For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতারের বিশ্বকাপে সর্বকনিষ্ঠ অধিনায়ক কোন দেশের? বয়সের নিরিখে ধারেকাছে কেউ নেই

  • |
Google Oneindia Bengali News

কাতারে ফিফা বিশ্বকাপের গ্রুপ বি-তে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। আজ রাতে (ভারতীয় সময় রাত সাড়ে ১২টায়) অভিযান শুরু করবে ওয়েলস ম্যাচ দিয়ে। এই ম্যাচে নজর থাকবে এক অধিনায়কের দিকে। যিনি চলতি বিশ্বকাপে সর্বকনিষ্ঠ অধিনায়ক হিসেবে দেশকে নেতৃত্ব দিতে চলেছেন।

কেন ও অ্যাডামসের বয়স ৩০-এর কম

ইংল্যান্ডের অধিনায়ক হ্যারি কেন ২৪ বছর বয়সে নেতৃত্ব দিয়েছিলেন ২০১৮ সালের বিশ্বকাপে। এখন তাঁর বয়স ২৯। এবারের ফিফা বিশ্বকাপে সবার শেষে ক্যাপ্টেনের নাম ঘোষণা করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। সেখানেই চমক। ১৯৫০ সালের বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছিলেন ওয়াল্টার বাহর। তখন তাঁর বয়স ছিল ২৩। সেই ২৩ বছর বয়সেই এবারের বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দেবেন টাইলার অ্যাডামস। হ্যারি কেন ও টাইলার অ্যাডামস ছাড়া এবারের বিশ্বকাপের বাকি ৩০ জন অধিনায়কের বয়সই ৩০ বা বেশি।

২০১৪ সালের পর ফের বিশ্বকাপে

২০১৪ সালের বিশ্বকাপের পর ফের এবার বিশ্বকাপের মূলপর্বে খেলবে মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাডামসের উপর ভালোই আস্থা রয়েছে মার্কিন হেড কোচ গ্রেগ বারহাল্টারের। এর আগে ৯ বার মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন নিউ ইয়র্কের ওয়াপিঙ্গারের অ্যাডামস। তাঁর নেতৃত্বে সাতটি ম্যাচেই জিতেছে মার্কিন যুক্তরাষ্ট্র। হেরেছে একটিতে, ড্র হয়েছে একটি ম্যাচ।

অ্যাডামসে আস্থা বারহাল্টারের

২০১৮ সালে মার্কিন যুক্তরাষ্ট্র দলের কোচ হওয়ার পর ঘুরিয়ে ফিরিয়ে বিভিন্ন ফুটবলারকে অধিনায়ক করেছেন বারহাল্টার। তবে বিশ্বকাপে বেছে নিলেন অ্যাডামসকেই। বারহাল্টার মার্কিন যুক্তরাষ্ট্রের হেড কোচের দায়িত্ব নেওয়ার পর ক্রিশ্চিয়ান পুলিসিচ ১১টি ম্যাচে দেশকে নেতৃত্ব দিয়েছেন, জয় সাতটিতে, একটি পরাজয়, ড্র তিনটি। ওয়াকার জিমারম্যানের অধিনায়কত্বে মার্কিন যুক্তরাষ্ট্র ৬টি ম্যাচে খেলেছে। বিশ্বকাপের যোগ্যতা অর্জন পর্বে অ্যাডামস দেশকে নেতৃত্ব দিয়েছেন সাতটি ম্যাচে, পুলিসিচ চারটিতে এবং জিমারম্যান তিনটিতে। এবারের বিশ্বকাপে দলগত সংহতিতে ভর করে একের পর এক ম্যাচ জেতাকেই টার্গেট করছে মার্কিন যুক্তরাষ্ট্র।

মার্কিন যুক্তরাষ্ট্রের ২৩ বছরের অধিনায়ক

১৯৫০ সালের বিশ্বকাপে অবশ্য প্রতিটি ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র মাঠে নেমেছিল আলাদা আলাদা অধিনায়কের নেতৃত্বে। বাহর যে ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তখন তাঁর বয়স ছিল ২৩ বছর ৩ মাস ২ দিন। চিলির কাছে সেই ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র পরাস্ত হয়েছিল ২-৫ গোলে। ইংল্যান্ডের বিরুদ্ধে ১-০ গোলে যে স্মরণীয় জয় ছিনিয়ে নিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র, সেই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন এড ম্যাকলভেনি (তখন বয়স ছিল ২৫ বছর)। সেই বিশ্বকাপেই ২২ বছরের হ্যারি কিফের নেতৃত্বে স্পেনের কাছে প্রথম ম্যাচে হেরেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। অ্যাডামস আজ যখন দেশকে নেতৃত্ব দেবেন তখন তাঁর বয়স ২৩ বছর ৯ মাস ৮ দিন। ১৯৯০ সালে মার্কিন যুক্তরাষ্ট্রকে নেতৃত্ব দিয়েছেন ২৪ বছরের মাইক উইন্ডিশম্যান, ১৯৯৪ সালে টনি মিওলা, ১৯৯৮ সালে ৩৭ বঠরের থমাস ডুলে, ২০০২ ও ২০০৬ সালে ক্লদিও রেইনা, ২০১০ সালে কার্লো বোকানেগরা এবং ২০১৪ সালে বিশ্বকাপে মার্কিন যুক্তরাষ্ট্র খেলেছিল ক্লিন্ট ডেম্পসির অধিনায়কত্বে। ২০০২ সালের মার্কিন যুক্তরাষ্ট্রের প্রথম ম্যাচে অধিনায়ক ছিলেন আরনি স্টুয়ার্ট। চোটের কারণে পর্তুগালের বিরুদ্ধে ম্যাচটিতে খেলতে পারেননি রেইনা।

English summary
FIFA World Cup 2022: Tyler Adams Of US Becomes The Youngest Captain Of Qatar WC. USA Will Face Wales In Their First Match Of Group B Tonight.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X