For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: বিশ্বকাপ ফাইনালে আর্জেন্তিনা ও ফ্রান্স, তবুও কীভাবে রয়েছে স্পেনের দাপট?

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ ফাইনালে কাল আর্জেন্তিনার সামনে ফ্রান্স। স্পেন আগেই ছিটকে গিয়েছে। তবুও ফাইনালে দাপট থাকছে স্পেনের। হেঁয়ালি নয়, বিষয়টি সত্যিই!

এই পরিস্থিতিতে ফুটবলপ্রেমীদের মনে প্রশ্ন জাগতেই পারে, কীভাবে বিশ্বকাপ ফাইনালে স্পেনের উপস্থিতি থাকছে? আর্জেন্তিনা ও ফ্রান্স দল বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে দুই দেশের মোট ৫২ জন ফুটবলারের মধ্যে ১৫ জনই খেলেন স্পেনের বিভিন্ন ক্লাবে।

বিশ্বকাপের ফাইনালেও রয়েছে স্পেনের দাপট! কীভাবে?

করিম বেঞ্জেমা চোট পেয়ে বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছেন। কিন্তু তাঁর পরিবর্ত হিসেবে কাউকে নেয়নি ফ্রান্স। দিদিয়ের দেশঁ বেঞ্জেমার ফাইনালে খেলা নিয়ে প্রশ্নে বিরক্তি প্রকাশ করেছেন। ফলে বোঝাই যাচ্ছে, আর্জেন্তিনার বিরুদ্ধে বেঞ্জেমাকে খেলানোর ভাবনা তাঁর নেই। বেঞ্জেমা যদি ফাইনালে খেলতেন তাহলে ফ্রান্স ও আর্জেন্তিনা দলে লা লিগায় খেলা ফুটবলারের সংখ্যা বেড়ে ১৬ হয়ে যেত। বেঞ্জেমার রিহ্যাব চলছে স্পেনেই।

লা লিগায় আতলেতিকো মাদ্রিদের মরশুম ভালো যাচ্ছে না। কিন্তু এবারের বিশ্বকাপের দুই ফাইনালিস্টের দলে আতলেতিকোর ফুটবলারই বেশি রয়েছেন। যাঁদের মধ্যে অন্যতম আন্তোইন গ্রিজম্যান, রদ্রিগো দে পল, আনহেল কোরেয়া ও নাহুয়েল মোলিনা। বার্সেলোনা থেকে এবার বিভিন্ন দেশের হয়ে বিশ্বকাপ খেলতে এসেছিলেন ১৭ জন। তবে উসমান দেম্বেলে ও জুলস কৌন্ডে এখনও রয়েছেন।

এ ছাড়া অন্যান্য দেশগুলির প্রথম সারির লিগের দিকে তাকালে দেখা যাচ্ছে বায়ার্ন মিউনিখের চার ফুটবলার ফাইনালের আসরে থাকছেন। তাঁরা হলেন পাভার্ড, উপামেকানো, কোমান ও লুকাস হার্নান্দেজ। হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছিলেন লুকাস। উপামেকানো ফ্লু উপসর্গ কাটিয়ে দলে ফিরতে পারবেন বলেই মনে করা হচ্ছে। ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেন এমন ১০ ফুটবলারও রয়েছেন ফ্রান্স ও আর্জেন্তিনা দলে। তাঁদের মধ্যে অন্যতম ইতিমধ্যেই চারটি গোল করা আর্জেন্তিনার তারকা জুলিয়ান আলভারেজ। গোলকিপার এমিলিয়ানো মার্তিনেজও খেলেন ইংল্যান্ডে। আর্জেন্তিনার ৮ ফুটবলার খেলেন ফ্রান্সে, ৭ জন করে খেলেন জার্মানি ও ইতালিতে। ফ্রান্সের পিএসজিতে খেলেন লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপে। তাঁদের দ্বৈরথের দিকেই তাকিয়ে তামাম ফুটবলবিশ্ব।

English summary
FIFA World Cup 2022: Fifteen Of The 52 Players In The France And Argentina Squads Are Form Spanish Clubs. In This Regard, Atletico Madrid Is The Most Represented Club.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X