For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অপরাজেয় তকমা ধরে রাখত পারল না ব্রাজিল, গ্রুপের শেষ ম্যাচে পরাজিত ক্যামেরুনের বিপক্ষে

অপরাজেয় তকমা ধরে রাখত পারল না ব্রাজিল, গ্রুপের শেষ ম্যাচে পরাজিত ক্যামেরুনের বিপক্ষে

Google Oneindia Bengali News

গ্রুপ পর্বেই অপরাজেয় তকমা হারাল ব্রাজিল। গ্রুপের শেষ ম্যাচে ক্যামেরুনের বিপক্ষে ০-১ গোলে পরাজিত হল হলুদ জার্সিধারীরা। ম্যাচের একমাত্র গোলটি করেন ক্যামেরুনের ভিনসেন্ট আবুবাকর। জেরম এমবেকেলির পাস থেকে দ্বিতীয়ার্ধের অতিরিক্ত সময়ে গোলটি করেন তিনি। যদিও এই জয় ক্যামেরুনকে পরবর্তি রাউন্ডে পৌঁছে দিতে পারল না।

অপরাজেয় তকমা ধরে রাখত পারল না ব্রাজিল, গ্রুপের শেষ ম্যাচে পরাজিত ক্যামেরুনের বিপক্ষে

দল কোয়ালিফাই করে যাওয়ার ফলে এই ম্যাচে প্রথম একাদশে একাধিক পরিবর্তন এনেছিলেন ব্রাজিলের কোচ তিতে। কিন্তু রিজার্ভা বেঞ্চের যে ফুটবলারদের উপর তিনি ভরসা রেখেছিলেন তাঁরা ব্রাজিলকে জয় এনে দিতে পারল না। পুরো ম্যাচে ব্রাজিলের আধিপত্য থাকলেও ক্যামেরুনের গোলরক্ষক ডেভিস ইপাসির বিশ্বস্ত হাতের সামনে নতিস্বীকার করতে হয় পেলের দেশের ফুটবলারদের। ভাল খেলেছে ক্যামেরুনের ডিফেন্সও। মাঝমাঠে ব্লকিংও হয়েছে ঠিকঠাক মতো। ৯০+১ মিনিটে ভিনসেন্ট আবুবকরের গোলে ক্যামেরুন এগিয়ে যাওয়ার পরেও ব্রাজিল কিছু সুযোদ তৈরি করেছিল কিন্তু তাতে লাভের লাভ কিছু হয়নি। অপর দিকে, ব্রাজিলের বিরুদ্ধে গোল করার পর উত্তেজনায় নিজের জার্সি খুলে তা সেলিব্রেট করেন আবুবকর। প্রথমে একটি হলুদ কার্ড দেখার ফলে জার্সি খোলায় দ্বিতীয় হলুদ কার্ড দেখে লাল কার্ড দেখেন তিনি। তবে, এই লাল কার্ডের কোনও গুরুত্ব নেই ক্যামেরুনের কাছে কারণ তারা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে, তবে সেই বিদায় ম্যাচে ব্রাজিলকে যদি হারানো যায় তার থেকে বড় প্রাপ্তি আর কী ই বা হতে পারে। আবুবাকরের আবেগের প্রকাশ পাওয়াটা স্বাভাবিক।

এই ম্যাচে ব্রাজিলের কাছে বলের নিয়ন্ত্রণ ছিল ৬৫ শতাংশ। ৫৪১টি পাস ব্রাজিলের ফুটবলাররা খেলেছেন যার মধ্যে নির্ভুল ছিল ৪৭৫টি। অন্য দিকে, ক্যামেরুন ২৯৯টি পাসের মধ্যে ২৩১টি নির্ভুল খেলে। গোল করার মতো চারটি বড় সুযোগ তৈরি করেছিল ব্রাজিল কিন্তু একটি থেকেও গোল আসেনি। ক্যামেরুনের গোলরক্ষগ ডেভিস ইপাসি সারা ম্যাচে সাতটি শট সেভ করেন যার মধ্যে ছয়টি ছিল অন টার্গেট। হারলেও গোল পার্থক্যে এগিয়ে থেকে গ্রুপ লিডার হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে গেল ব্রাজিল।

English summary
FIFA World Cup 2022: Switzerland beat Serbia by 3-2 goals and secure their spot in Pre quaterfinal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X