For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

লড়াকু আমেরিকার কাছে আটকে গেল হ্যারি কেনের ইংল্যান্ড, শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে কে কোথায়?

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপে আমেরিকার লড়াই আটকে দিল ইংল্যান্ডকে। আল বাইত স্টেডিয়ামে এই ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছে। হ্যারি কেনের নেতৃত্বাধীন ইংল্যান্ড প্রথম ম্যাচে ইরানের বিরুদ্ধে বড় জয় ছিনিয়ে নেওয়া সত্ত্বেও মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন পয়েন্ট আদায়ে ব্যর্থ। আমেরিকা চলতি বিশ্বকাপে টানা দুই ম্যাচ ড্র করল।

লড়াকু আমেরিকার কাছে আটকে গেল হ্যারি কেনের ইংল্যান্ড

চলতি বিশ্বকাপে এটি পঞ্চম ম্যাচ যেটি গোলশূন্যভাবে শেষ হলো। শুক্রবার রাতের এই ম্যাচে ইংল্যান্ড প্রথম একাদশে কোনও পরিবর্তন না করেই খেলতে নেমেছিল। ওয়েলস ম্যাচের দলে একটিই পরিবর্তন এনেছিল মার্কিন যুক্তরাষ্ট্র। জশ সার্জেন্টের জায়গায় শুরু থেকে খেলানো হয় হাজি রাইটকে। ১৯৫০ সালের বিশ্বকাপে ইংল্যান্ডকে ১-০ গোলে হারিয়ে দিয়েছিল মার্কিনরা। যদিও বিশ্বকাপে দুই দলের শেষ সাক্ষাতে ২০১০ সালের ম্যাচটি ১-১ গোলে অমীমাংসিতভাবে শেষ হয়েছিল। এবার গোলশূন্যভাবে খেলা শেষ।

ম্যাচের প্রথম ঘণ্টায় ইংল্যান্ডের উপর চাপ বজায় রাখার চেষ্টা চালিয়ে গিয়েছে আমেরিকা। ম্যাচে ছন্দে ফিরতে গ্যারেথ সাউথগেটের দলের অনেকটাই সময় লেগেছে। প্রথমার্ধের খেলায় ইংল্যান্ডকে অগোছালো দেখিয়েছে। ৩২ মিনিটের মাথায় ক্রিশ্টিয়ান পুলিসিটের শট ক্রসবারে প্রতিহত হয়। সামগ্রিক পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, ইংল্যান্ড গোলমুখী শট যেখানে নিয়েছিল ৮টি, আমেরিকা নিয়েছে ১০টি। ইংল্যান্ড তিনটি কর্নার আদায় করতে পেরেছে, ইউএসএ পেয়েছে ৭টি। ইংল্যান্ডের মতো শক্তিশালী দলের বিরুদ্ধে আন্ডারডগ মার্কিন যুক্তরাষ্ট্রের লড়াই প্রশংসা কুড়িয়েছে ফুটবলপ্রেমীদের। ওয়েলস ম্যাচে যে নজরকাড়া ফুটবল উপহার দিয়েছিল আমেরিকা, এদিন তা ধরে রেখে ইংল্যান্ডকে রুখে দিল। প্রথমার্ধে আমেরিকার গোলকিপারকে একবারই পরীক্ষার মুখে ফেলতে সক্ষম হয় ইংল্যান্ড। ম্যাসন মাউন্টের শট প্রতিহত করেন মার্কিন গোলকিপার।

দ্বিতীয়ার্ধেও গোল পেতে মরিয়া ছিল ইংল্যান্ড। কয়েকটি সুযোগ তৈরি করলেও ফাইনাল থার্ডের সমস্যা লক্ষ্যপূরণ করতে দেয়নি ইংল্যান্ডকে। হ্যারি কেন ফ্রি কিকে মাথা ছুঁইয়ে গোল করার সুযোগ পেলেও তিন কাঠির অনেক বাইরে মেরে বসেন। শেষ অবধি কোনও দলই গোল করতে পারেনি। গ্রুপ বি-র পয়েন্ট তালিকায় ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রইল ইংল্যান্ড। গোলপার্থক্য ৪। ফলে শেষ ম্যাচে ওয়েলসের কাছে বড় ব্যবধানে না হারলেই শেষ চার পাকা ইংল্যান্ডের। দুইয়ে রয়েছে ইরান, ৩ পয়েন্ট নিয়ে। তৃতীয় স্থানে মার্কিন যুক্তরাষ্ট্র, তাদের ঝুলিতে ২ ম্যাচে ২ পয়েন্ট। ওয়েলস ২ ম্যাচের একটিতে ড্র ও একটিতে হেরে ১ পয়েন্ট নিয়ে সকলের শেষে রয়েছে। ফলে ওয়েলসের বিরুদ্ধে ড্র করলেই ইংল্যান্ডের শেষ ১৬ নিশ্চিত। রাউন্ড অব সিক্সটিনে যেতে ইরানের বিরুদ্ধে মাস্ট উইন ম্যাচ আমেরিকার। ড্র হলে শেষ ১৬-তে চলে যাবে ইরান, শুক্রবারই যারা হারিয়েছে ওয়েলসকে।

ফিফা বিশ্বকাপে তিউনিসিয়াকে হারাল অস্ট্রেলিয়া, উজ্জ্বল প্রি কোয়ার্টারে যাওয়ার আশাফিফা বিশ্বকাপে তিউনিসিয়াকে হারাল অস্ট্রেলিয়া, উজ্জ্বল প্রি কোয়ার্টারে যাওয়ার আশা

English summary
FIFA World Cup 2022: England vs USA Match Ends With A Goalless Draw. USA Played Impressive Football, Both The Teams Missed A Couple Of Chances.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X