For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

কাতার বিশ্বকাপে স্টেডিয়ামে বিয়ার বিক্রি নিয়ে পিছু হঠল ফিফা, আয়োজক দেশের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত ঘোষণা

Google Oneindia Bengali News

বিশ্বকাপ শুরু হতে আর ৪৮ ঘণ্টা। মহিলাদের পোশাক নিয়ে নানা বিধিনিষেধ যেমন রয়েছে, তেমনই কাতারে ফিফা বিশ্বকাপ দেখতে যাওয়া সুরাপ্রেমী ফুটবল ভক্তরা পড়েছেন মহা সমস্যায়। কাতার ইসলাম প্রধান দেশ। এখানে মদ বিক্রি নিষিদ্ধ। কিন্তু বিয়ার যাতে স্টেডিয়ামে মেলে তার জন্য চাপ বাড়ছে ফিফার উপর। এ জন্য আয়োজকদের সঙ্গে বৈঠকও চালাচ্ছেন ফিফা আধিকারিকরা।

কাতার বিশ্বকাপে বিয়ার বিক্রি নিয়ে প্রবল চাপে ফিফা

কাতার বিশ্বকাপ আয়োজনের দায়িত্ব পাওয়ার পর থেকেই বিশ্বকাপ চলাকালীন অ্যালকোহল বিক্রির বিষয়টি নিয়ে জল্পনা চলছিলই। ফিফার অন্যতম স্পনসর বুডওয়েইজার (Budweiser) নামে বিয়ার প্রস্তুতকারী সংস্থা। প্রথমে জানা গিয়েছিল, স্টেডিয়ামগুলিতে এই সংস্থা বিয়ার বিক্রি করতে পারবে, সেই সংক্রান্ত চুক্তিও হয়েছে। যদিও পরবর্তীকালে নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে জানা যায়, আয়োজক দেশের অনুরোধ মেনে বিয়ার টেন্টগুলি এমনভাবে করার বন্দোবস্ত হয় যাতে তা সহজেই চোখে না পড়ে।

বিয়ার প্রস্তুতকারক সংস্থার কর্ণধার এবি ইনবেভের মুখপাত্র স্কাই নিউজকে জানান, গত ১২ নভেম্বর আয়োজক দেশের আপত্তির বিষয়টি জানা গিয়েছে। ফিফার সঙ্গে একযোগে স্থির করা হচ্ছে কীভাবে নির্দেশিকা মেনে কনসেশন আউটলেট চালু করা যায়। নতুন পরিস্থিতিতেও ফ্যানেদের কাছে সেরা পরিষেবা পৌঁছে দেওয়ার চেষ্টা যে সংস্থার তরফে করা হচ্ছে তাও জানানো হয়েছে। তবে সমস্যা আরও বেড়েছে এরপরেই। ফিফার উপর চাপ আসছে যাতে স্টেডিয়ামগুলিতে বিয়ার বিক্রি না করা হয়। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে কাতার খেলবে ইকুয়েডরের বিরুদ্ধে। তার আগেই বিয়ার বিক্রি সংক্রান্ত বিষয়টি চূড়ান্ত হবে বলে মনে করা হচ্ছে। সেক্ষেত্রে বিয়ার বিক্রি নিষিদ্ধ হবেও যাঁরা ইতিমধ্যেই হসপিটালিটি প্যাকেজের জন্য অর্থ জমা দিয়েছেন তাঁদের বিয়ার পেতে অসুবিধা হবে না বলেই খবর।

এরই মধ্যে ফিফা জানিয়ে দিয়েছে, আয়োজক দেশের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হয়েছে স্টেডিয়ামগুলিতে বিয়ার-সহ কোনও ধরনের অ্যালকোহল বিক্রি হবে না। তবে বুড জিরো পাবেন সমর্থকরা। এই পদক্ষেপ মেনে নিয়েছে ফিফার অন্যতম স্পনসর বুডওয়েইজার। কাতারে বিশ্বকাপের জন্য অফিসিয়াল ফ্যান জোন তৈরি হয়েছে। সেখানে বিশ্বকাপ চলাকালীন ফুটবলপ্রেমীরা বিয়ার-সহ অ্যালকোহল কিনতেই পারেন। তবে প্রকাশ্যে তা সেবন করা যাবে না। কাতারে যেহেতু প্রকাশ্যে মদ্যপান নিষিদ্ধ, ফলে কেউ স্টেডিয়ামে বিয়ার গ্লাস বা বোতল হাতে যদি খেলা দেখেন এবং তা টিভি ক্যামেরায় ধরা পড়ে, তাহলে তা দেশের নিয়মবিরুদ্ধে হবে। সে কারণেই স্টেডিয়ামগুলিতে বিয়ার বিক্রির নিষেধাজ্ঞা বলেই জানা যাচ্ছে।

কাতার বিশ্বকাপের ম্যাচ ফিক্সড! চাঞ্চল্যকর দাবিতে শোরগোল, সতর্ক ফিফাকাতার বিশ্বকাপের ম্যাচ ফিক্সড! চাঞ্চল্যকর দাবিতে শোরগোল, সতর্ক ফিফা

English summary
FIFA World Cup 2022: FIFA And World Cup Organisers Are Engaged In Last-Minute Showdown Talks Over Whether Beer Will Be Sold At The Stadiums In Qatar. Qatar Is A Dry Country With Islam The State Religion.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X