For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপ জিতে কি মূল ট্রফি পায় চ্যাম্পিয়ন হওয়া দেশ? জেনে নিন আসল তথ্য

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের ফাইনাল লুসাইল স্টেডিয়ামে আগামী রবিবার। সেমিফাইনালে উঠেছে চারটি দেশ- ফ্রান্স, ক্রোয়েশিয়া, আর্জেন্তিনা ও মরক্কো। গত বিশ্বকাপে ক্রোটদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছিল ফ্রান্স। বুধবার রাতেই স্পষ্ট হয়ে যাবে কোন দুটি দেশ ফাইনাল খেলবে। তবে জানলে অবাকই হবেন, যে বিশ্বকাপের জন্য ৩২টি দেশ লড়াইয়ে সামিল হয়েছিল, তাদের কেউই মূল ট্রফিটি পায় না।

ফিফা বিশ্বকাপ জিতে কি মূল ট্রফি পায় চ্যাম্পিয়ন হওয়া দেশ?

বিশ্বকাপ জয় নিঃসন্দেহে গৌরবের। বিশ্বকাপের ট্রফিটি নিয়ে সেলিব্রেশনে মেতে ওঠার স্বপ্ন দেখেন সকলেই। কিন্তু কোনও দেশই বিশ্বকাপের মূল ট্রফিটি নিজেদের দেশে নিয়ে যেতে পারে না। গোল্ড প্লেটেড ব্রোঞ্জের রেপ্লিকা দেওয়া হয় চ্যাম্পিয়ন দেশকে। তবে বিশ্বকাপের মূল ট্রফির বেস বা নীচের দিকে খোদাই করা থাকে চ্যাম্পিয়ন দেশের নাম। এখনও অবধি ৮টি দেশই বিশ্বকাপ জিততে সক্ষম হয়েছে। ব্রাজিল বিশ্বকাপ জিতেছে পাঁচবার (১৯৫৮, ১৯৬২, ১৯৭০, ১৯৯৪ ও ২০০২ সালে)। জার্মানি (১৯৫৪, ১৯৭৪, ১৯৯০ ও ২০১৪ সালে) এবং ইতালি (১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে) চারবার করে চ্যাম্পিয়ন হয়েছে। আর্জেন্তিনা (১৯৭৮ ও ১৯৮৬) এবং ফ্রান্স (১৯৯৮ ও ২০১৮) দুবার করে বিশ্বকাপ জিতেছে। ইংল্যান্ড ১৯৬৬ ও স্পেন ২০১০ সালে বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়।

১৯৭৪ সালের আগে অবধি ফিফা ঠিক করেছিল যে দেশ তিনবার বিশ্বকাপ জিততে পারবে তারা আসল ট্রফিটি নিজেদের দেশে নিয়ে গিয়ে রাখতে পারবে। ১৯৭০ সালে ব্রাজিল তৃতীয়বার বিশ্বকাপ জেতে। ফলে জুলে রিমে ট্রফি নিজের দখলে রাখতে পেরেছিল পেলের দেশ। তবে পরবর্তীতে সেই প্রথা তুলে দেওয়া হয়। জুলে রিমে ট্রফি নিয়ে অনেক দেশের ফুটবল সংস্থা প্রদর্শনী আয়োজন করতো বা নিজেদের দখলে রেখে দেওয়ার চেষ্টা করতো। ট্রফির নিরাপত্তার বিষয়টিও গুরুত্বপূর্ণ। উল্লেখ্য, জুলে রিমে ট্রফি একবার ইংল্যান্ডে এবং একবার ব্রাজিলে চুরিও হয়ে গিয়েছিল। ১৯৬৬ সালের বিশ্বকাপের আগে ইংল্যান্ড থেকে চুরি হয়েছিল জুলে রিমে ট্রফি। যদিও ফিফা ও ইংল্যান্ডের ফুটবল সংস্থার কপাল ভালো, ট্রফিটি খুঁজে দিয়েছিল একটি কুকুর। ডাস্টবিনে কাগজে মোড়ানো অবস্থায় ট্রফিটি উদ্ধার হয়। ১৯৭০ সালে ব্রাজিল বিশ্বকাপ জেতার পর ফের খোয়া যায় জুলে রিমে ট্রফি।

এইসব সমস্যার কারণেই রেপ্লিকা ট্রফি দেওয়ার সিদ্ধান্ত নেয় ফিফা। মূল ট্রফিটি রাখা থাকে জুরিখে ফিফার সদর দফতরে। কড়া নিরাপত্তার বন্দোবস্ত থাকে সেখানে। বিশ্বকাপের মূল পর্বের ক্রীড়াসূচি চূড়ান্ত করার সময়, বিশ্বকাপের প্রথম ও শেষ ম্যাচে এবং ফিফা বিশ্বকাপের ট্রফি ট্যুর চলাকালীন মূল ট্রফিটি এনে রাখা হয়।

FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপ জিতে কি মূল ট্রফি পায় চ্যাম্পিয়ন হওয়া দেশ? জেনে নিন আসল তথ্যFIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপ জিতে কি মূল ট্রফি পায় চ্যাম্পিয়ন হওয়া দেশ? জেনে নিন আসল তথ্য

English summary
FIFA World Cup 2022: Know Why Winning Nations Don't Get To Retain WC Trophy After Their Triumph. The Champions Are Provided With A Cheaper Gold Plated Bronze Replica.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X