For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'মেসির হার মানে ফুটবলের হার', ফুটবল যুবরাজের হাতে বিশ্বকাপ খেতাব দেখার জন্য মুখিয়ে রয়েছেন এনরিকে

'মেসির হার মানে ফুটবলের হার', ফুটবল যুবরাজের হাতে বিশ্বকাপ খেতাব দেখার জন্য মুখিয়ে রয়েছেন এনরিকে

Google Oneindia Bengali News

কোস্টা রিকাকে ৭-০ ব্যবধানে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করা স্পেনের ফ্যাকাসে হতে বেশি সময় লাগেনি। জাপানের বিরুদ্ধে হার, জার্মানির বিরুদ্ধে ড্র করে কোনও ভাবে শেষ ষোলোর টিকিট জোগাড় করেছিল ২০১০ সালের ফিফা বিশ্বকাপ জয়ীলা। কিন্ত লা রোজাদের কাপ ভাগ্য সমাপ্ত হয় মরক্কোর বিরুদ্ধে হেরে।

 মেসির হার মানে ফুটবলের হার, ফুটবল যুবরাজের হাতে বিশ্বকাপ খেতাব দেখার জন্য মুখিয়ে রয়েছেন এনরিকে

১২০ মিনিটের খেলার ফল ০-০ থাকলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে এবং সেখানে ৩-০ ব্যবধানে পরাজিত হয় স্পেন। পরবর্তী কয়েক দিনে জীবন অনেকটা বদলে গিয়েছে লুইস এনরিকের। স্পেনের কোচ থেকে আজ তিনি প্রাক্তন হয়ে গিয়েছেন। তাঁর পরিবর্তে নতুন হেড স্যার দায়িত্ব নিয়েছেন আলভারো মোরাতাদের।

কাতার থেকে অনেক দূরে বর্তমানে স্পেনে নিজের বাড়িতে বসে সময় কাটানো লুই এনরিকে মঙ্গলবার রাত্রেও চোখ রাখবেন বিশ্বকাপের ম্যাচে। তাঁর চোখ খুঁজবে প্রাক্তন ছাত্র লিওনেল মেসিকে। বিশ্ব ফুটবলের যুবরাজকে একটা সময়ে আর্জেন্টিনার কোচ থাকাকালীন কোচিং করিয়েছিলেন এনরিকে।

ফাইনালের টিকিট কনফার্ম করতে লিওনেল মেসি'র আর্জেন্টনা মুখোমুখি হবে ক্রোয়েশিয়া লুকা মদ্রিচের। ম্যাচের আগে মুকা জানিয়েছেন রিয়াল মাদ্রিদের ডিএনএ এবং ক্রোয়েশিয়ার ডিএনএ- দু'টোই এক। বার্সেলোনার ফুটবল ইতিহাসের শ্রেষ্ঠ ফুটবলার মেসি এখন আর ক্যাম্প ন্যূ-তে না খেললেও তাঁর মধ্যে কাতালান ফুটবল ঘারানা ভরা রয়েছে। ফলে মদ্রিচ এবং মেসির ডুয়েলে অনেকেই এল ক্লাসিকোর ফ্লেভার খুঁজছেন। কাতালানদের সাবেক কোচ এবং মেসির প্রাক্তন প্রশিক্ষক চান এ বারের খেলাবটা উঠুক লিওনেল মেসির হাতেই।

২০১৪ থেকে ২০১৭ মরসুম পর্যন্ত বার্সেলোনার প্রধান কোচ লুইস এনরিকে বলেছেন, "আমি চাই মেসি বিশ্বকাপ জিতুক।" প্রাক্তন শিষ্যকে প্রশংসায় মুরে এনরিকে বলেছেন, "মেসি মানেই তো ফুটবল।" অনেকেই মনে করেন মেসি যদি বিশ্বকাপ না পায় তা হলে সেটা মেসি বা আর্জেন্টিনার দুর্ভাগ্য, পরাজয় বা ব্যর্থতা নয়-- সেটা আসলে ফুটবলের পরাজয়।

বিশ্বকাপ থেকে তাঁর দল অপ্রত্যাশিত ভাবে বিদায় নিলেও ললাট লিখন মেনে নিয়েছেন এনরিকে তিনি কোনও স্প্যানিশ ফুটবলারকেই এই হারের জন্য দায়ী করেননি। দলের প্রত্যেকের পরিশ্রম এবং দায়ব্ধতার প্রশংসা শোনা গিয়েছে তাঁর কন্ঠে। পেড্রিকে 'হ্যারি পটার'-এর সঙ্গে তুলনা করেছেন তিনি।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে জেনে নিন কী কী নজির তৈরির হাতছানি মেসির সামনেক্রোয়েশিয়ার বিরুদ্ধে জেনে নিন কী কী নজির তৈরির হাতছানি মেসির সামনে

English summary
FIFA World Cup 2022: Luis Enrique wants Lionel Messi to win Qatar World Cup.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X