For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচের আগে বড়সড় দুর্ঘটনা এড়াল দোহা, অব্যবস্থায় আতঙ্ক

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে আয়োজক দেশ কাতার পরাস্ত হয়েছে ইকুয়েডরের কাছে। ২০০৬ সাল থেকে বিশ্বকাপের প্রথম ম্যাচ যাতে আয়োজক দেশই খেলে সেই ব্যবস্থা রেখেছে ফিফা। এই প্রথম উদ্বোধনী ম্যাচে হারল কোনও আয়োজক দেশ। কাতার-ইকুয়েডর ম্যাচ শুরুর আগে ধরা পড়ল তুমুল অব্যবস্থার ছবি। যা থেকে বড়সড় দুর্ঘটনা ঘটতেই পারত।

উদ্বোধনী ম্যাচের আগে বড়সড় দুর্ঘটনা এড়াল দোহা

আল খরের আল বায়াত স্টেডিয়াম যখন ফিফা বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান নিয়ে মাতোয়ারা তখনই আয়োজকদের পরিকল্পনার অভাবে বড়সড় দুর্ঘটনার পরিস্থিতি তৈরি হয়েছিল দোহার আল বিড্ডা পার্কে। সেখানে বিশ্বকাপ উপলক্ষে ফ্যান ফেস্টিভ্যাল আয়োজন করা হয়েছে। কাতার যেখানে বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ খেলতে নামছে, তার সাক্ষী থাকতে বেদুইনের দেশের ফুটবলপ্রেমীদের মধ্যে উন্মাদনা ছিল তুঙ্গে।

ম্যাচ শুরুর ঘণ্টাখানেক আগে ফ্যান ফেস্টিভ্যালে ফুটবলপ্রেমীদের প্রবেশের অনুমতি দেন আয়োজকরা। যেখানে ৪০ হাজার মানুষ থাকতে পারেন, সেখানে ফ্যান ফেস্টিভ্যালে যোগ দিতে হাজির হয়েছিলেন তার দ্বিগুণ ফুটবলপ্রেমী। একে অপরকে পিছনে ফেলে মূল জায়গায় পৌঁছাতে হুড়োহুড়ি লেগে যায়। অনেকে মাটিতে পড়েও যান। প্রবেশদ্বার থেকে মূল ফেস্টিভ্যাল পার্কের মাঝে ভিড়ের চাপে আটকে পড়েন অনেকে। পরিস্থিতি সামাল দিতে বেশ বেগ পেতে হয় ফুটবলপ্রেমীদের।

অনেককে বের করে দিতে বাধ্য হন পুলিশকর্মীরা। পরিস্থিতি স্বাভাবিক করতে ৪৫ মিনিট লেগে যায়। যে পরিস্থিতি তৈরি হয়েছিল তাতে আতঙ্কিত হয়ে পড়েন অনেক ফুটবলপ্রেমী। চার বছরের সন্তানকে কোলে নিয়ে একজনকে বলতে শোনা যায়, বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয়েছিল। প্রচুর মানুষকে ঢুকতে দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল। আমরা মূল জায়গায় পৌঁছাতেই পারতাম না। ভালো হয়েছে আমাদের বের করে দেওয়ায়। বিদেশি ফুটবলপ্রেমীরা পুলিশ ও নিরাপত্তাকর্মীদের সঙ্গে সহযোগিতা করেন। তবে স্থানীয় মানুষজন গোটা ঘটনাকে ভালোভাবে নেননি। প্রথম দিনেই এই পরিস্থিতি। কাতারের মতো ছোট দেশের কাছে বিশ্বকাপ চলাকালীন এই ভিড় সামাল দেওয়াই চ্যালেঞ্জিং হতে চলেছে।

এদিকে, সোমবার ফিফা বিশ্বকাপের তিনটি ম্যাচ রয়েছে। ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় গ্রুপ বি-র ম্যাচে ইংল্যান্ড খেলবে ইরানের বিরুদ্ধে। রাত সাড়ে ৯টায় গ্রুপ এ-র ম্য়াচে সেনেগালের প্রতিপক্ষ নেদারল্যান্ডস। এরপর রাত সাড়ে ১২টায় গ্রুপ বি-র অপর ম্যাচে মার্কিন যুক্তরাষ্ট্র খেলতে নামবে ওয়েলসের বিরুদ্ধে। গ্রুপ এ-র ম্যাচে কাতারকে ইকুয়েডর এদিন হারিয়েছে অধিনায়ক এনার ভ্যালেন্সিয়ার করা জোড়া গোলের সুবাদে।

English summary
FIFA World Cup 2022: Massive Chaos At Fan Festival In Doha Ahead Of Qatar vs Ecuador Match. It Took Around 45 Minutes To Bring Back Normalcy.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X