For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ফিফা বিশ্বকাপে তিউনিসিয়াকে হারাল অস্ট্রেলিয়া, উজ্জ্বল প্রি কোয়ার্টারে যাওয়ার আশা

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের ম্যাচে স্বস্তির জয় পেল অস্ট্রেলিয়া। আল জানৌব স্টেডিয়ামে তিউনিসিয়াকে ১-০ গোলে হারিয়ে শেষ ষোলোয় যাওয়ার আশা জাগিয়ে রাখল সকারুরা। ফ্রান্সের কাছে গোলের মালা পরে বিশ্বকাপ অভিযান শুরুর পর এদিন চলতি বিশ্বকাপে প্রথম জয়টি আদায় করে নেয় অস্ট্রেলিয়া। তিউনিসিয়া কার্যত বিদায়ই নিল একটি ড্র ও একটি পরাজয়ের সম্মুখীন হয়ে। রাউন্ড অব সিক্সটিনে যেতে তাদের অঘটনের প্রত্যাশা করতে হবে।

ফিফা বিশ্বকাপে তিউনিসিয়াকে হারাল অস্ট্রেলিয়া

১৯৭৪ সালের পর এই প্রথম বিশ্বকাপের কোনও ম্যাচে গোল হজম করতে হলো না সকারুদের। চলতি বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে প্রথম ম্যাচে ক্রেগ গুডউইনের গোলে এগিয়ে গিয়েও চার গোল হজম করতে হয়েছিল অস্ট্রেলিয়াকে। ২০০৬ সালের বিশ্বকাপের পর আর কখনও রাউন্ড অব সিক্সটিনে উঠতে পারেনি সকারুরা। নক আউটের সম্ভাবনা উজ্জ্বল করতে আজ গ্রাহাম আর্নল্ডের ছেলেদের জিততেই হতো। অন্যদিকে এই গ্রুপেরই তিউনিসিয়া বনাম ডেনমার্ক ম্যাচটি গোলশূন্যভাবে শেষ হয়েছিল। এদিন জয় পেলে তাদেরও শেষ ষোলোয় যাওয়ার সম্ভাবনা ভালোভাবেই থাকতো। ফ্রান্সের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্য়াচটি খেলতে নামার আগে আজ সকারুদের হারালে বা নিদেনপক্ষে ড্র রাখতে পারলেও তা সুবিধা দিতো এখনও অবধি একবারও বিশ্বকাপের নক আউটে না পৌঁছানো তিউনিসিয়াকে।

আজ খেলা শুরুর পর থেকেই তিউনিসিয়ার রক্ষণের উপর লাগাতার চাপ বজায় রাখছিল অস্ট্রেলিয়া। তবে ছন্দে ফেরার চেষ্টা চালাতে থাকে আফ্রিকার দেশটিও। তিউনিসিয়ার অধিনায়ক ইউসেফ মাসাকনি গোল করার পরিস্থিতি তৈরি করলেও সকারুদের জমাট রক্ষণ তাঁর প্রয়াস সফল হতে দেয়নি। এরই মধ্যে তিউনিসিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক রণকৌশলের সুফল অস্ট্রেলিয়া পেয়ে যায় ২৩ মিনিটের মাথায়। ডিউক হেডে জয়সূচক গোলটি করেন। এই গোলটি হজম করার পর তিউনিসিয়া ফের ছন্দ হারিয়ে ফেলে, ছন্নছাড়া ফুটবল খেলতে থাকে। ৪১ মিনিট নাগাদ মহম্মদ ড্র্যাগারের শট অনবদ্যভাবে অস্ট্রেলিয়ার হ্যারি সাউটার বিপন্মুক্ত না করতে পারলে সমতা ফিরিয়ে আনতে পারতো তিউনিসিয়া। প্রথমার্ধের স্টপেজ টাইমে গোল করার সুবর্ণ সুযোগ নষ্ট করেন তিউনিসিয়ার অধিনায়কও।

দ্বিতীয়ার্ধে তিউনিসিয়া গোল পেতে মরিয়া হয়ে ওঠে। বেশ কয়েকটি আক্রমণ উঠে এলেও গোলের নীচে দুর্ভেদ্য ছিলেন অস্ট্রেলিয়ার গোলকিপার ম্যাট রায়ান। দ্বিতীয়ার্ধে অস্ট্রেলিয়ার ব্যবধান বাড়ানোর সুযোগ নষ্ট করেন ম্যাথু লেকি। পরিবর্ত নামিয়ে তিউনিসিয়া কাঙ্ক্ষিত গোলটি পাওয়ার জন্য সর্বশক্তি নিয়োজিত করলেও অস্ট্রেলিয়ার জমাট রক্ষণ সেই সুযোগ আর দেয়নি। বেশ কয়েকটি দারুণ ট্যাকল করে ম্যাচের সেরা হয়েছেন সাউটার। ৮৮ মিনিটে অজি গোলকিপার রায়ান রুখে দেন ওয়াহবি খাজরির প্রয়াস। আজ ডেনমার্ককে হারিয়ে দিলেই শেষ ষোলো পাকা হয়ে যাবে ফ্রান্সের। সকারুরা শেষ ম্যাচ খেলবে ডেনমার্কের বিরুদ্ধে। ফ্রান্সের শেষ ম্যাচে প্রতিপক্ষ তিউনিসিয়া।

লড়াকু আমেরিকার কাছে আটকে গেল হ্যারি কেনের ইংল্যান্ড, শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে কে কোথায়?লড়াকু আমেরিকার কাছে আটকে গেল হ্যারি কেনের ইংল্যান্ড, শেষ ষোলোয় যাওয়ার লড়াইয়ে কে কোথায়?

English summary
FIFA World Cup 2022: Australia Beat Tunisia By 1-0 To Keep Round Of 16 Hopes Alive. Mitchell Duke Has Scored The Winning Goal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X