For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী ফের বিঁধলেন সান্তোসকে, সরব লুই ফিগোও

Google Oneindia Bengali News

মরক্কোর কাছে পরাস্ত হয়ে ফিফা বিশ্বকাপ অভিযান শেষ হয়ে গিয়েছে পর্তুগালের। ২০০৬ থেকে ২০২২ পর্যন্ত পাঁচটি বিশ্বকাপ খেললেও একবারও দেশকে খেতাব জেতাতে পারলেন না বিশ্বের সেরা ফুটবলারদের অন্যতম রোনাল্ডো। পর্তুগালের ছিটকে যাওয়া নিয়ে চলছে কাটাছেঁড়া। পর্তুগালের হেড কোচ ফার্নান্দো সান্তোসের উপরও চাপ বাড়ছে।

ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর বান্ধবী ফের বিঁধলেন সান্তোসকে

কোয়ার্টার ফাইনালে গতকাল মরক্কোর কাছে হারের পরেও ফার্নান্দো সান্তোস দাবি করেছিলেন, রোনাল্ডোকে প্রথম একাদশে না নামানোর সিদ্ধান্ত সঠিকই ছিল। যে কৌশলে সুইৎজারল্যান্ডকে আগের ম্যাচেই পর্তুগাল ৬-১ গোলে হারিয়েছিল, রোনাল্ডো নামার আগেই হয়েছিল ৫ গোল, সেখানে রণনীতি বদলানোর প্রয়োজনীয়তা বোধ করেননি সান্তোস। ভাগ্যের সহায়তা পেলে এভাবে ছিটকে যেতে হতো না বলে দাবিও করেন সান্তোস। যদিও রোনাল্ডোকে শুরুতে না নামানোয় সান্তোসকে কটাক্ষ করেছেন সিআর সেভেনের বান্ধবী জর্জিনা রদ্রিগেজ। সুইসদের বিরুদ্ধে ম্য়াচেও রোনাল্ডোকে বেঞ্চে রাখার সিদ্ধান্তকে লজ্জাজনক বলে অভিহিত করেছিলেন জর্জিনা।

ফের রোনাল্ডোর বান্ধবী সোশ্যাল মিডিয়ায় সান্তোসের সমালোচনা করে রোনাল্ডোকে উদ্দেশ করে লিখেছেন, "তোমার বন্ধু ও দলের হেড কোচ ফের ভুল সিদ্ধান্ত নিলেন। সেই বন্ধু যাঁকে তুমি খুব শ্রদ্ধা ও সম্মান করো।" জর্জিনার উপলব্ধি, রোনাল্ডো মাঠে নামার পর পর্তুগালের খেলার ধরন বদলাতে শুরু করে, যদিও তখন অনেকটাই দেরি হয়ে গিয়েছিল। যিনি দলের প্রধান অস্ত্র, বিশ্বের সেরা সেই ফুটবলারকে কখনও অবজ্ঞা করা যায় না। জীবন আমাদের শিক্ষা দেয়। আমরা ম্যাচটি হারিনি, আমরা শিখলাম। ক্রিশ্চিয়ানো আমাদের সকলের কাছেই শ্রদ্ধার।

রোনাল্ডো প্রথম যখন বিশ্বকাপ খেলেন ২০০৬ সালে তখন পরতেন ১৭ নম্বর জার্সি। রোনাল্ডোর আগে পর্তুগালের সাত নম্বর জার্সিটি বরাদ্দ ছিল লুই ফিগোর জন্য। সেই ফিগো স্পোর্টস ১৮ চ্যানেলে বলেছেন, রোনাল্ডোকে বেঞ্চে বসিয়ে রেখে বিশ্বকাপ জেতা যায় না। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে সেই রণকৌশল নিয়ে দল জিতেছে, গ্রেট রেজাল্ট। কিন্তু সেটা প্রতি ম্যাচে চলে না। রোনাল্ডোকে প্রথম একাদশের বাইরে রাখা ভুল। এই হারের জন্য দলের কোচ ও টিম ম্যানেজমেন্টকেই দায়ী করেছেন ফিগো। রোনাল্ডোকে নিয়ে বিতর্ক দলের পারফরম্যান্সে প্রভাব ফেলল কিনা সেই প্রশ্নের উত্তরে পর্তুগালের ফুটবলার ব্রুনো ফার্নান্দেজ সাফ জানিয়ে দেন, তেমন কিছুই হয়নি। ন্যায্য পেনাল্টি না দেওয়ার সিদ্ধান্ত-সহ আর্জেন্তিনার রেফারির ম্যাচ পরিচালনা নিয়েই ক্ষোভের আগুন রয়েছে পর্তুগাল শিবিরে।

FIFA World Cup 2022: Al Hilm বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল, দেখুন প্রথম ঝলকFIFA World Cup 2022: Al Hilm বল দিয়ে খেলা হবে বিশ্বকাপের সেমিফাইনাল ও ফাইনাল, দেখুন প্রথম ঝলক

English summary
FIFA World Cup 2022: Luis Figo And Ronaldo's Girlfriend Georgina Slammed Portugal Coach Santos For Not Incuding CR7 In The Starting XI. Morocco Knocked Portugal Out Of FIFA World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X