For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

পেনাল্টিতে ৪-৩ গোলে রাশিয়াকে হারিয়ে সেমিফাইনালে ক্রোয়েশিয়া

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে আজ নামছে রাশিয়া ও ক্রোয়েশিয়া।

  • |
Google Oneindia Bengali News

বিশ্বকাপের শেষ কোয়ার্টার ফাইনালে আজ নামছে রাশিয়া ও ক্রোয়েশিয়া। একটি দেশ সংযুক্ত সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিত্ব করে ১৯৬৬ সালে একবার সেমিফাইনাল খেলেছে। সেটাই রাশিয়ার শেষ সেমিতে ওঠা। তারপরে সোভিয়েত থেকে বিচ্ছিন্ন হওয়ার পরে বিশ্বকাপে দারুণ পারফরম্যান্স তেমন নেই রাশিয়ার। এবার ঘরের মাঠে কোয়ার্টার ফাইনালে খেলতে নামছে। রাশিয়ার কাছে সুযোগ রয়েছে প্রথমবার সেমিতে খেলার। এদিকে ক্রোয়েশিয়া এই বিশ্বকাপের অন্যতম ভালো দল। তাঁদের কাছেও সেমি ফাইনাল খেলার দারুণ সুযোগ রয়েছে। ঘরের মাঠে রাশিয়া বাজিমাত করবে, নাকি ক্রোটরা আয়োজকদের ছাপিয়ে শেষ চারে উঠবে? সোচির ফিশত্ স্টেডিয়ামে শেষ কোয়ার্টার ফাইনাল ম্যাচ জমে উঠতে চলেছে নিঃসন্দেহে।

LIVE সেমিফাইনালের স্বপ্ন নিয়ে নামছে ক্রোয়েশিয়া-রাশিয়া দুই দল

1
958080

ম্যাচের সমস্ত আপডেট দেখুন একনজরে

Newest First Oldest First
2:21 AM, 8 Jul

রাকিটিচ গোল করে ক্রোয়েশিয়াকে সেমিফাইনালে তুললেন। ৪-৩ গোলে জিতল ক্রোটরা।
2:19 AM, 8 Jul

ভিদা গোল করে ক্রোয়েশিয়াকে ৩-২ করে দিলেন।
2:19 AM, 8 Jul

২-২ করল রাশিয়া। যদিও একটি শটে পিছিয়ে রয়েছে তাঁরা।
2:18 AM, 8 Jul

গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিলেন লুকা মডরিচ।
2:17 AM, 8 Jul

গোল মিস করল রাশিয়া। বাইরে মেরে বসলেন রাশিয়ার খেলোয়াড়।
2:16 AM, 8 Jul

আকিনফিভ আটকে দিলেন। এগিয়ে থাকার সুযোগ নিতে ব্যর্থ ক্রোয়েশিয়া।
2:16 AM, 8 Jul

১-১ করল রাশিয়া। যদিও একটি শটে পিছিয়ে রয়েছে তাঁরা।
2:15 AM, 8 Jul

গোল করলেন ক্রোটদের ব্রোজোভিচ। আটকাতে পারলেন না আকিনফিভ। ১-০ এগিয়ে গেল ক্রোয়েশিয়া।
2:14 AM, 8 Jul

গোল করতে পারল না রাশিয়া। আটকে দিলেন সুবাসিচ।
2:13 AM, 8 Jul

প্রথমে শট নেবে রাশিয়া। গোলে রয়েছেন ক্রোয়েশিয়ার সুবাসিচ।
2:07 AM, 8 Jul

এবার টাইব্রেকারে খেলার মীমাংসা হবে। ক্রোয়েশিয়া ২-২ রাশিয়া এই অবস্থায় খেলা শেষ হল।
2:06 AM, 8 Jul

১২০ মিনিট খেলা শেষ। ১ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
2:00 AM, 8 Jul

