For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Euro Cup 2020: পেনাল্টি মিসের খেসারত দিয়ে ফিনল্যান্ডের কাছে হার ডেনমার্কের

Google Oneindia Bengali News

এরিকসেনের আচমকা অসুস্থতায় মানসিকভাবে দুর্বল হয়ে পড়ার পর হজবিয়ার্গের জঘন্য পেনাল্টি মিস। মূলত এই দুইয়ের খেসারত দিয়েই শনিবার ফিনল্যান্ডের কাছে হেরে ইউরো অভিযান শুরু করল ডেনমার্ক। ৫৯ মিনিটে জয়সূচক গোলটি করেন জোয়ান পোহজানপালো। হজ্বজার্গ জঘন্য পেনাল্টি মিস করে সমতা ফেরানোর সুযোগ নষ্ট করেন। আন্তর্জাতিক ফুটবলের বড় আসরে অভিষেকেই জয় পেয়ে ইতিহাস গড়়ল ফিনল্যান্ড।

পেনাল্টি মিসের খেসারত দিয়ে ফিনল্যান্ডের কাছে হার ডেনমার্কের

ইউরো প্রস্তুতি ম্যাচে জার্মানির সঙ্গে ১-১ গোলে ড্রয়ের পর বসনিয়া-হার্জেগোভিনাকে ২-০ গোলে হারিয়ে শনিবার ইউরো অভিযান শুরু করে ১৯৯২ সালের ইউরো চ্যাম্পিয়ন ডেনমার্ক। ২০১২ সালের ফের ইউরোতে খেলার যোগ্যতা অর্জন করেছে তারা। অন্যদিকে, এই প্রথমবার ইউরো খেলার সুযোগ পেয়েছে ফিনল্যান্ড, যারা এখনও বিশ্বকাপও খেলেনি। এই ম্য়াচে নামার আগে শেষ ছটি ম্যাচে জয়ের স্বাদ পায়নি ফিনল্যান্ড। ইউরোর প্রস্তুতি ম্যাচে সুইডেন ও এস্তোনিয়ার কাছে হেরেও গিয়েছিল মারক্কু কানের্ভার দল। এস্তোনিয়া ম্যাচের প্রথম একাদশে এদিন চারটি পরিবর্তন আনেন ফিনল্যান্ড কোচ। ডেনমার্ক সুযোগ তৈরি করলেও বারবার তা প্রতিহত হচ্ছিল ফিনল্যান্ডের রক্ষণে।

এরই মধ্যে ৪৩ মিনিটে এরিকসেন অসুস্থ হয়ে পড়েন এবং পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ম্যাচ স্থগিতও করে দিয়েছিল উয়েফা। যদিও এরিকসেনের অবস্থা স্থিতিশীল খবর আসতেই দুই দলের আর্জিতে সাড়া দিয়ে ম্যাচ শুরু হয়। এরিকসেনের পরিবর্ত হিসেবে জেনসেনকে নামানো হয়। প্রথমার্ধ ছিল গোলশূন্যই। যদিও অভিজ্ঞ মিডফিল্ডার এরিকসেনের মাঠের বাইরে চলে যাওয়ার প্রভাব পড়ে ডেনমার্কের আত্মবিশ্বাসেও। ৫৯ মিনিটে ডেনমার্কের দুই ডিফেন্ডারের মধ্যে দিয়ে জেরে উরোনেনের ক্রস থেকে গোলকিপার ক্যাসপার স্মাইকেলকে বোকা বানিয়ে গোল করে যান জোয়ান পোহজানপালো।

৭৩ মিনিটে সমতা ফেরানোর সুযোগ পেয়েছিল ডেনমার্ক। যদিও টটেনহাম হটস্পারে খেলা মিডফিল্ডার পিয়েরে-এমিল হজ্বজার্গ জঘন্যভাবে পেনাল্টি মিস করেন। তিনি কোনদিকে বল মারতে পারেন তা আগাম আঁচ করায় ফিনল্যান্ডের গোলকিপার লুকাস হ্রেডেকিরও প্রশংসা করছেন ফুটবল বিশেষজ্ঞরা। একাধিক সুযোগ নষ্টের খেসারত দিয়ে, বল দখলের লড়াইয়ে শতাংশের বিচারে ৭০-৩০ ব্যবধানে এগিয়ে থেকেও হার এড়াতে পারেনি ডেনমার্ক। তাদের পরবর্তী খেলা বেলজিয়ামের বিরুদ্ধে। অন্যদিকে, ফিনল্যান্ডের পরের প্রতিপক্ষ রাশিয়া। এরই মধ্যে জানা গিয়েছে, হাসপাতালে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা হচ্ছে এরিকসেনের। তিনি মাঠে সাময়িক জ্ঞান হারালেও এখন সজ্ঞানেই আছেন এবং অবস্থা স্থিতিশীল। অসুস্থ হয়ে মাঠ ছাড়ার আগও এরিকসেন দাপট দেখাচ্ছিলেন। তাঁকেই সেরা হিসেবে বেছে উয়েফা-সহ ফুটবল বিশ্ব তাঁর আরোগ্য কামনা করছে।

English summary
Finland Started Their Euro 2020 Campaign With The Win Over Denmark By 1-0 Goal. Pohjanpalo Scored The Winning Goal. Denmark's Hojbjerg Missed Penalty In The 74th Minute.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X