
বিশ্বকাপের মধ্যেই অনন্য রেকর্ড গড়লেন ফ্রান্সের এই তারকা, তিনিই এখন সবার উপরে
থিওরে অঁরিকে পিছনে ফেলে ফ্রান্সের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা হলেন অলিভিয়ার জিরু। পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচের প্রথম গোলের সঙ্গে তিনি ছাপিয়ে গেলেন ফ্রান্সের ফুটবল কিংবদন্তি থিওরে অঁরিকে। এই ম্যাচ শুরুর আগে অঁরির সঙ্গে যৌথ ভাবে শীর্ষে ছিলেন জিরু।

পোল্যান্ডের বিরুদ্ধে প্রথমার্ধে করা তাঁর গোল জিরুকে ফ্রান্সের ফুটবল ইতিহাসে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার আসন একক ভাবে এনে দিল। এই ম্যাচে কিলিয়ান এমবাপে জোড়া গোল করলেও নজর ছিল জিরুর দিকে। ২০১৮ সালে ফ্রান্সের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন জিরু। ফ্রান্সকে চ্যাম্পিয়ন করার পিছনে রাশিয়া বিশ্বকাপে অনেক বড় অবদান রেখেছিলেন তিনি।
ফ্রান্সের কোচ দিদিয়ের দেসচ্যাম্পস বলেছেন, "অলিভিয়ার সব সময়েই দলের অত্যন্ত গুরুত্বপূর্ণ ফুটবলার। চার বছর আগে যদি ও একটিও গোল না করতো তবুও ও দলের গুরুত্বপূর্ণ সদস্য থাকত। কঠিন সময়ের মধ্যে দিয়ে ও এসেছিল। আজ পুরস্কৃত হল কারণ মাঝেমধ্যেই ওর সমালোচনা করা হয়। এটা কোনও পুরনো রেকর্ড নয়, এর পিছনে থিওরে অঁরি রয়েছে যাঁকে ও পরাজিত করেছে। ওকে সাবাশি দিতে হবে এতগুলো গোল করার জন্য। তাদেরও সাবাশি জানাতে হবে যাঁরা ওকে এই সংখ্যক গোলকরতে সাহায্য করেছে।"
২০০৯ সাল থেকে ফ্রান্সের সর্বোচ্চ গোলদাতা ছিলেন অঁরি। অঁরিকে টপকে ফ্রান্সের সর্বকালের সর্বাধিক গোল স্কোরার হওয়ার জন্য জিরুর লাগল ১১৭টি ম্যাচ। ফ্রান্সের বিশ্বকাপ জয়ী অধিনায়ক এবং কাতার বিশ্বকাপেও ফ্রান্সের অধিনায়ক হুগো লরিস ম্যাচ শেষে বলেছেন, "অলিভিয়ার একজন বড় মাপের নেতা, তরুণ প্রজন্মের কাছে তিনি আদর্শ। কেরিয়ারে চড়াই - উতরাই আসতেই পারে, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় ধীর-স্থির থাকা। মানসিক ভাবে শক্তিশালী থাকা এবং কখনও হাল না ছাড়া হলো বড় বিষয়। অলিভিয়ার নিজের পুরো কেরিয়ারে এই মানসিকতা বজায় রেখেছে এবং তার ফল ও পেয়েছে।"