For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: সীমিত গোলাবারুদ নিয়ে ডি ব্রুয়েন-হ্যাডার্ডের বেলজিয়ামকে বিধ্বস্ত করল মরক্কো

সীমিত গোলাবারুদ নিয়ে ডি ব্রুয়েন-হ্যাডার্ডের বেলজিয়ামকে বিধ্বস্ত করল মরক্কো

Google Oneindia Bengali News

ফিফা ক্রমতালিতায় দ্বিতীয় স্থানে থাকা বেলজিয়ামকে ২-০ গোলে বিধ্বস্ত করল ফিফা র্যাঙ্কিং-এ ২২ নম্বরে থাকা মরক্কো। কেভিন ডি ব্রুয়েন, এডেন হ্যাজার্ড, থরগান হ্যাজার্ড সমৃদ্ধ দলকে খেলতেই দিল না হাকিম জিয়েচ - আচরাফ হাকিমির মরক্কো। হেভিওয়েট প্রতিপক্ষকে বোতলবন্দী করে রাখল মরক্কোর ডিফেন্স।

FIFA World Cup 2022: সীমিত গোলাবারুদ নিয়ে ডি ব্রুয়েন-হ্যাডার্ডের বেলজিয়ামকে বিধ্বস্ত করল মরক্কো

রাশিয়ায় ২০১৮ বিশ্বকাপে যে বেলজিয়ামকে দেখা গিয়েছিল সেই বেলজিয়াম দলের সঙ্গে কাতারে খেলা বেলজিয়াম দলকে কোনও ভাবেই যেন মেলানো যাচ্ছে না। রোমেলু লুকাকু-এডেন হ্যাজার্ডদের বেলজিয়াম সে বার ফুট ফুটিয়েছিল রাশিয়ায়, একের পর এক প্রতিপক্ষকে চূর্ণ করে পৌঁছে গিয়েছিল সেমিফাইনালে। কিন্তু এ বার শুরু থেকেই ফ্যাকাসে লাগছে ফিফার ক্রমতালিকায় বিশ্বের দ্বিতীয় সেরা দলকে।

যদিও প্রথম ম্যাচে রোমেলু লুকাকু খেলতে পারেননি চোট থেকে রিকভার করছেন বলে এবং এই ম্যাচেও শেষের দিকে কয়েক মিনিটউ তিনি মাঠে নামেন কিন্তু একটা খেলোয়াড় নেই বলে দলটাই এই দশা হবে তা হয়তো ভাবতে পারেননি বেলজিয়ামের সমর্থকেরাও। কেভিন ডি ব্রুইনকে কানাডা ম্যাচেও খুব একটা আহামরি লাগেনি এই ম্যাচে সেই একই রকম। ম্যানচেস্টার সিটির জার্সিতে ডি ব্রুইনের যে চেনা ঝাঁঝটা লক্ষ্য করা যায় সেটা উধাও এখনও পর্যন্ত এ বারের বিশ্বকাপে। প্রথমার্ধে এই ম্যাচের স্কোর লাইন ছিল ০-০।

বেলজিয়ামের থেরে বরং অনেক বেশি আত্মবিশ্বাসী এবং ছটফটে লেগেছে মরক্কোকে। আফ্রিকার দেশটির ফুটবলারদের মধ্যে তালমিল ছিল চোখে পড়ার মতো। এ দিন জিয়েচের গোল প্রথমার্ধের অতিরিক্ত সময়ে অফ সাইডের কারণে বাতিল না হলে অনেক আরও বড় ব্যবধানে মরক্কো জিততে পারত। ৭৩ মিনিটে পরবর্তী ফুটবলার আবদেলহামিল সাবিরি গোল করে মরক্কোকে এগিয়ে দেন। মরক্কো দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে দ্বিতীয় গোলটি তুলে নেয়। হাকিম জেইচের থেকে আসা ঠিকানা লেখা বল থেকে অপর পরবর্তী ফুটবলার জাকারিয়া আবুখালাল মরক্কোর হয়ে দ্বিতীয় গোল করে নিজেদের জয় নিশ্চিত করে।

English summary
FIFA World Cup 2022: Morocco beat World's No 2 Belgium by 2-0 goals.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X