For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: ব্রাজিলের দুই তারকা ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে, ক্যামেরুন ম্যাচই দিল বড় ধাক্কা

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে ক্যামেরুনে কাছে ০-১ গোলে পরাস্ত হয়েছে ব্রাজিল। তবে এই ম্যাচের আগেই শেষ ষোলোয় পৌঁছে গিয়েছিল তিতের প্রশিক্ষণাধীন দল। ক্যামেরুনের কাছে হারকে খাটো করে দেখছে না ব্রাজিল শিবির। এই ম্যাচে চোট পেয়ে দুই গুরুত্বপূর্ণ ফুটবলার ছিটকেও গেলেন বিশ্বকাপ থেকে।

ব্রাজিলের দুই তারকা ছিটকে গেলেন বিশ্বকাপ থেকে

ক্যামেরুনের বিরুদ্ধে হাঁটুতে চোট পেয়েছেন ফরওয়ার্ড গ্যাব্রিয়েল জেসুস এবং ডিফেন্ডার অ্যালেক্স টেলেস। দুজনের কেউই আর চলতি বিশ্বকাপে খেলতে পারবেন না বলে ব্রাজিলের ফুটবল সংস্থার তরফে জানিয়ে দেওয়া হয়েছে। গতকাল ৫৪ মিনিটে টেলেসকে তুলে নিয়ে পরিবর্ত ফুটবলার নামাতে বাধ্য হয়েছিলেন তিতে। এর ১০ মিনিট পর চোটের কারণেই মাঠ ছাড়েন জেসুস। আজ সকালে তাঁদের চোট পরীক্ষা করা হয়। সেই সময় ছিলেন ব্রাজিল দলের চিকিৎসক রডরিগো লাসমার। এমআরআই স্ক্যানে তাঁদের ডান হাঁটুর চোটের যা পরিস্থিতি দেখা যায় তাতেই নিশ্চিত হয়ে যায় এই দুই প্লেয়ারের পক্ষে কাতার বিশ্বকাপে আর মাঠে নামা সম্ভব হবে না।

এই দুই ফুটবলারের চোট নিশ্চিতভাবেই সমস্যা বাড়াল ব্রাজিলের। ইতিমধ্যেই গোড়ালির চোট সারেনি নেইমারের। টেলেস ছিটকে যাওয়ায় নির্ভরযোগ্য ফুলব্যাক বলতেও তিতের হাতে রইল একজন। কেন না, আগেই ফুলব্যাক দানিলো ও আলেক্স সান্দ্রো চোট পেয়ে মাঠের বাইরে রয়েছেন। তাঁরা ব্রাজিলের রাউন্ড অব সিক্সটিনের ম্য়াচে সোমবার মাঠে নামতে পারবেন কিনা এখনও স্পষ্ট নয়। তাঁরা খেলতে না পারলে সেন্টার ব্যাক মার্কুইনহোস লেফট ব্যাকে খেলতে পারেন। ৩৯ বছরের দানি আলভেস, যিনি সবচেয়ে বেশি বয়সের ব্রাজিল ফুটবলার হিসেবে বিশ্বকাপের ম্যাচ খেললেন ক্যামেরুনের বিরুদ্ধে, তিনিই রাইট ব্যাকে দায়িত্ব সামলাতে পারেন।

তবে তিতের হাতে আরও বিকল্প থাকছে। রিয়াল মাদ্রিদে খেলা সেন্টার ব্যাক এদের মিলিতাওকে খেলাতে পারেন ব্রাজিলীয় কোচ। সুইৎজারল্যান্ডের বিরুদ্ধে দানিলোর অনুপস্থিতিতে তাঁকে খেলিয়েছেন তিতে। কিন্তু রক্ষণভাগের ফুটবলারদের চোটের সংখ্যা বেড়ে চলা নিঃসন্দেহে তাঁকে উদ্বেগে রাখবে। তবে এরই মধ্যে স্বস্তির খবর, দানিলোর গোড়ালির চোটও আলেক্স সান্দ্রোর হিপ ইনজুরি সেরেছে বলে জানা যাচ্ছে। তাঁদের ধীরে ধীরে অনুশীলন করিয়ে স্বাভাবিক ছন্দে ফেরাতে চান ব্রাজিল দলের চিকিৎসক। নেইমার ক্যামেরুন ম্যাচে দলের সঙ্গে মাঠে গিয়েছিলেন। মাঠে নেমে সতীর্থদের সঙ্গে কথা বলার পাশাপাশি কিছুক্ষণ বল নাড়াচড়া করতেও দেখা যায়। তাঁকে খোঁড়াতে দেখা যায়নি। ব্রাজিল শিবিরের একটাই প্রার্থনা, যাঁরা চোটের জেরে মাঠের বাইরে রয়েছেন তাঁরা দ্রুত ফিট হয়ে উঠুন। এই ফুটবলারদের কেউ প্রি কোয়ার্টারে খেলতে পারবেন কিনা তা অনুশীলন দেখেই বোঝা যাবে।

English summary
FIFA World Cup 2022: Brazil's Gabriel Jesus And Alex Telles Have Been Ruled Out Of The Tournament. Both Of Them Were Injured Against Cameroon.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X