব সেনগুপ্ত জানান, ২০১১ সালের অগাস্ট মাসে তাঁর বাবার চারটি স্টেন্ট বসানো হয়েছিল। আরও কী কী অসুখ রয়েছে সে সম্পর্কেও তিনি সকলকে অবহিত করেন। ক্রীড়ামন্ত্রীর প্রস্তাব মেনে সংশ্লিষ্ট হাসপাতাল কর্তৃপক্ষ একটি উচ্চ পর্যায়ের মেডিক্যাল বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে। প্রতিদিন সন্ধ্যায় মেডিক্যাল বুলেটিন প্রকাশ করা হবে এবং সেটি সরাসরি ক্রীড়ামন্ত্রীর কাছে পাঠিয়ে দেবে হাসপাতাল কর্তৃপক্ষ। যদি রাজ্য সরকারের পক্ষ থেকে কোনও বিশেষজ্ঞ ডাক্তারের প্রয়োজন হয়, হাসপাতাল কর্তৃপক্ষ জানালেই রাজ্য সরকার তার ব্যবস্থা করবে। রাজ্য সরকারের অনুরোধে করোনা বিশেষজ্ঞ ডাক্তার যোগীরাজ রায় আজ অথবা কাল সুরজিৎ সেনগুপ্তকে দেখতে যাবেন। অরূপ বিশ্বাস হাসপাতাল কর্তৃপক্ষ এবং প্রাক্তন ফুটবলারের স্ত্রী ও পুত্রের সঙ্গে যোগাযোগ রাখছেন।

English summary
Former Footballer Surajit Sengupta Critically Ill. CM Mamata Banerjee Arranges Special Treatment For Him At The Private Hospital.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X