For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

শিল্ড জয়ী ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা আই লিগ জয়ী কোচের

গতকালই চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে হারিয়ে শিল্ড ঘরে তুলেছে ইস্টবেঙ্গল। শিল্ড জয়ের চব্বিশ ঘন্টার মধ্যেই ইস্টবেঙ্গলের তরুণদের শুভেচ্ছা জানালেন ইস্টবেঙ্গলেরল প্রাক্তন কোচ খালিদ জামিল।

Google Oneindia Bengali News

মোহনবাগানকে হারিয়ে ১২২তম আইএফএ শিল্ড জিতেছে ইস্টবেঙ্গল। শিল্ড জয়ী লাল-হলুদের তরুণ ফুটবলারদের জন্য তিন লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে লাল-হলুদের নতুন ইনভেস্টার কোয়েস। অনূর্ধ্ব-১৯ ফুটবলারদের খেলায় খুশি কোচ থেকে ক্লাব কর্তা সকলেই।

শিল্ড জয়ী ইস্টবেঙ্গলকে শুভেচ্ছা আই লিগ জয়ী কোচের

অনূর্ধ্ব-১৯ দলের কোচ রঞ্জন চৌধুরি-ই নয়, তরুণদের খেলায় খুশি সিনিয়ার ইস্টবেঙ্গলের টিডি সুভাষ ভৌমিকও।

শুধু ক্লাবের অন্দরেই নয়, ক্লাবের বাইরে থেকেও শুভেচ্ছা এল ছোটদের জন্য। ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৯ দলকে শুভেচ্ছা জানালেন লাল-হলুদের প্রাক্তন কোচ খালিদ জামিল।

গত মরসুম শেষে খালিদের সঙ্গে সম্পর্ক ছিন্ন করে ইস্টবেঙ্গল। আই লিগ জয়ী কোচকে নিয়ে এলেও সাফল্য অধরাই রয়ে যায় ইস্টবেঙ্গলের কাছে। তাই মরসুম শেষ হতেই খালিদকে বিদায় করেন ক্লাব অফিসিয়ালরা।

ইস্টবেঙ্গল বিদায় জানালেও খালিদ যে ভোলেননি ইস্টবেঙ্গলকে, তা প্রামাণ পাওয়া গেল তাঁর শুভেচ্ছা বার্তা থেকেই।

খালিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, 'ইস্টবেঙ্গলের অনূর্ধ্ব-১৯ দল যথেষ্ট শক্তিশালী। মোহনবাগানকে হারিয়ে শিল্ড জিতে সেই কথাটাই ফের একবার প্রমাণ করে দিয়েছে ওরা। ওদের প্রত্যেককে আমি আন্তরিক শুভেচ্ছা জানাই। খুব ভাল ফুটবল খেলেছে ইস্টবেঙ্গলের ছোটরা। আমার সময়ে এই দল থেকেই উঠে এসেছিল বিদ্যাসাগর, মেহতাব সিংরা।'

শুধু ফুটবলারদেরই নয় লাল-হলুদের অনূর্ধ্ব-১৯ দলের কোচ রঞ্জন চৌধুরিরও প্রশংসা করেন আইজল এফসিকে আই লিগ চ্যাম্পিয়ন করা কোচ। তিনি বলেন, 'রঞ্জন চৌধুরি গোটা দলটাকে দারুণ ভাবে পরিচালন করছেন। দেশের অন্যতম সেরা ইউথ ডেভলপমেন্টের কোচ রঞ্জন। ক্লাবে থাকার সময়ে অনেকবার ওনার সঙ্গে কথা হয়েছে আমার, দারুণ মানুষ।'

English summary
Former East Bengal coach Khalid Jamil congratulate U-19 East Bengal and their coach Ranjan Chowdhury for winning IFA Shield.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X