For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

যোগ্য দল হিসাবেই তৃতীয় স্থান পেল বেলজিয়াম

যোগ্য দল হিসাবেই ইংল্যান্ডকে বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারীর ম্যাচে ২-০ গোলে জিতল বেলজিয়াম।

  • |
Google Oneindia Bengali News

যোগ্য দল হিসাবেই ইংল্যান্ডকে বিশ্বকাপে তৃতীয় স্থানাধিকারীর ম্যাচে ২-০ গোলে জিতল বেলজিয়াম। গোল করলেন থমাস মিউনিয়ার ও অধিনায়ক এডেন হ্যাজার্ড। যার ফলে হ্যারি কেনের ইংল্যান্ডকে চতুর্থ স্থান পেয়ে সন্তুষ্ট থাকতে হল।

যোগ্য দল হিসাবেই তৃতীয় স্থান পেল বেলজিয়াম

এদিন নিয়মরক্ষার ম্যাচ হলেও শুরু থেকেই আক্রমণে যায় দুই দলই। তবে ম্যাচের একেবারে শুরুতে ৩ মিনিট ৩৭ সেকেন্ডের মাথায় মিউনিয়ার গোল করে বেলজিয়ামকে এগিয়ে দেন। তারপরে ইংল্যান্ড বারবার আক্রমণে উঠলেও গোল আসেনি।

দুই দলই একটা সময়ে বিশ্বকাপ জেতার দাবিদার বলে মনে হচ্ছিল। তবে সেমিফাইনালের লড়াইয়েই দুই দলকে বিদায় নিতে হয়েছে। ইংল্যান্ড হেরেছে ক্রোয়েশিয়ার কাছে। আর ফ্রান্সের কাছে হেরে বেলজিয়ামকে বিদায় নিতে হয়েছে। এই ম্যাচের আলাদা করে গুরুত্ব না থাকলেও বেলজিয়াম যে ম্যাচ জিততেই মাঠে নেমেছিল তা লুকাকুদের খেলায় স্পষ্ট হয়ে ওঠে।

ইংল্যান্ড দল হ্যারি কেনের নেতৃত্বে গ্রুপ স্টেজে যতটা ভালো খেলেছিল, নক আউটে ধীরে ধীরে সেই ছন্দ যেন কেটে গিয়েছে। হ্যারি কেনও ৬টি গোল গ্রুপ স্টেজেই করে ফেলেন। নক আউটে গোল পাননি। তার মধ্যে তিনটে এসেছে পেনাল্টি থেকে। তিনি এদিনও বারবার চেষ্টা করেও নিজেকে সেই উচ্চতায় তুলে নিয়ে যেতে পারেননি।

যার ফলে স্টারলিং, ট্রিপিয়ার, ডিয়ার ও পরের দিকে রাশফোর্ডরা বেলজিয়াম আক্রমণে ভাঙন ধরাতে পারেননি। বেলজিয়াম আক্রমণে ফের একবার নিজেকে ছাপিয়ে যান ডিফেন্ডার ভিনসেন্ট কোম্পানি। তাঁর নেতৃত্বে ইংল্যান্ড আক্রমণকে বারবার ভোঁতা করে দিয়েছে বেলজিয়াম। যার ফলে যোগ্য দল হিসাবেই তৃতীয় স্থান পেল তাঁরা।

English summary
Fifa World Cup 2018 : Belgium beat England to get 3rd position
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X