For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিফা বিশ্বকাপে আর্জেন্তিনার সামনে সৌদি আরব, আবেগাপ্লুত মেসির মুখে কাদের কথা?

Google Oneindia Bengali News

প্রতীক্ষার অবসান। মঙ্গলবারই কাতারে ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্তিনা। বাংলায় ব্রাজিল ও আর্জেন্তিনার সমর্থকই বেশি। ব্রাজিলের আগেই এবারের বিশ্বকাপে নেমে পড়ছে আর্জেন্তিনা। এখনও কলকাতায় খেলে যাওয়া লিওনেল মেসিদের সেই ম্য়াচের স্মৃতি টাটকা ফুটবলপ্রেমীদের মধ্যে। শেষ বিশ্বকাপে মেসি কেমন খেলেন তা দেখার পাশাপাশি আর্জেন্তিনা কোপা আমরিকা জয়ের পর এবার বিশ্বকাপেরও দখল নিক, চাইছেন ভক্তরা।

আর্জেন্তিনার সামনে সৌদি আরব

গ্রুপ সি-র ম্যাচে মঙ্গলবার ভারতীয় সময় বিকেল সাড়ে ৩টেয় শুরু হবে আর্জেন্তিনা বনাম সৌদি আরব ম্য়াচ। বিশ্বকাপে নামার আগে ইতিমধ্যেই ঈর্ষণীয় রেকর্ড নিজেদের দখলে নিয়েছে আর্জেন্তিনা। শেষ ৩৬টি ম্যাচে তারা পরাজয়ের সম্মুখীন হয়নি। স্বাভাবিকভাবেই এই পরিসংখ্যান আর্জেন্তিনা দলকে আত্মবিশ্বাসী করে রাখবে। মেসিদের পরের দুটি ম্যাচ যথাক্রমে শনিবার মেক্সিকো এবং ৩০ নভেম্বর পোল্যান্ডের বিরুদ্ধে। ওই দুটি ম্যাচই অবশ্য ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় শুরু হবে।

মেসির শেষ বিশ্বকাপ

লিওনেল মেসি নিজেই জানিয়ে দিয়েছেন কাতারেই শেষ বিশ্বকাপ খেলছেন তিনি। সৌদি আরব ম্যাচের আগে আবেগাপ্লুত আর্জেন্তিনার অধিনায়ক। আর্জেন্তিনার বাইরেও যে বিভিন্ন দেশের মানুষ তাঁকে ভালোবাসেন, সমর্থন করেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লিও। মেসি বলেন, এটা দেখে সত্যিই ভালো লাগে যে এত বিপুল সংখ্যক ফুটবলপ্রেমী আমাদের সমর্থন করেন, আমাদের জয় দেখতে চান। আমার কেরিয়ারজুড়ে যে ভালোবাসা পেয়েছি তার জন্য আমি কৃতজ্ঞ। যেখানেই যাই সেখানেই মানুষ ভালোবাসা উজাড় করে দিয়ে থাকেন। এটা আমি অনুভব করি।

কোপা আমেরিকা জয় বদলে দিয়েছে

কোপা আমেরিকা জয় বদলে দিয়েছে

ব্রাজিলের বিরুদ্ধে কোপা আমেরিকা জয় দলের মানসিকতায় অনেকটাই বদল এনে দিয়েছে বলে দাবি মেসির। তিনি বলেন, একটা টু্র্নামেন্ট জিতলে সেটি দলের উন্নতির পক্ষে যথেষ্ট সহায়ক হয়। উদ্বেগ বলে কিছু থাকে না। চাপও কমে যায়। জাতীয় দলে কাটানো সময় উপভোগ করায় ফোকাস রাখাটা অনেক সহজ হয়ে যায়। মেসির টেন্ডনে চোট রয়েছে। তবে সৌদি আরব ম্য়াচে তিনি খেলতে পারবেন বলেই মনে করা হচ্ছে।

শক্তি নিয়ে আত্মবিশ্বাসী লিও

এবারের বিশ্বকাপে দলের শক্তি নিয়েও আত্নবিশ্বাসী আর্জেন্তিনার অধিনায়ক। তিনি বলেন, এই দলটা দেখে আমার ২০১৪ সালের কথা মনে পড়ে যাচ্ছে। সেবারের মতোই শক্তিশালী আমাদের এবারের দল। আমরা সকলেই ঐক্যবদ্ধ। মাঠে নেমে আমাদের কী করতে সে সম্পর্কে সকলেই ওয়াকিবহাল। আমাদের দল দারুণ ফর্মে রয়েছে। সেটাও খুব ভালো দিক। এটা আত্মবিশ্বাস বাড়াতেও সাহায্য করে।

English summary
FIFA World Cup 2022: Lionel Messi Thanked Non-Argentinian Fans For Supporting Him. Argentina Came Into The World Cup With An Exceptional 36-Match Loss-Less Record.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X