For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: কাতারে ২২তম ফিফা বিশ্বকাপের ফাইনাল কেন ২১তম? রহস্য লুকিয়ে ব্রাজিলে!

  • |
Google Oneindia Bengali News

কাতারে ফিফা বিশ্বকাপের ফাইনাল কাল। লুসাইল স্টেডিয়ামে তৃতীয়বার বিশ্বকাপ জয়ের লক্ষ্যে মুখোমুখি ফ্রান্স-আর্জেন্তিনা। ফাইনাল নিয়ে রয়েছে রহস্য়ও!

কাতারে বসেছে ২২তম বিশ্বকাপের আসর। যার যবনিকা পতনের সঙ্গে সঙ্গেই শুরু হয়ে যাবে আরও চার বছরের অপেক্ষা। পরের বিশ্বকাপ হবে ২০২৬ সালে। কিন্তু মজার ব্যাপার, ২২তম বিশ্বকাপের ফাইনালটি কিন্তু ২১তম।

কাতারে ২২তম ফিফা বিশ্বকাপের ফাইনাল কেন ২১তম?

ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগতেই পারে, কেন এমনটা হবে? জানতে গেলে ফিরে যেতে হবে ১৯৫০ সালের ব্রাজিল বিশ্বকাপে। বিশ্বকাপে ম্যাচের সংখ্যা বাড়িয়ে টিকিট থেকে বেশি অর্থ উপার্জনের জন্য সে বছর ব্রাজিলিয়ান ফুটবল ফেডারেশন নতুন ফরম্যাটের আশ্রয় নিয়েছিল। অংশগ্রহণকারী ১৩টি দেশকে রাখা হয়েছিল চারটি পুলে। বিশ্বকাপের প্রথম রাউন্ডে গ্রুপ ১-এ ছিল ব্রাজিল, যুগোস্লাভিয়া, সুইৎজারল্যান্ড ও মেক্সিকো। গ্রুপ ২-এ ছিল স্পেন, ইংল্যান্ড, চিলি ও মার্কিন যুক্তরাষ্ট্র, গ্রুপ ৩-এ ছিল সুইডেন, ইতালি ও প্যারাগুয়ে। গ্রুপ ৪-এ ছিল উরুগুয়ে ও বলিভিয়া।

এরপর প্রতিটি গ্রুপের শীর্ষে থাকা চারটি দল গিয়েছিল ফাইনাল রাউন্ডে। সেখানে সব দেশ একে অপরের বিরুদ্ধে একটি করে রাউন্ড-রবিন ফরম্যাটে খেলে। সব ম্যাচের শেষে যে দেশের পয়েন্ট সবচেয়ে বেশি ছিল সেই দলকেই চ্যাম্পিয়ন করার সিদ্ধান্ত হয়েছিল। সেই নিরিখে উরুগুয়ে, ব্রাজিল, সুইডেন ও স্পেন খেলেছিল ফাইনাল রাউন্ড। শেষ ম্যাচটি ছিল ব্রাজিল ও উরুগুয়ের। পরিস্থিতি এমন দাঁড়ায় এই ম্যাচে যে জিতবে সে চ্যাম্পিয়ন হবে। ওই ম্যাচে উরুগুয়ে ২-১ গোলে হারিয়ে দিয়েছিল ব্রাজিলকে। ফ্রিয়াকার গোলে এগিয়ে গিয়েছিল ব্রাজিল। ৬৬ ও ৭৯ মিনিটে জুয়ান শিয়াফিনো ও আলসাইদেস ঘিজিয়ার গোলে জিতেছিল উরুগুয়ে। ফলে ১৯৫০ সালের বিশ্বকাপে কোনও ফাইনাল ছিল না। যদিও পরের বিশ্বকাপ অর্থাৎ ১৯৫৪ সাল থেকেই এই ফরম্যাট তুলে দেওয়া হয়।

এখনও অবধি বিশ্বকাপ ফাইনাল খেলেছে ১৩টি দেশ। তার মধ্যে বিশ্বকাপ জিতেছে ৮টি দেশ। সবচেয়ে বেশি ৫ বার চ্যাম্পিয়ন হয়েছে ব্রাজিল। প্রথম বিশ্বকাপটি জিতেছিল উরুগুয়ে। এ ছাড়া জার্মানি, আর্জেন্তিনা, ফ্রান্স, ইতালি, স্পেন ও ইংল্যান্ড বিশ্বকাপ জিতেছে। ব্রাজিলের প্রাক্তন বিশ্বকাপজয়ী অধিনায়ক কাফু সবচেয়ে বেশি বিশ্বকাপ ফাইনাল খেলেছেন। ১৯৯৪, ১৯৯৮ ও ২০০২ সালে। কাফুর নেতৃত্বে ব্রাজিল শেষবার বিশ্বকাপ জেতে ২০০২ সালেই। ব্রাজিলের পেলে (১৯৫৮, ১৯৬২, ১৯৭০), রোনাল্ডো (১৯৯৪, ১৯৯৮, ২০০২), জার্মানির লোথার মাথেউস ও পিয়ের লিতবারস্কি (১৯৮২, ১৯৮৬, ১৯৯০) তিনটি করে বিশ্বকাপের দলে থাকলেও সব বিশ্বকাপেরই ফাইনালে খেলার সুযোগ পাননি। সর্বকনিষ্ঠ হিসেবে বিশ্বকাপ ফাইনাল খেলার রেকর্ডটি রয়েছে পেলের দখলে। তিনি ১৯৫৮ সালের ফাইনাল খেলেছিলেন ১৭ বছর ২৪৯ দিনের মাথায়। সেবার ফাইনালে সুইডেনের বিরুদ্ধে জোড়া গোলও করেছিলেন। যার ফলে বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতাও হলেন ব্রাজিলিয়ান ফুটবল সম্রাট। ২০১৮ সালে কিলিয়ান এমবাপে বিশ্বকাপ ফাইনালে গোল করেছিলেন ১৯ বছর ২০৭ দিনের মাথায়। বিশ্বকাপ ফাইনালে সর্বকনিষ্ঠ গোলদাতার তালিকায় পেলের পরেই রয়েছেন এমবাপে।

English summary
FIFA World Cup 2022 In Qatar Is The 22nd Edition Of The Quadrennial Event. But Why It Will Mark The 21st World Cup Final In The History Of The Sport? Know Details.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X