For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিজেপিতে যাওয়ার ২৪ ঘন্টার মধ্যে সিদ্ধান্ত বদল!ফ্যানেদের জন্য কোন বার্তা দিয়ে রাজনীতি ছাড়লেন মেহতাব

২৪ ঘন্টার মধ্য়ে সিদ্ধান্ত বদল! বিজেপি ছেড়ে ময়দানে ফিরলেন মিডফিল্ডার জেনারেল মেহতাব

  • |
Google Oneindia Bengali News

২৪ ঘন্টা কাটতে না কাটতেই সিদ্ধান্ত বদল। মঙ্গলবার ২১ জুলাই বিজেপিতে যোগ দিয়েছিলেন বাংলা ফুটবলে দুই প্রধানে খেলা বড় নাম মেহতাব হোসেন। একদিন পরই সম্পর্কে ছেদ। বুধবার সিদ্ধান্ত বদল করে বিজেপি ছাড়লেন মেহতাব। ভারতীয় রাজনীতি থেকে বিশ্বের রাজনীতিতে, কেনও রাজনৈতিক দলে যোগ দেওয়ার ২৪ ঘন্টার মধ্য়ে দল ছাড়ার এমন নজির বিরল।

মেহতাবকে তুলে নিয়ে চমক দিয়েছিল বিজেপি

মেহতাবকে তুলে নিয়ে চমক দিয়েছিল বিজেপি

ময়দানের মিডফিল্ডার জেনারেল মেহতাবকে তুলে নিয়ে ২১ জুলাই বিজেপি বড় চমক দেয়। এর আগে বাংলা ফুটবল থেকে দীপেন্দু বিশ্বাসকে রাজনীতির মঞ্চে দেখা গিয়েছে। আরেক ফুটবলার রহিম নবি নির্বাচনী প্রচারে অংশ নিয়েছেন। এবার মেহতাবকে নির্বচনী প্রচারে দেখতে পাওয়ার আশা তৈরি হয়েছিল। রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই মনে করেছিলেন, ২০২১ এর ভোটের প্রচারে মেহতাবের জনপ্রিয়তা এক্স ফ্যাক্টর হতে পারে।

বাংলা ফুটবল থেকে রাজনীতির মঞ্চে কারা

বাংলা ফুটবল থেকে রাজনীতির মঞ্চে কারা

এর আগে বাংলা ফুটবল থেকে অর্জুন পুরস্কার পাওয়া ফুটবলার প্রসূন বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস দলের হয়ে সাংসদ হয়েছেন। বসিরহাট অঞ্চল থেকে ভোটে জিতে বিধানসভার সদস্য দীপেন্দু বিশ্বাস।

কেন রাজনীতি ছাড়লেন মেহতাব

কেন রাজনীতি ছাড়লেন মেহতাব

ফেসবুকে দীর্ঘ একটি পোস্টে মেহতাব এক দিনের মধ্যে রাজনীতি ছাড়ার যুক্তি দিয়েছেন। যেখানে মেহতাব লেখেন, সম্পূর্ণ নিজের ইচ্ছাতেই রাজনীতির মঞ্চ থেকে সরে যাচ্ছি।

মেহতাবের ফেসবুক পোস্ট

মেহতাবের ফেসবুক পোস্ট

বুধবার দুপুরে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিরাট একটা পোস্ট করেন মেহেতাব। আর তাতেই সবিস্তারে রাজনীতির আঙিনা থেকে সরে দাঁড়িয়ে ফের মাঠে ময়দানে ফিরে আসার সব ব্যাখ্যা দিয়েছেন মেহতাব। যেখানে মিডফিল্ডার জেনারেল লেখেন, 'যে মানুষগুলো আমাকে মেহতাব করে তুলেছিল সেই মানুষগুলোর পাশে থাকার জন্যই আমার রাজনীতিতে প্রবেশ করার ইচ্ছা । মনে হয়েছিল, রাজনীতিতে এলে হয়তো আরও বেশি মানুষের কাছে পৌছতে পারব। তাই হঠাৎ করেই আমি রাজনীতিতে যোগ দিই। কিন্তু যাদের পাশে দাঁড়ানোর জন্য আমার রাজনীতিতে আসা, তারাই আমাকে অনুরোধ করে, আমি যেন রাজনীতিতে সরাসরি না যাই । মানে, কোথাও গিয়ে তাদের ভাবাবেগ যেন আমাকে রাজনীতিবিদ হিসেবে দেখতে চাইছে না । তাদের কাছে আমি এখনও ফুটবলার , মিডফিল্ড জেনারেল । ওদের ভালবাসাই আমাকে মেহতাব করে তুলেছিল।ওরাই যখন চাইছে না তখন নিজেকে 'রাজনীতিবিদ' হিসেবে প্রতিষ্ঠিত করার ব্যর্থ চেষ্টা না করাই ভাল। '

দর্শকহীনের আক্ষেপেই ঘরের মাঠে আজ প্রিয়িমার লিগ ট্রফি হাতে পাচ্ছে লিভারপুলদর্শকহীনের আক্ষেপেই ঘরের মাঠে আজ প্রিয়িমার লিগ ট্রফি হাতে পাচ্ছে লিভারপুল

English summary
footballer mehtab hossain leaves bjp party after 1 day
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X