For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

মেসি-নেইমার-রোনাল্ডোর কাটআউট নিয়ে মামলা, কেরল সরকারকে নোটিশ উচ্চ আদালতের

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ শুরুর আগেই কেরলের কোঝিকোড়ে পুল্লাভুর নদীতে রাখা হয়েছিল লিওনেল মেসি, নেইমার, ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর সুবিশাল কাটআউট। ফিফা এই দৃশ্যের ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে কেরলে ফুটবল নিয়ে উন্মাদনার বিষয়টি বিশ্বের নানা প্রান্তে ছড়িয়ে দেয়। যদিও এই কাটআউট লাগানো নিয়ে এবার মামলা কেরল হাইকোর্টে।

মেসি-নেইমার-রোনাল্ডোর কাটআউট নিয়ে মামলা

লিওনেল মেসির কাটআউটটি ছিল ৩০ ফুটের। নেইমারের কাটআউটটি ৪০ ফুটের। তবে মেসি-নেইমারকে পিছনে ফেলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর ৪৫ ফুটের কাটআউট লাগানো হয়েছিল। এই কাটআউটগুলি দেখে অবশ্য ক্ষুব্ধ হন পরিবেশপ্রেমীরা। ছবির মতো সুন্দর নদীর প্রাকৃতিক সৌন্দর্য উপভোগের ক্ষেত্রে এই কাটআউটগুলি অন্তরায় তৈরি করছে বলে অভিযোগ ওঠে। এবার এই বিষয়ে মামলা করলেন এক ব্যক্তি। প্রশাসনিক অনুমতি না নিয়ে ইতিমধ্যেই ফ্লেক্সবোর্ড, ব্যানার, হোর্ডিং টাঙানোর উপর নিষেধাজ্ঞা জারি করেছে কেরল হাইকোর্ট। তাকে ঢাল করেই মামলা দায়ের বলে মনে করা হচ্ছে।

মামলাকারীর দাবি, এই কাটআউটগুলি নদীতে ও তার আশেপাশে লাগিয়ে হাইকোর্টের নির্দেশকে অবমাননা করা হয়েছে। যাঁরা বেআইনিভাবে এই কাটআউটগুলি লাগিয়েছেন তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আর্জিও আদালতে জানানো হয়েছে। মামলা দায়ের করেছেন আইনজীবী সৃজিত পিআর। তিনি ওয়ানাড়ের বাসিন্দা। হোর্ডিং বা ফ্লেক্স সরাতে স্থানীয় প্রশাসনের গড়িমসির কথাও আদালতের নজরে আনা হয়েছে। চেরুপুঝা নদী, কুরাগাত্তুকাদাভু, পুল্লাভুরের এই ধরনের ফ্লেক্স, হোর্ডিং, কাটআউট নিয়েই আপত্তি মামলাকারীর। কোঝিকোড়ের জালে কালেক্টর, কোডুভাল্লি পুরসভা ও চাথামঙ্গলম পঞ্চায়েত যাতে অবিলম্বে এই কাটআউট ও হোর্ডিং সরানোর নির্দেশ দেয় তেমনটাই চাইছেন মামলাকারী।

এই মামলার প্রেক্ষিতে কেরলের মুখ্য সচিব, কোঝিকোড়ের ডিস্ট্রিক্ট কালেক্টর, নগরোন্নয়ন দফতরের আঞ্চলিক যুগ্ম অধিকর্তা, কোডুভাল্লি পুরসভা ও চাথামঙ্গলম পঞ্চায়েতের কাছে হাইকোর্ট নোটিশ পাঠিয়েছে। পরবর্তী শুনানির দিন ধার্য হয়েছে ২৩ জানুয়ারি।

উমেশ-অশ্বিনের দাপট, উনাদকাটের নজির! মীরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে চালকের আসনে ভারতউমেশ-অশ্বিনের দাপট, উনাদকাটের নজির! মীরপুর টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে চালকের আসনে ভারত

English summary
Footballers' Cutouts In Kerala Earned Global Attention But Have Become A Legal Fight. The High Court Directed The State Government To Inform Whether It Has Issued Any Orders For The Removal Of Hoardings.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X