For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রোনাল্ডোর সিদ্ধান্তকে সম্মান দিতেই হবে, ক্রিশ্চিয়ানোর ম্যান ইউ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ব্রুনো

Google Oneindia Bengali News

ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে যৌথ সিদ্ধান্তে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। রোনাল্ডো যে ম্যান ইউ ছাড়বেন তা স্পষ্ট হয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেডের অভ্যন্তরীন চিত্রটা তিনি কোটি কোটি সমর্থকের সামনে তুলে ধরার পরই।

রোনাল্ডোর সিদ্ধান্তকে সম্মান দিতেই হবে, ক্রিশ্চিয়ানোর ম্যান ইউ ছাড়ার সিদ্ধান্ত নিয়ে মুখ খুললেন ব্রুনো

ব্রিটিশ সাংবাদিশ পিয়ের্স মরগ্যানকে দেওয়া সাক্ষাৎকারে রোনাল্ডো জানিয়েছিলেন, যোগ্য সম্মান তাঁকে দেওয়া হয়নি ম্যানচেস্টার ইউনাইটেডে। নিজেকে প্রতারিত মনে হয়েছে তাঁর। পাশাপাশি তিনি জানিয়েছেন, ম্যানচেস্টার ইউনাইটেডের বর্তমান কোচ এরিক টেন হাগের প্রতি তাঁর কোনও সম্মান নেই। তাঁর কথায়, "আমায় যে সম্মান দেয় না তাঁর প্রতি আমার কোনও সম্মান নেই।" এ ছাড়া রোনাল্ডো এ-ও জানিয়েছে, এমন দু-এক জন ক্লাবের অন্দরে রয়েছেন যাঁরা চান না তিনি ম্যানচেস্টারের হয়ে খেলুন এবং এঁদের কারণেই ক্লাবের আজ এই অবস্থা। তিনি এ-ও জানান এই ক্লাবের যা মেরিট তাতে ক্ষমতা রয়েছে ম্যানচেস্টার সিটি, লিভারপুল, আর্সেনালের সঙ্গে উপরের দিকে থাকার। ক্লাবের বর্তমান মালিকপক্ষ গ্লেজার্স পরিবার ক্লাবকে নিয়ে উদাসীন এমনটাও জানিয়েছেন রোনাল্ডো।

কোটি কোটি ম্যানচেস্টার ইউনাইটেডের সমর্থকের সামনে রোনাল্ডোর মাপের ফুটবলার যখন এমন কথা তুলে ধরেন সাক্ষাৎকারের মাধ্যমে তা স্বভাবতই অস্বস্তি বাড়াতে বাধ্য ইংল্যান্ডের ক্লাবটির। বিশ্বের সর্বকালের অন্যতম সেরা ফুটবলার নিজের দীপ্তিতে শ্রেষ্ঠ আসনে বিরাজ করবেন সব সময়েই কিন্তু ম্যান ইউ-এর অন্দরের চেহারাটা সামনে এনে দেওয়ায় ক্লাবের এই ব্যর্থতার পিছনে থাকা ম্যানেজমেন্টের মুখ লোকানোর জায়গা নেই। এর পরই ম্যান ইউ রোনাল্ডোর সঙ্গে চুক্তি বিচ্ছেদের পথে হাঁটে এবং শেষ পর্যন্ত রোনাল্ডোর সঙ্গে কথা বলেই তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেন। রোনাল্ডোর ক্লাব ছাড়ার সিদ্ধান্তকে সম্মান জানানোর পক্ষে সাওয়াল করেছেন জাতীয় দলে তাঁর সতীর্থ এবং ম্যানচেস্টার ইউনাইটেডের অন্যতম গুরুত্বপূর্ণ অঙ্গ ব্রুনো ফার্নান্ডেজ। বিশ্বকাপে অংশ নেওয়ার জন্য এক সঙ্গেই কাতারে জাতীয় শিবিরে রয়েছেন পর্তুগালের এই সুপার স্টার। ব্রুনো জানিয়েছেন তাঁর অধিনায়ক ম্যান ইউ ছাড়ার আগে তাঁর সঙ্গে কোনও আলোচনা করেননি। ঘানার বিরুদ্ধে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নামার আগে ব্রুনো কাতারে সাংবাদিকদের বলেছেন, "আমি একেবারেই অস্বস্তি বোধ করব না (রোনাল্ডোর সঙ্গে খেলার বিষয়ে)। ক্রিশ্চিয়ানো রোনাল্ডর সঙ্গে জাতীয় দলে খেলতে পারাটা সম্মানের। ক্রিশ্চিয়ানোর সঙ্গে ক্লাবের হয়ে খেলতে পারাটা স্বপ্ন সত্যি হওয়ার মতো, কিন্তু কোনও কিছুই চিরন্তন নয়। ক্রিশ্চিয়ানো নিজের জীবনের জন্য সিদ্ধান্ত নিয়েছে এবং আমাদের তাঁর সিদ্ধান্তকে সম্মান জানাতেই হবে। আমরা জানি বিশ্বকাপ ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে কী গুরুত্ব রাখে এবং আমি নিশ্চিত সেটাই ওর ফোকাস। এটা ওর সিদ্ধান্ত। আমরা জাতীয় দল নিয়ে এবং বিশ্বকাপ নিয়ে ফোকাসড। আমরা চ্যাম্পিয়নশিপে রয়েছে যেটা প্রতিটা খেলোয়াড়ের স্বপ্ন। আমাদের ১০০ শতাংশ ফোকাসই জাতীয় দলের উপর এবং আমরা খুব ভাল মতো জানি আমাদের কী করতে হবে।"

FIFA World Cup 2022: বুকচিতিয়ে অদম্য লড়াই, মুহূর্তের ভুলে বেলজিয়ামের বিরুদ্ধে পরাজিত কানাডাFIFA World Cup 2022: বুকচিতিয়ে অদম্য লড়াই, মুহূর্তের ভুলে বেলজিয়ামের বিরুদ্ধে পরাজিত কানাডা

English summary
We have to respect Ronaldo's decision said Manchester United star Bruno Fernandes.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X