For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে সাসপেন্ড হতে পারেন লিওনেল মেসি, জেনে নিন নেপথ্য কারণ

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে সাসপেন্ড হতে পারেন লিওনেল মেসি, জেনে নিন নেপথ্য কারণ

Google Oneindia Bengali News

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের সেমিফাইনালে নামার আগে প্রবল চাপের মধ্যে রযেছে আর্জেন্টিনা। এর কারণ লিওনেল মেসির বিরুদ্ধে যে কোনও সময় ফিফার সিদ্ধান্ত যেতে পারে। নেদারল্যান্ডসের বিরুদ্ধে কোয়ার্টার ফাইনাল ম্যাচে রেফারি অ্যান্তোনিও মাতেউ লাহোজের বিরুদ্ধে প্রতিবাদ করেছিলেন মেসি এবং ম্যাচের পরে লিও জানিয়েছিলেন ফিফার এই ধরনের ম্যাচে রেফারি নির্বাচন করার ক্ষেত্রে আরও ওয়াকিবল হওয়া উচিৎ।

নিজের বিরুদ্ধে অপ্রিয় সত্যি কথা কেউই সহ্য করতে পারে না বা পারেন না। তেমনই ফিফাও পারেনি। অন্য কেউ হলে এতক্ষণে নিষেধাজ্ঞার নোটিস চলে আসত কিন্তু ফুটবলারটির নাম যেহেতু লিওনেল মেসি তাই মেপে পা ফেলতে হচ্ছে ইনফান্টিনোর নেতৃত্বাধীন সংস্থাকে। কারণ এর প্রতিক্রিয়া এবং রোষ কী ভাবে ফিফার উপর উগড়ে পড়বে তা আন্াজ করা কঠিন না ওদের জন্য।

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কেন মানে নাও দেখা যেতে পারে মেসিকে:

ক্রোয়েশিয়ার বিরুদ্ধে কেন মানে নাও দেখা যেতে পারে মেসিকে:

মাতেও-এর রেফারিং নেদারল্যান্ডস ম্যাচে অত্যন্ত নিম্নমানের ছিল। পুরো ম্যাচে ১৬টা হলুদ কার্ড দেখানো রেফারিকে বিশ্বকাপ থেকে ছুটি করে দিয়েছে ফিফা। কিন্তু তাঁর সঙ্গে লিওনেল মেসি বাতানুবাতে জড়িয়ে পড়ার দিকে বিশেষ নজর ছিল ফিফার। অদক্ষ, অযোগ্য, ম্যাচে নিয়ন্ত্রণ রাখতে না পারা কারোর মুখে বাঁশি ধরিয়ে দিলে যায় হয় তাই হয়েছিল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচের অবস্থা। ফুটবলের পরিবর্তে নেদারল্যান্ডসের ফুটবলাররা কার্যত ডাঙ্গার মেজাজে মাঠে ঢুকে পড়ে একাধিক বার। এই সবের বিরুদ্ধেই প্রতিবাদ জানিয়েছিলেন মেসি। মেসিকেও এই ম্যাচে বুক করা হয়। ফিফার নিয়ম অনুযায়ী রেফারি যদি তাঁর ম্যাচ রিপোর্টে ম্যাচের কোনও ঘটনা নিয়ে রিপোর্ট করেন তা হলে তাঁর সেই রিপোর্টের ভিত্তিতে ফিফা ডিসিপ্লিনারি অ্যাকশন নিতে পারে। লাহোজ এই ক্ষেত্রে মেসির সম্পর্কে নিজের রিপোর্টে লিখেছেন এবং সেই কারণেই ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হতে পারে মেসির বিরুদ্ধে।

নেদারল্যান্ডসের বিরুদ্ধে জেতার পর মেসির মন্তব্য:

নেদারল্যান্ডসের বিরুদ্ধে জেতার পর মেসির মন্তব্য:

নেদারল্যান্ডসের বিরুদ্ধে জেতার পর রেফারিং-এর মান নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন মেসি। তিনি বলেছিলেন, "আমি রেফারির বিষয়ে কথা বলতে চাই না কারণ সেই বিষয়ে কিছু বললে আবার নিষেধাজ্ঞা চাপিয়ে দেওয়া হবে। কিন্তু ম্যাচের আগে আমরা ভীত ছিল কারণ আমরা জানতাম কী হতে চলেছে এই ম্যাচে। আমি বলতে পারব না আমি কী ভাবছি কিন্তু ফিফা এই বিষয়টা দেখা উচিৎ। এমন কাউকে রেফারি হিসেবে নিযুক্ত করা যায় না যে এই স্তরের জন্য তৈরিই নয়।"

ডিসিপ্লিনারি অ্যাকশনে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে:

ডিসিপ্লিনারি অ্যাকশনে কী কী হওয়ার সম্ভাবনা রয়েছে:

ডিসিপ্লিনারি অ্যাকশনে ফিফা বিভিন্ন রমক সিদ্ধান্ত নিতে পারে। তারা যদি মনে করে মেসি গুরুতর নিয়ম লঙ্ঘন করেছেন তা হলে তাঁকে এক ম্যাচ নির্বাসিত করা হতে পারে। অপর দিক, ফিফা যদি মনে করে মেসি নিয়ম ভাঙেননি তা হলে তাঁকে সচেতন করে এবং ওয়ার্নিং দিয়ে ছেড়ে দেওয়া হতে পারে।

ক্রোয়েশিয়া ম্যাচে বড় ফ্যাক্টর মেসি:

ক্রোয়েশিয়া ম্যাচে বড় ফ্যাক্টর মেসি:

আর্জেন্টিনা বনাম ক্রোয়েশিয়া ম্যাচের ভাগ্য নির্ভর করবে মেসির খেলা কিংবা না খেলার উপর। এই একটা ফুটবলার পারেন ম্যাচের ভাগ্য যে কোনও সময় বদলে দিতে। মেসি যদি খেলার সুযোগ না পান তা হলে সব থেকে খুশি হবে ক্রোয়েশিয়া। তারা অনেক খোলা মনে খেলতে পারবে। অপর দিকে, চাপ অনেকগুণ বেড়ে যাবে আর্জেন্টিনার উপর। মেসিহীন আর্জেন্টিনা বিশ্বকাপের সেমিফাইনালে বাধা টপকাতে পারবেন কি না সেটাই তখন লক্ষ টাকার প্রশ্ন হয়ে দাঁড়াবে। মেসি না খেলতে পারলে তাঁর জায়গায় খেলবেন পাওলো ডিবালা।

চট্টগ্রাম টেস্টের আগে হাসপাতালে গেলেন শাকিব আল হাসান, ভারতের বিরুদ্ধে নামার আগে কী খবর বাংলাদেশে তারকারচট্টগ্রাম টেস্টের আগে হাসপাতালে গেলেন শাকিব আল হাসান, ভারতের বিরুদ্ধে নামার আগে কী খবর বাংলাদেশে তারকার

English summary
FIFA World Cup 2022: Lionel Messi could face disciplinary action ahead of croatia match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X