For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ডার্বির জন্য বল আসতে চলেছে আকাশ পথে, জেনে নিন বিস্তারিত

মরসুমের প্রথম ডার্বির দারুণ জিনিস অপেক্ষা করছে ফুটবলপ্রেমীদের জন্য।

Google Oneindia Bengali News

এবার প্যারাগ্লাইডার করে আসতে চলেছে ডার্বির ম্যাচ বল। ডার্বির বল নিয়ে আসবেন চিলির প্যারাগ্লাইডার। মাঠের ধারে বল স্ট্যান্ডে রাখা হবে সেই বল। যা পরে ম্যাচ শুরুর আগে হাতে নিয়ে ঢুকবেন ম্যাচ রেফারি।

ডার্বির জন্য বল আসতে চলেছে আকাশ পথে, জেনে নিন বিস্তারিত

বঙ্গ ফুটবলের নিয়ামক সংস্থা ইন্ডিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (আইএফএ)-এর এক পানীয় প্রস্তুতকারী সংস্থা। এই প্যারাগ্লাইডারকে নিয়ে আসছে। গত বছর কলকাতা লিগের স্পনসরদের তালিকায় নাম ছিল এই পানীয় প্রস্তুতকারী সংস্থার। যদিও পাঁচটি ম্যাচে তারা স্পনসর করেছিল।

অন্য দিকে, ডার্বির ঢাকে কাঠি পড়ে যাওয়ায় সমর্থকদের মধ্যেও টিকিটের চাহিদা দেখা গিয়েছে আকাশ ছোঁয়া। রবিবাসরীয় ডার্বির জন্য মোট ৬৫ হাজার টিকিট বাজাড়ে ছাড়া হচ্ছে।

বিভিন্ন মূল্যের টিকিট ছাড়া হচ্ছে বাজারে। সর্বোচ্চ টিকিটের দাম হল ৮০০ টাকা এবং সর্ব নিম্ন টিকিটের মূল্য ১০০ টাকা। এছাড়াও রয়েছে ২০০ এবং ৫০০ টাকার টিকিট। আগামীকাল থেকে শুরু হবে টিকিট বিক্রি। সকাল ১১টা থেকে বিকাল ৫ট পর্যন্ত চলবে এই টিকিট বিক্রি। দুই ক্লাব ছাড়াও এই টিকিট পাওয়া যাবে আইএফএ-এর দফতর থেকে। এর পাশাপাশি অন লাইনেও বিক্রির জন্য ছাড়া হচ্ছে প্রচুর পরিমান টিকিট।

English summary
Different experience waiting for football lovers in the first derby of session.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X