৯৭ দিন পর মাঠে ফিরছে রিয়াল মাদ্রিদ, ম্যাচ কবে-কখন-কোথায় দেখবেন জেনে নিন
করোনার পর মাঠে ফিরেছে ফুটবল। দীর্ঘ কয়েক মাস ফুটবলযজ্ঞ বন্ধ ছিল। প্রাণঘাতী ভাইরাসে বিশ্বজুড়ে এখনও থর হরিকম্প পরিস্থিতি হলেও ইউরোপের দেশগুলি এখন করোনা আতঙ্ক অনেকটাই নিয়ন্ত্রণে। যেকারণে ইউরোপে তিনটি দেশে এখন ফুটবল শুরু। এবার জেনে নেওয়া যাক রিয়াল মাদ্রিদ ও অ্যাটলেটিকো মাদ্রিদ কবে মাঠে ফিরতে চলেছে?

কোন তিন দেশে ফুটবল হচ্ছে
১৬ মে জার্মানিতে বুন্দেসলিগার ঢাকে কাঠি পড়েছে। এরপর ১৩ জুন ইতালিতে কোপা ইতালিয়া দিয়ে সেদেশে ফুটবলযজ্ঞ শুরু। অন্যদিকে ১১ জুন থেকে স্পেনে ফুটবল শুরু হয়েছে। মে মাসে দক্ষিণ কোরিয়ার কে লিগও শুরু হয়েছে।

২দিনে ৪৮ ম্যাচ!
করোনা পরবর্তী সময়ে এবার ফুটবলের মহাযজ্ঞ। ইতালি, স্পেন, জার্মানিতে শনি ও রবিবার মিলিয়ে উইকএন্ডে মোট ৪৮টি ম্যাচ রয়েছে। এর মধ্যে ফ্যানেরা আকর্ষণে বার্সা ও রিয়াল মাদ্রিদের ম্যাচ।

বার্সা কবে মাঠে নামছে
আজ রাতে মায়োর্কার বিরুদ্ধে মাঠে নামছে বার্সেলোনা। ভারতীয় সময় রবিবার ভোররাত ১.৩০ মিনিটে এই ম্যাচ দেখা যাবে।

রিয়াল মাদ্রিদ কবে মাঠে নামছে
রবিবার অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ দেখা যাবে। ভারতীয় সময় অ্যাটলেটিকো বিলবাও বনাম অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ বিকেল ৫-৩০ মিনিটে। একই দিনে লা-লিগায় রিয়াল মাদ্রিদ মাঠে নামতে চলেছে। রিয়াল মাদ্রিদ বনাম এইবার ম্যাচটি ভারতীয় সময় রাত ১১ টায় দেখা যাবে। ৯৭ দিন মাঠে নামতে চলেছে রিয়াল মাদ্রিদ।

লা-লিগার ম্যাচ কোথায় দেখবেন
লা-লিগার ম্যাচগুলি সরাসির লা লিগার সরকারি ফেসবুক পেজে দেখা যাবে।
৯৮ দিন পর মাঠে ফিরছে বার্সেলোনা, আজ মেসিদের কখন মাঠে দেখবেন জেনে নিন