
FIFA World Cup 2022: নেইমারকে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে খেলানোর জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছে ব্রাজিল
নেইমারহীন ব্রাজিল কতটা দুর্বল তা বোঝা গিয়েছে ক্যামেরুনের বিরুদ্ধে গ্রুপের শেষ ম্যাচে। গোল করার মতো ফুটবলার এই ব্রাজিল দলে একাধিক থাকলেও তাঁরা কেউই দক্ষ ফিনিশার নন। অন্তত ক্যামেরুন ম্যাচে সেটাই দেখা গিয়েছে। দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে প্রি-কোয়ার্টার ফাইনালে নেইমারকে খেলনোর সব রকম চেষ্টা চালাচ্ছেন ব্রাজিল।

নেইমারকে খেলাতে মরিয়া চেষ্টা চালাচ্ছে ব্রাজিল:
গ্রুপ পর্ব ছিল এক রকম। সেখানে কোয়ালিফাই করার জন্য তিনটি ম্যাচ হাতে ছিল। একটিতে হারলেও পরবর্তী রাউন্ডে যাওয়ার সুযোগ থাকত। কিন্তু প্রি-কোয়ার্টার ফাইনাল থেকে ভুলের কোনও জায়গা নেই। একটা ভুল মানেই বিশ্বকাপে সফর শেষ। এই পরিস্থিতিতে দলের সেরা অস্ত্রকে কোনও ভাবেই মাঠে রাখতে চায় না ব্রাজিল। সোমবার শেষ ষোলোর ম্যাচে দক্ষিণ বিরুদ্ধে মাঠে নামবে ব্রাজিল। এই ম্যাচে অ্যাঙ্কেল ইনজুরি থাকা নেইমারকে খেলাবেন কি না ভাবছেন তিতে।

নেইমার এলে পুরো দলটাই বদলে যাবে:
ব্রাজিলের প্রথম ম্যাচ জয়ের নায়ক রিচারলিসন মনে করেন নেইমার দলে ফিরলে পুরো দলটাই বদলে যাবে। তাঁর কথায়, "ও ফিরলে পুরো দলটারই উন্নতি হবে। আমি আশা করি ও ফিরে আসবে। প্রত্যেকে দেখেছে শেষ দুই ম্যাচে কতটা ওর অভাব আমরা টের পেয়েছি।" রিচারলিসনের দুই গোলেই সার্বিয়াকে বিশ্বকাপের প্রথম ম্যাচে পরাজিত করেছিল ব্রাজিল। তিনি মনে করেন, নেইমার ফিরে এলে তিনি নিজেও বেশি ভাল খেলতে পারবেন।

পেলের জন্য বিশ্বকাপ জিততে চায় ব্রাজিল:
পেলের দ্রুত আরোগ্য কামনা করেছে গোটা বিশ্ব। ব্রাজিলের ফুটবলাররা কাতারে বিশ্বকাপের জন্য লড়াই করলেও তাঁদের মন পড়ে রয়েছে দেশে ফুটবল সম্রাটের জন্য। সমর্থকেরাও মহান ফুটবলারের দ্রুত আরোগ্য কামনা করছেন। তাঁর ছবি এবং ব্যানার নিয়ে তাঁরা হাজির হচ্ছেন কাতারে। পেলের দ্রুত আরোগ্য কামনা করে ব্রাজিলের সমর্থকেরা ক্যামেরুন ম্যাচ শুরু আগে একচি ব্যানার ঝোলায়। পেলেকে সম্মান জানানোর জন্য ষষ্ঠ বিশ্বকাপ জয় ছাড়া ভাল কোনও উপায় হতে পারে না ব্রাজিলের জন্য। যে একাই তিনটি বিশ্বকাপ এনে দিয়েছেন তাঁকে খুশি করার জন্য এটাই সব থেকে ভাল উপায় হতে পারেন ব্রাজিলের ফুটবলারদের কাছে।

১৯৯৮ সালের পর প্রথম বার গ্রুপে হার ব্রাজিলের:
১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম বার বিশ্বকাপে গ্রুপ পর্যায়ের ম্যাচে পরাজিত হল ব্রাজিল। ভিনসেন্ট আবুবকরের শেষ মুহূর্তের গোলে ব্রাজিলকে পরাজিত করে ক্যামেরুন। নেইমারহীন ব্রাজিলকে অত্যন্ত ফ্যাকাসে লেগেছে এই ম্যাচে। সেই অপ্রত্যাশিত ফলাফলের দুঃস্বপ্ন এড়িয়ে দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে জিততেই মাঠে নামবে ব্রাজিল।