For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পাস ক্লাবের বিরুদ্ধে গোল করে ইস্টবেঙ্গলকে শিল্ড জেতানো পরিমল দে প্রয়াত, শোকবার্তা মুখ্যমন্ত্রীর

ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার পরিমল দে প্রয়াত। ১৯৭০ সালে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে গোল করে তিনি লাল হলুদকে শিল্ড জেতান। তাঁর প্রয়াণে শোকাহত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

  • |
Google Oneindia Bengali News

ইস্টবেঙ্গলের প্রাক্তন ফুটবলার পরিমল দে প্রয়াত। গতকাল রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত অসুস্থতায় ভুগছিলেন। আক্রান্ত হয়েছিলেন অ্যালঝাইমার্সে। তাঁর প্রয়াণে গভীর শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রবাদপ্রতিম ফুটবলারকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস।

প্রয়াত পরিমল দে

প্রয়াত পরিমল দে

পরিমল দে ছিলেন উনিশশো সত্তর সালে শিল্ড ফাইনালের অন্যতম নায়ক। সেবার শিল্ড ফাইনালে ম্যাচ শেষ হওয়ার ২ মিনিট আগে লাল হলুদ জার্সি গায়ে ইরানের পাস ক্লাবের বিরুদ্ধে গোল করে ইস্টবেঙ্গলকে চ্যাম্পিয়ন করেছিলেন। স্বাধীনতার পর সেই প্রথম ভারতীয় দল ইস্টবেঙ্গল বিদেশি দলকে হারিয়ে শিল্ড খেতাব জিতেছিল। বাষট্টি সালে তিনি কলকাতা ময়দানে বালি প্রতিভা ক্লাবের জার্সি গায়ে খেলা শুরু করেন। প্রথম বছরেই তিনি ইস্টবেঙ্গল ক্লাবের বিপক্ষে গোল করে ময়দানে আলোড়ন সৃষ্টি করেন। তেষট্টি সালে তিনি উয়াড়ি ক্লাবে নাম লেখান। উয়াড়ির হয়ে সে বছর ইস্টবেঙ্গল, মোহনবাগান এবং মহমেডান স্পোর্টিং ক্লাবের বিরুদ্ধে গোল রয়েছে তাঁর। ১৯৬৪ সালে তিনি ইস্টবেঙ্গল ক্লাবের জার্সি গায়ে মাঠে প্রথম খেলেন। ছিলেন ১৯৭০ অবধি। টানা সাত বছর তিনি ছিলেন ইস্টবেঙ্গল ক্লাবের অন্যতম ভরসা।

শোকাহত মুখ্যমন্ত্রী

শোকাহত মুখ্যমন্ত্রী

পরিমল দে-র প্রয়াণে গভীর শোকপ্রকাশ করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় শোকবার্তায় লেখেন, বিশিষ্ট ফুটবলার পরিমল দে-র প্রয়াণে আমি গভীর শোক প্রকাশ করছি। তিনি গত রাতে কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বয়স হয়েছিল ৮২ বছর। ইস্টবেঙ্গল ক্লাবের প্রাক্তন অধিনায়ক, কিংবদন্তি ফুটবলার পরিমল দে ময়দানে 'জংলাদা' ও 'গ্ল্যামার বয়' নামে পরিচিত ছিলেন। ১৯৭০ সালে আইএফএ শিল্ড ফাইনালে তিনি নায়কের ভূমিকা পালন করেছিলেন।

বাংলার গৌরব সম্মানে ভূষিত হয়েছিলেন

বাংলার গৌরব সম্মানে ভূষিত হয়েছিলেন

মুখ্যমন্ত্রী আরও জানান, পশ্চিমবঙ্গ সরকার তাঁকে ২০১৮-১৯ সালে 'বাংলার গৌরব' সম্মান প্রদান করে। এছাড়া তিনি 'জীবনকৃতী'-সহ অজস্র সম্মানে ভূষিত হয়েছেন। তাঁর প্রয়াণে ক্রীড়াজগতের অপূরণীয় ক্ষতি হলো। পরিমল দের পরিবার-পরিজন ও অনুরাগীদের আন্তরিক সমবেদনাও জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পরিমল দে-র প্রয়াণে বাংলা তথা ভারতীয় ফুটবল মহল শোকাহত।

শেষ শ্রদ্ধা ক্রীড়ামন্ত্রীর

শেষ শ্রদ্ধা ক্রীড়ামন্ত্রীর

কালীঘাটে শ্মশানে গিয়ে প্রয়াত ফুটবলারকে শেষ শ্রদ্ধা নিবেদন করেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। তিনি শোকবার্তায় লিখেছেন, ময়দানের এক সময়ের 'গ্ল্যামার বয়' ও অতীতের দিকপাল ফুটবলার পরিমল দে কলকাতা ময়দানে 'জংলা' নামেই বেশি পরিচিত ছিলেন। তাঁর নাম উচ্চারিত হলে স্মৃতির ক্যানভাসে ফুটে ওঠে ১৯৭০ সালের IFA শিল্ড ফাইনাল। সেই ম্যাচে ইরানের পাস ক্লাবকে হারায় ইস্টবেঙ্গল । স্বাধীনতার পর সেই প্রথম কোনও ভারতীয় ক্লাব বিদেশি ক্লাবকে পরাজিত করে শিল্ড জেতে। ইস্টবেঙ্গলের সেই গৌরবময় ইতিহাসের নায়ক ছিলেন পরিমল দে। ফাইনালে তাঁর অনবদ্য গোল ময়দানের ফুটবলপ্রেমীদের স্মৃতিতে আজও অক্ষত। ইস্টবেঙ্গল, মোহনবাগান ও বাংলার হয়ে সন্তোষ ট্রফি খেলেছেন। পরিমল দে-র কত স্মৃতি ছড়িয়ে আছে সবুজ ঘাসে, তার ইয়ত্তা নেই। আজ শুধু স্মৃতি রোমন্থনের দিন। তাঁর প্রয়াণ বাংলার ফুটবলের এক অপূরণীয় ক্ষতি। তাঁর আকস্মিক প্রয়াণে আমি গভীরভাবে শোকাহত। তাঁর পরিবার ও অসংখ্য গুণমুগ্ধ সকলকে আমার আন্তরিক সমবেদনা জানাই।

(ছবি- ইস্টবেঙ্গল ক্লাব ও সোশ্যাল মিডিয়া)

English summary
Former East Bengal Footballer Parimal Dey No More. CM Mamata Banerjee Send Condolence Message.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X