For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

বিশ্বকাপের সঙ্গে সোনার বল জিতে নজির মেসির, উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল! কে পেলেন কোন পুরস্কার?

Google Oneindia Bengali News

কোপা আমেরিকাতে ব্রাজিলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্তিনা। গত বছরের সেই সাফল্যের রেশ ধরে রেখে এবার গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতল লিওনেল মেসির নেতৃত্বাধীন দল। ২০০২ সালে ব্রাজিলের পর এই প্রথম লাতিন আমেরিকার কোনও দেশ বিশ্বকাপে চ্যাম্পিয়ন হলো। বিশ্বকাপে ষষ্ঠবার পেনাল্টি জয় আর্জেন্তিনার, যা কাটাল ৩৬ বছরের কাপ জয়ের খরা।

 সোনার বল জিতে নজির মেসির, উচ্ছ্বাসের ভিডিও ভাইরাল!

লিওনেল মেসি এবারের বিশ্বকাপে একাধিক নজির গড়েছেন। তার মধ্যে অন্যতম বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে জোড়া সোনার বল জয়। ২০১৪ সালে আর্জেন্তিনা বিশ্বকাপের ফাইনালে পরাস্ত হয়েছিল। সেবার টুর্নামেন্টের সেরা হয়ে সোনার বল জিতেছিলেন মেসি। এবার আর্জেন্তিনাকে চ্যাম্পিয়ন করলেন আগাগোড়া দুরন্ত ফুটবল উপহার দিয়ে। সাতটি গোল করার পাশাপাশি তিনটি অ্যাসিস্ট রইল তাঁর নামের পাশে। ১৯৮৬ সালের বিশ্বকাপ জিতেছিল আর্জেন্তিনা, সেবার সোনার বল পেয়েছিলেন দিয়েগো মারাদোনা। কাতার বিশ্বকাপে মেসি সাতটি গোল করেছেন। ফলে বিশ্বকাপে তাঁর গোলের সংখ্যা থামল ১৩-তে। এবারের বিশ্বকাপে রুপোর বল পেলেন কিলিয়ান এমবাপে, ব্রোঞ্জ বল পেলেন লুকা মদ্রিচ।

বিশ্বকাপ ফাইনালের ইতিহাসে দ্বিতীয় ফুটবলার হিসেবে হ্য়াটট্রিক করে সোনার বুট পেলেন কিলিয়ান এমবাপে। এবারের বিশ্বকাপে তিনি মোট ৮টি গোল করেছেন। মোট গোলের সংখ্যা গিয়ে দাঁড়াল ১২-তে। বিশ্বকাপে পেলের নজির স্পর্শ করলেন, সব কিছু ঠিকঠাক চললে পরের বিশ্বকাপেই মিরোস্লাভ ক্লোসের ১৬টি গোলের সর্বকালীন রেকর্ড ভেঙে দিতে পারেন এমবাপে।

বিশ্বকাপ ফাইনালে দুরন্ত গোলকিপিং করেছেন আর্জেন্তিনার গোলকিপার। নেদারল্যান্ডস ম্যাচের পর ফাইনালে ফ্রান্সকে টাইব্রেকারে পরাস্ত করতে অবদান রেখে তিনি জিতে নিলেন সোনার গ্লাভ। তিনটি ক্লিন শিট অর্থাৎ গোল হজম না করার নজিরও রয়েছে এবারের বিশ্বকাপে। টাইব্রেকারে তিনি রুখে দেন ফ্রান্সের দ্বিতীয় শটটিই। বিশ্বকাপের সেরা ইয়ং প্লেয়ার বা তরুণ ফুটবলারের পুরস্কারটি পেলেন আর্জেন্তিনার এনজো ফার্নান্দেজ। ফলে আর্জেন্তিনার তিন ফুটবলারের দখলে গেল চারটি পুরস্কারের তিনটি।

বিশ্বকাপ জয়ের সেলিব্রেশনে সকলের নজর ছিল মেসির দিকে। কাপ জয় নিশ্চিত হওয়ার পর কখনও সতীর্থদের সঙ্গে নাচলেন। দর্শকাসনের দিকে সতীর্থদের নিয়ে গিয়ে সমর্থকদের অভিবাদন গ্রহণ করলেন। মেসির গোটা পরিবার এদিন স্টেডিয়ামে ছিল। খেলার শেষে সন্তানদের সঙ্গেও জয়ের আনন্দে মেতে উঠলেন লিও। ফ্রান্সের বিরুদ্ধে ফাইনাল খেলতে নেমে যিনি বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি ২৬টি ম্যাচ খেলার নজিরও গড়ে ফেললেন।

English summary
FIFA World Cup 2022: Lionel Messi Gets Golden Ball After 2014. Kylian Mbappe Bags Golden Boot, Emiliano Martinez Won The Golden Glove. Enjo Fernandez Wins Young Player Award.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X