For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: রোনাল্ডো নামার আগেই পর্তুগালের ৫ গোল! রামোসের হ্যাটট্রিকে হাফ ডজন হজম সুইসদের

  • |
Google Oneindia Bengali News

পর্তুগাল ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠল ১৬ বছর পর। ১৯৬৬ ও ২০০৬-এর বিশ্বকাপের পর এবারই প্রথম। লুসাইল স্টেডিয়ামে এদিন পর্তুগাল ৬-১ গোলে চূর্ণ করল সুইৎজারল্যান্ডকে। ক্রিশ্চিয়ানো রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে গনসালো রামোসকে রেখেছিলেন পর্তুগালের হেড কোচ ফার্নান্দো তোরেস। সেই রামোসই এদিন হ্যাটট্রিক করলেন।

রোনাল্ডো নামার আগেই পর্তুগালের ৫ গোল

ম্যাতের ১৭ মিনিটে অনবদ্য গোলে পর্তুগালকে এগিয়ে দেন রামোস। ৩৩ মিনিটে ব্যবধান বাড়ান অধিনায়কের আর্মব্যান্ড পরা পেপে। ২১ বছর ১৬৯ দিনের মথায় বিশ্বকাপের নক আউটে তিনি পর্তুগালের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোল করার নজির গড়েন রামোস। অন্যদিকে, পেপে রজার মিল্লার পর বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি বয়সে গোল করার নজির গড়ে ফেললেন। সুইসদের বিরুদ্ধে পেপে ম্যাচটি খেললেন ৩৯ বছর ২৮৩ দিনের মাথায়। রামোস প্রথমার্ধেই আরও গোল পেতে পারতেন। কিন্তু সুইস গোলকিপার কয়েকটি ভালো সেভ করায় বিরতিতে ২-০ গোলেই এগিয়ে ছিল পর্তুগাল।

দ্বিতীয়ার্ধে অব্যাহত থাকে পর্তুগালের ঝড়। ৫১ মিনিটে রামোসের দ্বিতীয় গোল। ৫৫ মিনিটে রাফায়েল গুয়েরেইরো পর্তুগালকে ৪-০ ব্যবধানে এগিয়ে দেন। ৫৮ মিনিটে ম্যানুয়েল আকাঞ্জি সুইৎজারল্যান্ডের একমাত্র গোলটি করেন। যদিও ৬৭ মিনিটে রামোস হ্যাটট্রিক সম্পন্ন করলে সুইসদের জালে পঞ্চমবার বল জড়াতে সক্ষম হয় পর্তুগাল। ৩২ বছর পর বিশ্বকাপের নক আউট পর্বে কোনও ফুটবলার হ্যাটট্রিক করলেন। ১৯৯০ সালে শেষবার এই নজিরটি গড়েন চেক প্রজাতন্ত্রের টমাস স্কুয়ারভি।

ম্যাচ শুরুর আগেই রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রাখা নিয়ে শোরগোল পড়ে যায়। হেড কোচ সান্তোস দক্ষিণ কোরিয়া ম্যাচে রোনাল্ডোর আচরণে খুশি ছিলেন না। এমনকী পর্তুগালের সিংহভাগ মানুষও মত দেন, রোনাল্ডোকে বাইরে রাখার। ফলে টিম লিস্ট বেরোতেই রোনাল্ডোর বেঞ্চে বসার খবর ভাইরাল হতে সময় লাগেনি। ২০০৮ সালের পর এই প্রথম রোনাল্ডো বিশ্বকাপ-সহ মেজর টুর্নামেন্টে প্রথম একাদশের বাইরে। কখনও তাঁকে দেখা গিয়েছে ডাগআউটে গালে হাত দিয়ে বসে থাকতে। কখনও আবার সতীর্থদের গোল করার পর উচ্ছ্বাস প্রকাশ করেছেন।

গ্যালারিতেও ছিল রোনাল্ডো, রোনাল্ডো ধ্বনি। অবশেষে ৭৪ মিনিটে জোয়াও ফেলিক্সের পরিবর্ত হিসেবে মাঠে নামেন সিআর সেভেন। তাঁর হাতে অধিনায়কের আর্মব্যান্ডটি পরিয়ে দেন পেপে। যদিও রোনাল্ডো গোলদাতাদের তালিকায় এদিন নিজের নামটি তুলতে পারেননি। দ্বিতীয়ার্ধের ইনজুরি টাইমে পর্তুগালের ষষ্ঠ গোলটি করেন রাফায়েল লিয়াও। সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মরক্কোর বিরুদ্ধে খেলবে পর্তুগাল।

FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপের শেষ আটে কারা? কোন দল কবে খেলবে কাদের বিরুদ্ধে?FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপের শেষ আটে কারা? কোন দল কবে খেলবে কাদের বিরুদ্ধে?

English summary
FIFA World Cup 2022: Portugal Beat Switzerland By 6-1 To Reach The Last 8. Goncalo Ramos Scores A Hattrick. সুইৎজারল্যান্ডকে ৬-১ গোলে হারিয়ে ফিফা বিশ্বকাপের শেষ আটে পৌঁছে গেল পর্তুগাল। গনসালো রামোস হ্যাটট্রিক করলেন।
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X