For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রাশিয়া বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে, দেখুন

মোট আটটি গ্রুপে কে কার বিরুদ্ধে খেলবে তা দেখে নেওয়া যাক।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের আসর বসছে পূর্ব ইউরোপের দেশ রাশিয়ায়। ৩২টি দেশের মধ্যে ধুন্ধমার লড়াই দেখতে মুখিয়ে গোটা বিশ্ব। ২০১০ সালে বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পায় রাশিয়া। তারপরে সাড়ে সাত বছরের পরিশ্রমের পর ভোলগা নদীর তীরে বিশ্বকাপের আসর বসতে চলেছে। প্রায় একযুগ পরে ইউরোপে বসেছে বিশ্বকাপের আসর। শেষবার ২০০৬ সালে জার্মানিতে বিশ্বকাপ অনুষ্ঠিত হয়েছিল। রাশিয়া আয়োজন দেশ হওয়ায় এমনিতেই ছাড়পত্র পেয়ে গিয়েছে। এছাড়া বাকী ৩১টি দেশ লড়াই করে মূল পর্বে পৌঁছেছে। মোট আটটি গ্রুপে কে কার বিরুদ্ধে খেলবে তা দেখে নেওয়া যাক।

রাশিয়া বিশ্বকাপে কোন গ্রুপে কোন দল কাদের বিরুদ্ধে খেলবে, দেখুন

গ্রুপ এ

রাশিয়া
সৌদি আরব
মিশর
উরুগুয়ে

গ্রুপ বি

পর্তুগাল
স্পেন
মরক্কো
ইরান

গ্রুপ সি

ফ্রান্স
অস্ট্রেলিয়া
পেরু
ডেনমার্ক

গ্রুপ ডি

আর্জেন্তিনা
আইসল্যান্ড
ক্রোয়েশিয়া
নাইজেরিয়া

গ্রুপ ই

ব্রাজিল
সুইজারল্যান্ড
কোস্টা রিকা
সার্বিয়া

গ্রুপ এফ

জার্মানি
মেক্সিকো
সুইডেন
দক্ষিণ কোরিয়া

গ্রুপ জি

বেলজিয়াম
পানামা
টিউনিশিয়া
ইংল্যান্ড

গ্রুপ এইচ

পোল্যান্ড
সেনেগাল
কলম্বিয়া
জাপান

[আরও পড়ুন: রুশ ললনার রুপের মায়ায় ভুলো না, ইংলিশ ফুটবলারদের সাবধান করল এক সংস্থা][আরও পড়ুন: রুশ ললনার রুপের মায়ায় ভুলো না, ইংলিশ ফুটবলারদের সাবধান করল এক সংস্থা]

English summary
FIFA World Cup Russia 2018 : See the 8 groups which will fight together
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X