For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: মরক্কোকে সংক্ষেপে কেন ফিফা লেখে MAR? কোন কোন দলের বানানে অন্য অভিজ্ঞতা?

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপে কাল দ্বিতীয় সেমিফাইনালে ফ্রান্স খেলবে মরক্কোর বিরুদ্ধে। মরক্কোর ইংরেজি বানান Morocco, তবে সংক্ষেপে লেখা হয় MAR। ফুটবলপ্রেমীরা এবারের বিশ্বকাপে অনেকেই বুঝে উঠতে পারছেন না কেন ইংরেজির মূল বানানের সঙ্গে সামঞ্জস্য রাখা হচ্ছে না সংক্ষিপ্ত বানানের ক্ষেত্রে। দ্বিতীয় সেমিফাইনালের আগে তার কারণটা জেনে নিন।

মরক্কোর সংক্ষিপ্ত নামে চমক

মরক্কোর সংক্ষিপ্ত নামে চমক

টিভিতে যখন খেলা দেখানো হয় তখনই বিষয়টি বেশি নজরে আসছে। রাতে ম্যাচ দেখতে গিয়ে অনেকে চোখ কচলে দেখে নিচ্ছেন, সঠিক বানান দেখা যাচ্ছে, নাকি ভুল। অনেকের মনে এমন ভাবনাও এসেছে, ফিফা বিশ্বকাপের মতো কভারেজে একটি দলের নামের বানান সংক্ষেপে কীভাবে ভুল লেখা যেতে পারে! Morocco মূল বানান, সেক্ষেত্রে MOR না লিখে কেন MAR? বড় প্রশ্ন সেটাই।

স্বপ্নের সফরে আফ্রিকার দেশ

স্বপ্নের সফরে আফ্রিকার দেশ

মরক্কো এবারের বিশ্বকাপে স্বপ্নের সফরে এগিয়ে চলেছে। অ্যাটলাস লায়নরা শেষ চারে পৌঁছে যাবে ভাবেননি কেউই। আফ্রিকার প্রথম দেশ হিসেবে কাল তারা বিশ্বকাপ সেমিফাইনাল খেলবে। স্পেন ও পর্তুগালকে ছিটকে দেওয়ার পর এবার তারা নিশ্চিতভাবেই চাইবে গতবারের চ্যাম্পিয়ন ফ্রান্সকে উড়িয়ে ফাইনালে পৌঁছে নয়া ইতিহাস গড়তে। ওয়ালিদ রেগরাগুইয়ের ছেলেরা ফেভারিট ফ্রান্সকে কড়া চ্যালেঞ্জ ছুড়তে মরিয়া।

নামকরণের নিয়ম

নামকরণের নিয়ম

ফিফার সদস্য প্রত্যেক দেশের সংক্ষিপ্ত নামের জন্য তিন অক্ষরের কোড দেওয়া হয়ে থাকে। সম্প্রচার ও অন্যান্য গ্রাফিক্সের কাজের সুবিধার কথা ভেবেই এই সংক্ষিপ্ত কোডের প্রবর্তন। সাধারণভাবে কোনও দেশের নামের প্রথম তিনটি অক্ষরকেই পাশাপাশি রাখা হয়। যেমন- ইংল্যান্ডকে ENG, জার্মানিকে GER, আর্জেন্তিনাকে ARG লেখা হয়। কিন্তু মরক্কোর বেলাতেই MAR! মরক্কোয় আরবি ও আমাজিগ বা বার্বার (Berber) ভাষার সরকারি স্বীকৃতি রয়েছে। মরক্কোয় প্রচুর ফরাসি বসবাস করেন। ১৯৫৬ সালের মার্চে ফ্রান্সের থেকে স্বাধীনতালাভ করেছিল এই দেশ। ফরাসি ভাষায় মরক্কোর বানান Maroc। সে কারণে ফিফা মরক্কোকে সংক্ষেপে বোঝাতে MAR কোড ব্যবহার করে থাকে।

কোথায় আলাদা?

কোথায় আলাদা?

তবে মরক্কো একা নয়, অনেক দেশের বানানেরই প্রথম তিনটি অক্ষর দিয়ে কোড তৈরি হয়নি। যেমন- সৌদি আরব যেহেতু কিংডম অব সৌদি আরব, সেক্ষেত্রে সংক্ষেপে লেখা হয় KSA। আইসল্যান্ড ও রোমানিয়াকে লেখা হয় যথাক্রমে ISL ও ROU। কারণ এই দুই দেশের ফরাসি নাম যথাক্রমে Islande ও Roumanie। আইভরি কোস্টের ফরাসি নাম Côte d'Ivoire এবং পর্তুগালে Costa do Marfim। দুটির অর্থ যেহেতু Coast of Ivory, সেক্ষেত্রে আইভরি কোস্টকে সংক্ষেপে CIV লেখা হয়ে থাকে। বসনিয়া ও হার্জেগোভিনাকে লেখা হয় BIH, বুরুন্ডির সংক্ষিপ্ত নাম BDI, ক্যামেরুনকে লেখা হয় CMR। এ ছাড়া সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক CTA, চাইনিজ তাইপে TPE, কঙ্গো CGO, কুরাকাও CUW, এল সালভাদর SLV, এসওয়াতিনি SWZ, মালদ্বীপ MDV, মরিতানিয়া MTN, মরিশাস MRI, নাইজেরিয়া NGA, উত্তর কোরিয়া PRK, প্যালেস্তাইন PLE ও টোঙ্গার সংক্ষিপ্ত নাম TGA। এই দেশগুলির ক্ষেত্রে নামের প্রথম তিনটি অক্ষর ব্যবহৃত হয়নি সংক্ষিপ্ত নামের কোডে।

FIFA World Cup 2022: ৪৮ ঘণ্টার ব্যবধান, বিশ্বকাপ কভার করতে যাওয়া দুই সাংবাদিকের অকালমৃত্যুFIFA World Cup 2022: ৪৮ ঘণ্টার ব্যবধান, বিশ্বকাপ কভার করতে যাওয়া দুই সাংবাদিকের অকালমৃত্যু

English summary
FIFA World Cup 2022: Explainer Know Why FIFA Uses MAR As Morocco's Official Abbreviation. France Will Face Morocco In The 2nd Semi Final On Wednesday.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X