For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: ৪৮ ঘণ্টার ব্যবধান, বিশ্বকাপ কভার করতে যাওয়া দুই সাংবাদিকের অকালমৃত্যু

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ চলাকালীন কাতারে মৃত্যু দুই সাংবাদিকের। ৪৮ ঘণ্টার ব্যবধানে। মার্কিন সাংবাদিকের পর এবার অকালপ্রয়াণ কাতারের চিত্র সাংবাদিক।

আর্জেন্তিনা-নেদারল্যান্ডস ম্যাচ চলাকালীন প্রেস বক্সেই মৃত্যু হয় গ্রান্ট ওয়াহলের। তার দু-দিনের মধ্যেই কাতারের আল কাস টিভির চিত্র সাংবাদিক খালিদ আল-মিসলামের জীবনাবসান।

 বিশ্বকাপ কভার করতে যাওয়া দুই সাংবাদিকের অকালমৃত্যু

বিভিন্ন সংবাদমাধ্যমেই খালিদের প্রয়াণের খবরটি প্রকাশিত হয়েছে। যদিও বিশ্বকাপ আয়োজক বা কাতার সরকারের তরফে এখনও মৃত্যুর কারণ বা সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য দেওয়া হয়নি। গালফ টাইমস টুইটার মারফত প্রথমে জানায়, খালিদ আল-মিসলাম বিশ্বকাপ কভার করার মধ্যেই আচমকা প্রয়াত হয়েছেন। তাঁর আত্মার শান্তি কামনার পাশাপাশি পরিবারের প্রতি সমবেদনার বার্তাও দেওয়া হয়। খালিদ যে সংবাদমাধ্যমে কর্মরত ছিলেন, সেই আল কাস টিভিও তাদের চিত্র সাংবাদিকের প্রয়াণের খবর জানায়। একইসঙ্গে বলা হয়, মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যের জন্য অপেক্ষা করা হচ্ছে।

কাতার বিশ্বকাপে এর আগে প্রয়াত হন গ্রান্ট ওয়াহল। বছর ৪৮-এর এই সাংবাদিক আগেও বেশ কয়েকটি বিশ্বকাপ কভার করেছেন। মার্কিন যুক্তরাষ্ট্রে ফুটবলের জনপ্রিয়তা বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তাঁর। আর্জেন্তিনা-নেদারল্যান্ডস ম্যাচ কভার করছিলেন প্রেস বক্সে। আচমকাই চেয়ার থেকে পড়ে যান। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তাঁর জীবনাবসান হয়। যদিও তাঁর মৃত্যুর কারণ নিয়ে রহস্য রয়েছে। তাঁর ভাই এরিক কাতার সরকারের দিকে আঙুল তুলেছেন। গ্রান্টের চিকিৎসক স্ত্রী সেলিন গাউন্ডার সোশ্যাল মিডিয়ায় ঘটনাপ্রবাহ দেখে বিস্ময় প্রকাশ করেন।

কাতারে সমকামিতা অবৈধ, কড়া শাস্তির নিদান রয়েছে। ফিফার ফতোয়ায় এর প্রতিবাদের পরিকল্পনা থেকে সরে আসে বিভিন্ন দেশ। যদিও রামধনু রংয়ের টি শার্ট পরে গ্রান্ট ওয়াহল সমকামীদের প্রতি সমর্থন ও সহমর্মিতার বার্তা দিতে চেয়েছিলেন। LGBTQ সম্প্রদায়ের পাশে থাকার বার্তা দেওয়ায় তাঁকে আটক করে রাখা হয়েছিল। এমনকী কাতার প্রশাসন তাঁর মোবাইল কেড়ে নিয়েছিল বলেও টুইটে জানান গ্রান্ট। তার কয়েক ঘণ্টার মধ্যেই অকালপ্রয়াণ সন্দেহের বাতাবরণ তৈরি করে। তারপরই কাতারের চিত্র সাংবাদিকের মৃত্যুর ঘটনা নিয়ে শোরগোল পড়েছে।

FIFA World Cup 2022: এমবাপেকে কোন রণকৌশলে থামাবেন? ফ্রান্স ম্যাচের আগে তুরুপের তাস চেনালেন মরক্কো কোচFIFA World Cup 2022: এমবাপেকে কোন রণকৌশলে থামাবেন? ফ্রান্স ম্যাচের আগে তুরুপের তাস চেনালেন মরক্কো কোচ

English summary
FIFA World Cup 2022: Two Journalists Died Within 48 Hours While Covering World Cup In Qatar. Khalid al-Misslam, A Qatari Photojournalist, Working For Al Kass TV Has Died In Qatar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X