For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: রোনাল্ডো ফের বেঞ্চে, পর্তুগাল পিছিয়ে! সান্তোসের সিদ্ধান্তকে সমর্থন রুনির

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের খেলা চলছে। তবে এদিনও আলোচনার কেন্দ্রবিন্দুতে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিরুদ্ধেও রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি হেড কোচ ফার্নান্দো সান্তোস। তারই মধ্যে বিরতিতে মরক্কো এগিয়ে ১-০ গোলে। পর্তুগাল হারলে সান্তোসের সিদ্ধান্তকে যে কাঠগড়ায় তোলা হবে, তা নিয়ে সংশয় নেই বিশেষজ্ঞদের।

রোনাল্ডো ফের বেঞ্চে, পর্তুগাল পিছিয়ে!

সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে প্রি কোয়ার্টার ফাইনালে রোনাল্ডোকে দ্বিতীয়ার্ধে ৭২ মিনিটের মাথায় নামিয়েছিলেন সান্তোস। সেদিন সিআর সেভেন নামার আগেই ঝড় তুলে প্রতিপক্ষের জালে পাঁচবার বল পাঠায় পর্তুগাল। শেষ অবধি ম্যাচ জেতে ৬-১ ব্যবধানে। রোনাল্ডোকে বেঞ্চে রেখে গনসালো রামোসকে নামানো হয়। তিনি হ্যাটট্রিকও সেরে ফেলেন। ম্যাচের পর সান্তোস জানিয়েছিলেন, প্রথম একাদশে থাকছেন না এটা জানার পর তা মোটেই ভালো লাগেনি রোনাল্ডোর। জানতে চেয়েছিলেন সেই সিদ্ধান্ত সঠিক হচ্ছে না। তবে তারপরও সতীর্থদের সঙ্গে ওয়ার্ম আপ করেন। দলের গোলের পর সেলিব্রেটও করেন। সান্তোসের সিদ্ধান্তকে অবশ্য লজ্জাজনক বলে চিহ্নিত করেছিলেন রোনাল্ডোর বান্ধবী জর্জিয়া। সিআর সেভেন অবশ্য নিজেকে বিতর্ক থেকে দূরে রাখেন। যদিও রটে যায়, বিশ্বকাপ চলাকালীনই কাতার ছাড়তে চান রোনাল্ডো। পর্তুগাল শিবির থেকে রোনাল্ডোর চলে যাওয়া নিয়ে জল্পনাকে গুজব বলেই উড়িয়ে দেন সান্তোস।

মরক্কো এবারের বিশ্বকাপে অপরাজেয়। তাদের বিরুদ্ধেই পর্তুগালের সেমিফাইনালে ওঠার লড়াই। ২০০৮ সালের পর এই প্রথম সুইসদের বিরুদ্ধে পর্তুগালের একাদশে ছিলেন না রোনাল্ডো। এদিনও তাঁকে বেঞ্চেই রেখে দল নামিয়েছেন সান্তোস। আজ অবশ্য গোল করতে পারেনি, পর্তুগাল। পরের ৪৫ মিনিটে গোল না পেলে বিদায় নিশ্চিত হবে। রোনাল্ডোকে এদিনও বেঞ্চে বিমর্ষই দেখিয়েছে। ১৯৬৬ সালের পর ২০০৬ সালের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল খেলেছে পর্তুগাল। এবার নিয়ে তাই তিনবার উঠেছে। সেমিফাইনালে না যেতে পারলে অন্যতম বড় ফ্যাক্টর হিসেবে উঠে আসবে রোনাল্ডোকে বসিয়ে রাখার বিষয়টি। সান্তোসের স্ট্র্যাটেজির যুক্তি তখন কেউ মানবেন কিনা সন্দেহ।

চলতি বিশ্বকাপে টানা দুটি ম্যাচে রোনাল্ডো নেই পর্তুগালের প্রথম একাদশে। তা সঠিক না ভুল তা নিয়ে তর্কের ঝড় উঠেছে। সোশ্যাল মিডিয়াতেও অনেকেই মতামত দিচ্ছেন। বিশ্বকাপ সম্প্রচারকারী চ্যানেল স্পোর্টস এইট্টিন ওয়ানে ইংল্যান্ডের প্রাক্তন অধিনায়ক ওয়েন রুনি অবশ্য বলেছেন, রোনাল্ডোকে বেঞ্চে রেখে সঠিক কাজই করেছেন সান্তোস। প্রথমার্ধে বল দখলের লড়াইয়ে এগিয়ে থাকলেও গোলমুখ খুলতে পারেনি পর্তুগাল। ফলে চাপ বাড়ছে। কেন না, ৪২ মিনিটে ইউসেফ এন-নেসিরির করা গোলে ইতিমধ্যেই ১ গোলে এগিয়ে রয়েছে মরক্কো।

English summary
FIFA World Cup 2022: Wayne Rooney Reckons Portugal Coach Fernando Santos Made The Right Decision To Bench Cristiano Ronaldo Against Morocco. At Half Time, Morocco Are Leading By 1-0 Goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X