১১৪ মিনিটের মাথায় ২-২ করল রাশিয়া।
1:59 AM, 8 Jul

বক্সের একেবারে বাইরে ফ্রি কিক পেল রাশিয়া। হাত দিয়ে বল থামানোয় হলুদ কার্ড পিভাসিচকে।
1:57 AM, 8 Jul

১১১ মিনিটের মাথায় সুযোগ এসে গিয়েছিল রাশিয়ার সামনে। তবে বল হাতে চলে গেল ক্রোট গোলকিপার সুবাসিচের হাতে। রাশিয়া এখনও ১ গোলে পিছিয়ে রয়েছে।
1:50 AM, 8 Jul

অতিরিক্ত সময়ের প্রথমার্ধের খেলা শেষ। ক্রোয়েশিয়া ২-১ গোলে এগিয়ে রয়েছে।
1:41 AM, 8 Jul

কর্ণার থেকে হেডে গোল করে ক্রোয়েশিয়াকে এগিয়ে দিলেন ভিদা।
1:38 AM, 8 Jul

অতিরিক্ত সময়ের ৮ মিনিট খেলা হয়ে গেল। কোনও দলই গোল করতে পারেনি এখনও। এই ম্যাচও কি টাই ব্রেকারে গড়াবে। তা জানতে আর কয়েক মিনিটের অপেক্ষা।
1:32 AM, 8 Jul

শুরু হল অতিরিক্ত সময়ের খেলা।
1:25 AM, 8 Jul

৯০ মিনিটের খেলা শেষ। খেলা ১-১ ড্র। এবার হবে অতিরিক্ত সময়ের খেলা।
1:20 AM, 8 Jul

৫ মিনিট অতিরিক্ত সময় দিলেন রেফারি।
1:20 AM, 8 Jul

ক্রোয়েশিয়ার গোলরক্ষক সুবাসিচের সামান্য চোট লেগেছে। এদিকে ৯০ মিনিট খেলা অতিক্রান্ত।
1:14 AM, 8 Jul

ক্রোয়েশিয়া বক্সের বামদিকে ফ্রি কিক পেল রাশিয়া।
1:06 AM, 8 Jul

৭৫ মিনিটের মাথায় রাশিয়া বক্সে সুযোগ এসে গিয়েছিল ক্রোয়েশিয়ার সামনে। মডরিচরা সুয়োগ কাজে লাগাতে পারলেন না।
1:02 AM, 8 Jul

৭০ মিনিট খেলা অতিক্রাম্ত। রাশিয়া একটি সুযোগ তৈরি করতে পেরেছিল। তবে কাজের কাজ হল না। হেড গেলে বল বাইরে চলে গেল।
12:58 AM, 8 Jul

কোনও দলই গোলের মুখ খুলতে পারছে না। দুই দলে বেশ কয়েকটি পরিবর্তন করা হল। রাশিয়ার পেরিলিচকে বসিয়ে স্মোলভকে নামানো হল।
12:50 AM, 8 Jul

৫৯ মিনিটে পেরিসিচের শট পোস্টে লেগে বাইরে চলে গেল। ২-১ করার সুয়োগ হারাল ক্রোটরা।
12:45 AM, 8 Jul

৫৫ মিনিট খেলা অতিক্রাম্ত। দ্বিতীয়ার্ধের ১০ মিনিট পরও কোনও গোল করতে পারেনি দুই দল।
12:35 AM, 8 Jul

শুরু হল দ্বিতীয়ার্ধের খেলা। এই ৪৫ মিনিটে কোনও দল গোল করতে পারে নাকি অতিরিক্ত সময়ে খেলা গড়ায় সেটাই দেখার।
12:19 AM, 8 Jul

শেষ হল প্রথমার্ধের খেলা। খেলার ফলাফল ১-১।
READ MORE

English summary
Fifa World Cup 2018 : Russia vs Croatia match live updates
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X