For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: পর্তুগাল কোচের সমালোচনা বান্ধবী জর্জিনার, ড্যামেজ কন্ট্রোলে রোনাল্ডো

  • |
Google Oneindia Bengali News

পর্তুগাল শনিবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলতে নামবে মরক্কোর। মঙ্গলবার সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে প্রথম একাদশে রাখেননি কোচ ফার্নান্দো সান্তোস। সেই ম্যাচে পর্তুগাল জেতে ৬-১ গোলে। এমনকী রোনাল্ডো মাঠে নামার আগেই পাঁচটি গোল দিয়েছিল পর্তুগাল, রোনাল্ডোর পরিবর্তে প্রথম একাদশে আসা গনসালো রামোস হ্যাটট্রিকও করেন।

রোনাল্ডোকে বসানো নিয়ে চর্চা

রোনাল্ডোকে বসানো নিয়ে চর্চা

ম্যাচ শুরুর আগে থেকেই আলোচনার বিষয় ছিল রোনাল্ডোর বেঞ্চে থাকার বিষয়টি। ২০০৮ সালের এই প্রথম পর্তুগালের কোনও ম্যাচে শুরু থেকে খেলানো হয়নি রোনাল্ডোকে। দক্ষিণ কোরিয়া ম্যাচ চলাকালীন মাঠ থেকে তাঁকে তুলে নেওয়ায় কোচের সিদ্ধান্তে রোনাল্ডো ক্ষিপ্ত হন বলে অভিযোগ। কিন্তু দলের ঊর্ধ্বে ব্যক্তি নয়, এই বার্তা স্পষ্ট করে দেওয়ার জন্য রোনাল্ডোকে না খেলানোর পক্ষে রায় দেন পর্তুগালের বেশিরভাগ নাগরিকও। রোনাল্ডো অবশ্য জানিয়েছিলেন, তিনি কোচকে অসম্মান করেননি। যা বলেছিলেন তা দক্ষিণ কোরিয়ার প্লেয়ারের উদ্দেশে। তবে এ সবের পরেও রোনাল্ডোকে সান্তোস রাউন্ড অব সিক্সটিনের ম্যাচে প্রথম একাদশের বাইরে রাখায় চর্চা শুরু হয়। সান্তোসের সিদ্ধান্তকে সমর্থনও করেন অনেকেই।

সরব বান্ধবী

বিষয়টি অন্য মাত্রা পায় রোনাল্ডোর বান্ধবী জর্জিনা রদ্রিগেজ ইনস্টাগ্রাম পোস্টে। লুসাইল স্টেডিয়ামে তোলা নিজের ছবি পোস্ট করে লেখেন, অভিনন্দন পর্তুগাল। যখন ১১ জন ফুটবলার মাঠে দাঁড়িয়ে জাতীয় সংগীতে গলা মেলাচ্ছিলেন তখন সকলের নজর ছিল রোনাল্ডোর দিকেই। দর্শকরা ৯০ মিনিট বিশ্বের সেরা ফুটবলারের খেলা উপভোগ করতে পারলেন না, এটা অত্যন্ত লজ্জার। ম্যাচ চলাকালীনও রোনাল্ডোর নামে জয়ধ্বনি করে তাঁকে নামানোর পক্ষে দাবি জানাচ্ছিলেন স্টেডিয়ামে উপস্থিত ফুটবলপ্রেমীরা। তবে আগামী ম্যাচগুলিতে এই পরিস্থিতির সাক্ষী হতে আর হবে না বলেও আশাপ্রকাশ করেন জর্জিনা।

স্ট্র্যাটেজি অনুযায়ী প্লেয়ার খেলানো

স্ট্র্যাটেজি অনুযায়ী প্লেয়ার খেলানো

রোনাল্ডোকে প্রথম একাদশে না রাখলেও শেষ ১৭ মিনিট খেলান হেড কোচ সান্তোস। তাঁকে রোনাল্ডোর ঘনিষ্ঠ বন্ধু বলেও অভিহিত করেছেন জর্জিনা। কিন্তু তাঁর সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি। সান্তোস ম্যাচের পর জানান, রোনাল্ডো ১৯ বছর বয়সে স্পোর্টিংয়ে থাকাকালীন তাঁকে তিনি চেনেন। ২০১৪ থেকে একসঙ্গে জাতীয় দলের বিকাশের কাজ চালিয়ে আসছেন। ম্যানেজার ও প্লেয়ার হিসেবে তাঁদের মধ্যে কোনও ভুল বোঝাবুঝি তৈরি হয়নি। রোনাল্ডোকে দলের একজন গুরুত্বপূর্ণ সদস্য বলেও উল্লেখ করেছেন সান্তোস। তিনি বলেন, শৃঙ্খলারক্ষা সংক্রান্ত বিষয়ের নিষ্পত্তি হয়ে গিয়েছে। রোনাল্ডো বিশ্বের অন্যতম সেরা ফুটবলার। ফলে সামনে যা কিছু করতে হবে তা দলগত সংহতিতে ভর করেই। সেই সঙ্গে সান্তোস স্পষ্ট করে দিয়েছেন, ফুটবলার নামানো বা তুলে নেওয়ার ক্ষেত্রে ব্যক্তিগত কোনও বিষয় নেই। যা হচ্ছে সেটা স্ট্র্যাটেজি অনুযায়ী। এমনকী মরক্কো ম্যাচে প্রথম একাদশে না থাকা সকলকেই পরের দিকে খেলানোর সম্ভাবনাও যে থাকবে, সেটাও জানিয়েছেন।

বিতর্ক থেকে দূরে থাকার প্রয়াস রোনাল্ডোর

রোনাল্ডো নিজে অবশ্য বিতর্ক থেকে নিজেকে দূরে রাখতে চাইছেন। তিনি প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচ জেতার পর ইনস্টাগ্রামে লিখেছেন, পর্তুগালের জন্য অসাধারণ দিন। বিশ্বকাপের মতো আসরে এটি ঐতিহাসিক ফলাফল। দলের তরুণ ফুটবলারদের পাশাপাশি দল নির্বাচনের উচ্ছ্বসিত প্রশংসাও করেছেন সিআর সেভেন। কাপ জয়ের স্বপ্নপূরণের প্রত্যয়েরও উল্লেখ রয়েছে তাঁর পোস্টে।

English summary
FIFA World Cup 2022: Cristiano Ronaldo’s Girlfriend Georgina Slams Portugal Coach Santos. Portugal Will Take On Morocco In The Quarter-Finals On Saturday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X