For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

Argentina Champion: রুদ্ধশ্বাস ফাইনাল! টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে তৃতীয়বার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্তিনা

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপের ইতিহাসে অন্যতম রুদ্ধশ্বাস ফাইনালের সাক্ষী থাকলেন ফুটবলপ্রেমীরা। আজ লুসাইল স্টেডিয়ামে প্রথমার্ধে লিওনেল মেসি ও আনহেল দি মারিয়ার গোলে এগিয়ে ছিল আর্জেন্তিনা। এরপর ৮০ ও ৮১ মিনিটে করা কিলিয়ান এমবাপের জোড়া গোলে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় ফ্রান্স। সেখানেও প্রথমার্ধ কেউ গোল করতে পারেনি। কিন্তু লিওনেল মেসির দুরন্ত গোলের পর পেনাল্টি থেকে সমতা ফেরান সেই এমবাপে।

টাইব্রেকারে ফ্রান্সকে হারিয়ে চ্যাম্পিয়ন আর্জেন্তিনা

টাইব্রেকারে প্রথম শটে এমবাপে গোল করার পর লিওনেল মেসিও গোল করেন। ফ্রান্সের দ্বিতীয় শটটি নিতে গিয়েছিলেন কিংস্লে কোমান। তাঁর শট রুখে দেন আর্জেন্তিনার গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজ। এরপর দিবালা আর্জেন্তিনার ব্যবধান বাড়ান। চুয়ামেনি শট বাইরে মেরে বসতেই বিপদ বাড়ে গতবারের বিশ্বজয়ীদের। পারাদেস পেনাল্টি শ্যুটআউটে আর্জেন্তিনার তৃতীয় গোলটি করেন, আর্জেন্তিনা এগিয়ে যায় ৩-১ ব্যবধানে। কোলো মুয়ানি ৩-২ করেন। কিন্তু মন্তিয়েল হুগো লরিসের নাগাল এড়িয়ে বল জালে জড়াতেই বিশ্বকাপ জয় নিশ্চিত হয়ে যায় আর্জেন্তিনার। ৪-২ গোলে টাইব্রেকারে জয়লাভ করে আর্জেন্তিনা।

প্রথমার্ধে আর্জেন্তিনা দাপট নিয়েই খেলতে থাকে। ১৩ মিনিটের আগে আক্রমণ শানাতে পারেনি ফ্রান্স। উল্টোদিকে সপ্রতিভ ছিল আর্জেন্তিনা। ফরাসি রক্ষণে চাপ বজায় রাখার সুফল মেলে ২১ মিনিটে দেম্বেলে অবৈধভাবে আনহেল দি মারিয়াকে বক্সে ফেলে দিলে। পেনাল্টি পায় আর্জেন্তিনা। মেসি এগিয়ে দেন আর্জেন্তিনাকে। ৩৬ মিনিটে আর্জেন্তিনার ব্যবধান বাড়ান দি মারিয়া। ৪১ মিনিটে দেম্বেলে ও জিরুকে তুলে নিয়ে কোলো মুয়ানি ও মার্কাস থুরামকে নামান ফরাসি কোচ দিদিয়ের দেশঁ। বিরতিতে আর্জেন্তিনা এগিয়ে ছিল ২-০ গোলে।

দ্বিতীয়ার্ধেও আর্জেন্তিনা দাপট নিয়েই খেলা শুরু করে। ৪৮ মিনিয়ে রদ্রিগো দে পলের শট সহজভাবেই রুখে দেন ফরাসি গোলরক্ষক। ৫৮ মিনিটে আলভারেজও লরিসকে পরাস্ত করতে পারেননি। ৬২ মিনিটে ম্যাকঅ্যালিস্টার একা পেয়ে গিয়েছিলেন লরিসকে, কিন্তু উপামেকানো সতর্ক থাকায় ফ্রান্সের বিপদ বাড়েনি। ৭০ মিনিটের মাথায় ফ্রান্সের প্রথম গোলের সুযোগ তৈরি করেন কিলিয়ান এমবাপে, যদিও তাঁর শট ক্রসবারের উপর দিয়ে যায়। এরপর ফ্রান্স মরিয়া হয়ে ওঠে। কোলো মুয়ানি, এমবাপেরা একাধিক সুযোগ তৈরি করছিলেন। ৭৯ মিনিটে কোলো মুয়ানিকে নিকোলাস ওটামেন্ডি বাধা দিলে পেনাল্টি পায় ফ্রান্স, গোল করেন এমবাপে। এই গোলের রেশ কাটতে না কাটতেই ৯৭ সেকেন্ডের মধ্যে এমবাপের দ্বিতীয় গোল। এরপর কোলো মুয়ানির হেড লক্ষ্যভ্রষ্ট হয়। দ্বিতীয়ার্ধের স্টপেজ টাইম দেওয়া হয় ৮ মিনিট। এই সময় এমবাপের শট কর্নারের বিনিময়ে বাঁচান আর্জেন্তিনার গোলকিপার মার্তিনেজ। কোমানের শট রুখে দেন তিনি। স্টপেজ টাইমে মেসির শট বাঁচান লরিস।

অতিরিক্ত সময়ে আর্জেন্তিনা ভালো শুরু করলেও পাল্টা লড়াই দিতে থাকে ফ্রান্স। লৌতারো মার্তিনেজ ও লিয়ান্দ্রো পারাদেসকে আর্জেন্তিনার হেড কোচ লিওনেল স্কালোনি নামান দে পল ও আলভারেজকে তুলে নিয়ে। এরপরই মার্তিনেজের গোলমুখী শট অনবদ্য দক্ষতায় বিপন্মুক্ত করেন উপামেকানো। দ্বিতীয়ার্ধেও মার্তিনেজের শট বাঁচাতে সক্ষম হয় ফ্রান্স। তবে ১০৮ মিনিটের মাথায় গোল করে আর্জেন্তিনাকে এগিয়ে দেন লিওনেল মেসি। যদিও এই আনন্দ ক্ষণস্থায়ী ছিল। ১১৭ মিনিটে বক্সের মধ্যে বল মন্তিয়েলের হাতে লাগায় পেনাল্টি পায় ফ্রান্স। হ্যাটট্রিক সম্পন্ন করে ম্যাচ ৩-৩ করেন এমবাপে। অতিরিক্ত সময়ের শেষের দিকেও এমবাপে, কোলো মুয়ানিরা গোল তৈরির পরিস্থিতি তৈরি করে ফেলেছিলেন। তবে পরিত্রাতা হন মার্তিনেজ। প্রতি আক্রমণে সুযোগ পায় আর্জেন্তিনাও। তবে মেসির ক্রসে মাথা ছুঁইয়েও বল তিন কাঠিতে রাখতে পারেননি লৌতারো মার্তিনেজ। শেষ অবধি টাইব্রেকারে ৪-২ গোলে জিতে ৩৬ বছর পর বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলো আর্জেন্তিনা।

English summary
FIFA World Cup 2022: Argentina Beat France In Tiebreaker To Win 3rd World Cup Title. Two Of French Footballers Missed The Scoring Opportunity.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X