For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: ফিফা বিশ্বকাপে আজ থেকে শুরু শেষ আটে ওঠার লড়াই, একনজরে পূর্ণাঙ্গ সূচি

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপে আজ থেকেই শুরু হয়ে যাচ্ছে রাউন্ড অব সিক্সটিনের লড়াই। ইতিমধ্যেই চূড়ান্ত হয়ে গিয়েছে কোন ১৬টি দেশ প্রি কোয়ার্টার ফাইনালে খেলবে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে পরাস্ত হয়েছে পর্তুগাল ও ব্রাজিল। অবশ্য তার আগেই এই দুই দেশ জায়গা করে নিয়েছিল শেষ ষোলোয়। গতকাল দক্ষিণ কোরিয়া ও সুইৎজারল্যান্ড গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে জিতে রাউন্ড অব সিক্সটিনে পৌঁছেছে।

আজ থেকে শুরু রাউন্ড অব সিক্সটিন

আজ থেকে শুরু রাউন্ড অব সিক্সটিন

আজ রাউন্ড অব সিক্সটিনের প্রথম ম্যাচে নেদারল্যান্ডস খেলবে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে (৪৯তম ম্যাচ)। ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় শুরু এই ম্যাচ। এরপর রাত সাড়ে ১২টায় আর্জেন্তিনার প্রতিপক্ষ অস্ট্রেলিয়া (৫০তম ম্যাচ)। কাল ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে ফ্রান্স বনাম পোল্যান্ড ম্যাচ (৫১তম ম্যাচ) । এরপর রাত সাড়ে ১২টা থেকে ইংল্যান্ড-সেনেগাল দ্বৈরথ (৫২তম ম্যাচ)।

শেষ আটের লড়াই

শেষ আটের লড়াই

সোমবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে জাপান মুখোমুখি হবে ক্রোয়েশিয়ার (৫৩তম ম্যাচ)। এরপর ওইদিন মধ্যরাতের পর অর্থাৎ রাত সাড়ে ১২টা থেকে ব্রাজিল খেলবে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে (৫৪তম ম্যাচ)। মঙ্গলবার ভারতীয় সময় রাত সাড়ে ৮টায় মরক্কোর বিরুদ্ধে খেলতে নামবে স্পেন (৫৫তম ম্যাচ)। রাত সাড়ে ১২টা থেকে পর্তুগাল খেলবে সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে (৫৬তম ম্যাচ)।

কোয়ার্টার ফাইনালের সূচি

কোয়ার্টার ফাইনালের সূচি

কোয়ার্টার ফাইনালের খেলাগুলি শুরু হবে ৯ ডিসেম্বর থেকে। প্রথম কোয়ার্টার ফাইনাল ভারতীয় সময় রাত সাড়ে ৮টায়। এটি বিশ্বকাপের ৫৭তম ম্যাচ। এই ম্যাচে জাপান-ক্রোয়েশিয়া দ্বৈরথে জয়ী দল খেলবে ব্রাজিল বা দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে। এই ম্যাচের কিছু পরেই ভারতীয় সময় রাত সাড়ে ১২টায় দ্বিতীয় কোয়ার্টার ফাইনাল, এটি বিশ্বকাপের ৫৮তম ম্যাচ। নেদারল্যান্ডস-মার্কিন যুক্তরাষ্ট্র ম্যাচের জয়ী দল খেলবে আর্জেন্তিনা বা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। তৃতীয় কোয়ার্টার ফাইনালটি বিশ্বকাপের ৫৯তম ম্যাচ। ১০ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে সেমিফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে মরক্কো বনাম স্পেন ম্যাচের জয়ী দল এবং পর্তুগাল-সুইৎজারল্যান্ড দ্বৈরথের জয়ী দল। এর পরেই রাত সাড়ে ১২টা থেকে চতুর্থ তথা শেষ কোয়ার্টার ফাইনাল। সেই ম্যাচটি বিশ্বকাপের ৬০তম ম্যাচ। ফ্রান্স-পোল্যান্ড ম্যাচের জয়ী দল মুখোমুখি হবে ইংল্যান্ড-সেনেগাল ম্যাচে জয়ী দলের।

সেমিফাইনাল ও ফাইনাল

সেমিফাইনাল ও ফাইনাল

১৩ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে প্রথম সেমিফাইনাল। বিশ্বকাপের ৫৭ নম্বর ম্যাচের জয়ী দল খেলবে ৫৮ নং ম্যাচের জয়ী দলের বিরুদ্ধে। পরের দিন একই সময়ে ফাইনালে ওঠার লড়াইয়ে মুখোমুখি হবে ৫৯ ও ৬০ নম্বর ম্যাচের জয়ী দল। ১৭ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে তৃতীয় স্থান নির্ণায়ক ম্যাচে মুখোমুখি হবে সেমিফাইনালে পরাজিত দুই দল। ১৮ ডিসেম্বর ভারতীয় সময় রাত সাড়ে ৮টা থেকে শুরু হবে বিশ্বকাপ ফাইনাল। প্রি কোয়ার্টার ফাইনাল থেকে ফাইনাল অবধি ম্যাচগুলি দেখা যাবে স্পোর্টস ১৮-১ ও স্পোর্টস ১৮ এইচডি, এমটিভি এইচডি ও জিও সিনেমা অ্যাপে। কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল দেখা যাবে ডিডি স্পোর্টসেও।

English summary
FIFA World Cup 2022: Complete Fixture Of Round Of 16 Matches. Know How To Watch On TV And App.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X