For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিফা বিশ্বকাপে কোন পথে শেষ ষোলোয় আর্জেন্তিনা? প্রতিপক্ষ কে? মেসি অবাক চোট-চর্চায়

  • |
Google Oneindia Bengali News

সৌদি আরবের কাছে অপ্রত্যাশিত হারের পর দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে আর্জেন্তিনা। পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে উঠে এলেও রাউন্ড অব সিক্সটিনে জায়গা নিশ্চিত হবে কিনা তা জানা যাবে ৩০ নভেম্বর রাতেই। খোলা একাধিক বিকল্প। তবে অধিনায়ক লিওনেল মেসিকে স্বস্তি দিয়েছে মেক্সিকোর বিরুদ্ধে গতকাল রাতের জয়।

শেষ ষোলোয় যাওয়ার পথ

শেষ ষোলোয় যাওয়ার পথ

গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্জেন্তিনা যদি পোল্যান্ডকে হারিয়ে দেয় তাহলে লিওনেল মেসিরা পৌঁছে যাবেন রাউন্ড অব সিক্সটিনে। তবে গ্রুপ থেকে প্রথম না দ্বিতীয়, কোন জায়গায় দখল করে আর্জেন্তিনা নক আউট পর্বে যাবে তা নির্ভর করছে সৌদি আরব বনাম মেক্সিকো ম্যাচের ফলাফলের ভিত্তিতেই। সৌদি আরব যদি জেতে তাহলে তারা আর্জেন্তিনার মতোই ৩ ম্যাচে ৬ পয়েন্ট সংগ্রহ করে ফেলবে। সেক্ষেত্রে গ্রুপশীর্ষে থেকে কারা যাবে তা নির্ধারিত হবে গোলপার্থক্য দেখেই। আবার পোল্যান্ডের কাছে কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্তিনা হারলে লিওনেল মেসিরা বিদায় নেবেন গ্রুপ পর্ব থেকেই।

না জিতলে অন্য ম্যাচের ভরসা

না জিতলে অন্য ম্যাচের ভরসা

আর্জেন্তিনা ও পোল্যান্ড ম্যাচ যদি ড্র হয় তাহলে পোলিশরা গোলপার্থক্যে এগিয়ে থাকার দৌলতে শীর্ষস্থান ধরে রাখতে পারবে। অন্যদিকে সৌদি আরব যদি মেক্সিকোকে হারিয়ে দেয় তাহলে ছিটকে যাবেন লিওনেল মেসিরা। সৌদি আরব-মেক্সিকো ম্যাচ ড্র হলে আর্জেন্তিনা ও পোল্যান্ড যাবে শেষ ষোলোয়। মেক্সিকো যদি সৌদি আরবকে হারিয়ে দেয় সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ হবে গোলপার্থক্য। পোল্যান্ড যদি আর্জেন্তিনাকে হারায় তাহলে শেষ চারে যেতে সৌদি আরব শেষ ম্যাচে মেক্সিকোর সঙ্গে ড্র করলেই চলে যাবে শেষ ষোলোয়।

নক আউটের সম্ভাব্য প্রতিপক্ষ

নক আউটের সম্ভাব্য প্রতিপক্ষ

গ্রুপ সি-তে পোল্যান্ড ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে, গোলপার্থক্য ২। আর্জেন্তিনা ও সৌদি আরব ২ ম্যাচে ৩ পয়েন্ট করে সংগ্রহ করেছে। আর্জেন্তিনার গোলপার্থক্য ১, সৌদি আরবের মাইনাস এক। মেক্সিকোর ঝুলিতে ২ ম্যাচে ১ পয়েন্ট, গোলপার্থক্য মাইনাস দুই। নক আউট পর্বে গ্রুপ সি-র শীর্ষে থাকা দল খেলবে গ্রুপ ডি-র রানার-আপের সঙ্গে। ডি গ্রুপে কে কোন স্থান দখল করবে তা স্পষ্ট নয়। তবে আপাতত অস্ট্রেলিয়া রয়েছে দ্বিতীয় স্থানে। এই গ্রুপের শীর্ষে থেকেই ফ্রান্স প্রি কোয়ার্টারে যাবে। অস্ট্রেলিয়ার সঙ্গে বাকি জায়গাটির জন্য দৌড়ে রয়েছে ডেনমার্ক ও তিউনিসিয়া। আর্জেন্তিনা যদি গ্রুপের দুই নম্বর দল হিসেবে শেষ ষোলোয় যায় তাহলে নক আউটে লিওনেল মেসিদের প্রতিপক্ষ হবে গত বিশ্বকাপের চ্যাম্পিয়ন ফ্রান্স। আর্জেন্তিনা গ্রুপশীর্ষে থেকে রাউন্ড অব সিক্সটিনে গেলে পরবর্তী রাউন্ডের ম্যাচ পড়বে আহমেদ বিন আলি স্টেডিয়ামে ডিসেম্বরের ৩ তারিখ। যদি দ্বিতীয় দল হিসেবে যায় তাহলে ম্যাটটি পড়বে ৪ ডিসেম্বর, আল থুমানা স্টেডিয়ামে।

তৃপ্ত লিও

তৃপ্ত লিও

মেক্সিকোর বিরুদ্ধে গোল করেছে, গোল করিয়েছেন। স্বাভাবিকভাবেই এই জয় তৃপ্তি দিয়েছে অধিনায়ক মেসিকে। তিনি বলেন, প্রথম ম্যাচেই পরাস্ত হয়ে অস্বস্তি বোধ করছিলাম। ওই হার ছিল অপ্রত্যাশিত। দিন দীর্ঘ মনে হচ্ছিল। আমরা ঘুরে দাঁড়াতে মুখিয়ে ছিলাম। জানতাম মেক্সিকো ম্যাচের গুরুত্ব। জয় জরুরি ছিল, সেটা হওয়ায় সকলেই আনন্দ ও মানসিক শান্তি বোধ করেছি। কাঁধ থেকে বোঝা নেমে গিয়েছে। মনে হচ্ছে, দ্বিতীয়ার্ধেই আমাদের যেন বিশ্বকাপ অভিষেক হলো। প্রথমার্ধে পরিস্থিতিগত কারণেই কঠিন মনে হচ্ছিল। আমাদের জয় ছিনিয়ে নিতে হতো। তবে জায়গা পাচ্ছিলাম না। দ্বিতীয়ার্ধে আমরা সুনাম অনুয়ায়ীই খেলেছি। গোল বদলে দিয়েছে ম্যাচের মোড়।

চোট চর্চা নিয়ে

চোট চর্চা নিয়ে

তাঁর পায়ের চোট নিয়ে কেন বিভ্রান্তি তৈরি করা হলো তা বোধগম্য হচ্ছে না মেসির। আর্জেন্তিনার সংবাদমাধ্যমে তিনি বলেন, জানি না কেন এই চোট নিয়ে কথা হচ্ছে। প্রথম ম্যাচের শেষদিকে গোড়ালি একটু মচকেছিল। কিন্তু তারপরও আমি স্বাভাবিকভাবেই অনুশীলন করেছি। আমি দলের সকলের সঙ্গেই অনুশীলন করেছি, একা করতে হয়নি।

English summary
FIFA World Cup 2022: Know How Argentina Can Reach The Last 16 And Predicted Opponent. Lionel Messi Relieved After Win Over Mexico.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X