For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: ফ্রান্সের অনুশীলনে গরহাজির এমবাপে, উদ্বিগ্ন সমর্থকরা

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গিয়েছে ফ্রান্স। শনিবার রাতে প্রতিপক্ষ ইংল্যান্ড। যদিও সেই ম্যাচের আগে সমর্থকদের উদ্বেগ বাড়াল কিলিয়ান এমবাপের অনুপস্থিতি। ইতিমধ্যেই চলতি বিশ্বকাপে পাঁচটি গোল করে সোনার বুটের দৌড়ে এগিয়ে এমবাপে। এখনও অবধি তাঁর গোলের সংখ্যা ৫।

ফ্রান্সের অনুশীলনে গরহাজির এমবাপে

পোল্যান্ডের বিরুদ্ধে রাউন্ড অব সিক্সটিনের ম্যাচ ফ্রান্স জিতেছে ৩-১ গোলে। যার মধ্যে জোড়া গোল এমবাপের। ইংল্যান্ডের যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াবেন পিএসজি তারকা এমবাপে, অন্তত যে ফর্মে তিনি রয়েছেন। চারটি ম্যাচে গোলের সংখ্যা ৫ হলেও তা আরও বাড়লেও অবাক হওয়ার কিছু ছিল না। মেসি, নেইমার, রোনাল্ডোদের অনুপস্থিতিতে এমবাপে পরবর্তী বিশ্বকাপগুলিতে নক্ষত্র হয়ে উঠবেন বলে নিশ্চিত ফুটবল বিশেষজ্ঞরা। যার অন্যতম বড় পদক্ষেপ হতে পারে এবার তাঁর সোনার বুট জয়। সেই সঙ্গে ফ্রান্সকে ফের বিশ্বচ্যাম্পিয়ন করাতে পারলে তো সোনায় সোহাগা।

চলতি বিশ্বকাপে গ্রুপ পর্বে ফ্রান্স ৪-১ গোলে হারিয়েছিল অস্ট্রেলিয়াকে। ডেনমার্ককে হারায় ২-১ গোলে। তবে তিউনিসিয়ার কাছে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাস্ত হয় ১ গোলে। রবিবার ছিল রাউন্ড অব সিক্সটিনে পোল্যান্ড ম্যাচ। সেই ম্যাচ জিতে শেষ আটে গিয়েছে ফ্রান্স। তারপর আজ ফ্রান্সের অনুশীলনে দেখা যায়নি এমবাপেকে। ইতিমধ্যেই অনেক ফুটবলার চোটের কারণে ছিটকে গিয়েছেন। নেইমারের মতো অনেকে মিস করেছেন বিশ্বকাপের কয়েকটি ম্যাচ। এমবাপেকে অনুশীলনে দেখতে না পেয়ে তাই সমর্থকদের মধ্যে কিছুটা উদ্বেগ রয়েছে। তবে এটাও ঠিক কোয়ার্টার ফাইনালে নামার আগে পর্যাপ্ত সময় হাতে রয়েছে। এবারের বিশ্বকাপের আগে এমবাপে গোড়ালির চোটের কথা জানিয়েছিলেন। কিন্তু তার প্রভাব পড়েনি ফরাসি তারকার পারফরম্যান্সে। এবারের বিশ্বকাপের সেরা তারকাদের একজন হয়ে উঠেছেন নিজের দক্ষতা মেলে ধরেই।

রবিবারের ম্যাচে যাঁরা ফ্রান্সের হয়ে খেলেছিলেন তাঁরা হাজির ছিলেন এদিনের অনুশীলনে। ফ্রান্সের হয়ে সর্বাধিক গোল করার রেকর্ডধারী অলিভিয়ের জিরুও এদিন অনুশীলন করেন, তিনি চলতি বিশ্বকাপে তিনটি গোল করেছেন। এবারের বিশ্বকাপ শুরুর আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন ক্রিস্টোফার কুনকু ও করিম বেঞ্জেমা। তবে এমবাপেকে নিয়ে দুশ্চিন্তা না করার পরামর্শ দিয়েছে ফরাসি ফুটবল ফেডারেশন। এক বিবৃতিতে জানিয়েছে, এমবাপে রিকভারি রুমে রয়েছেন। ম্যাচের ২ দিন পর সেটা অস্বাভাবিক কিছু নয়। অর্থাৎ ইংল্যান্ডের বিরুদ্ধে এমবাপে খেলবেন বলে নিশ্চিন্ত থাকতে পারেন সমর্থকরা। অন্যদিকে, ইংল্যান্ড দলে চোট সমস্যা নেই। তবে পারিবারিক কারণে দেশে ফেরা রাহিম স্টার্লিং সম্ভবত খেলতে পারবেন না ফ্রান্স ম্যাচে।

English summary
FIFA World Cup 2022: France's Kylian Mbappe Was Absent From Group Training Ahead Of England Game. According To The French Football Federation, Mbappe Is Working In The Recovery Room.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X