For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

FIFA World Cup 2022: বাতিস্তুতাকে পিছনে ফেলতে পারেন, ক্রোয়েশিয়া ম্যাচে কোন নজিরের সামনে মেসি?

  • |
Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে নেইমারের ব্রাজিল ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল। বিশ্ব ফুটবলারের মহাতারকাদের মধ্যে কাতারে কাপ জয়ের দৌড়ে এখনও রয়েছেন লিওনেল মেসি, আর্জেন্তিনাকে কোপা আমেরিকা জেতানোর পর এবার বিশ্বকাপ জেতাতে বদ্ধপরিকর এলএম টেন।

মেসি ছুঁয়েছেন বাতিস্তুতাকে

মেসি ছুঁয়েছেন বাতিস্তুতাকে

মঙ্গলবার আর্জেন্তিনা সেমিফাইনাল খেলতে নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। গত বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রোটবাহিনী। সেবার লুকা মদ্রিচরা রানার-আপ হন। এবার ক্রোয়েশিয়া ম্যাচে লিওনেল মেসি আর্জেন্তিনারই প্রাক্তন গ্যাব্রিয়েল বাতিস্তুতার নজির ভেঙে দিতে পারেন। ইতিমধ্যেই বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোল করার নিরিখে যুগ্মশীর্ষে রয়েছেন বাতিস্তুতা ও মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসে (২৪ ম্যাচে ১৬টি গোল)। বাতিস্তুতার ১০ গোল রয়েছে বিশ্বকাপের ১২টি ম্যাচে। দিয়েগো মারাদোনা ২১ ম্যাচে এবং ১৯৩০ সালে উরুগুয়ে বিশ্বকাপে সোনার বুটের মালিক গিলেরমো স্তাবিলে চারটি ম্যাচে ৮টি করে গোল করেছেন।

বিশ্বকাপে গোল

বিশ্বকাপে গোল

মঙ্গলবার আর্জেন্তিনা সেমিফাইনাল খেলতে নামবে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে। গত বিশ্বকাপে গ্রুপ পর্বের ম্যাচে আর্জেন্তিনাকে ৩-০ গোলে হারিয়েছিল ক্রোটবাহিনী। সেবার লুকা মদ্রিচরা রানার-আপ হন। এবার ক্রোয়েশিয়া ম্যাচে লিওনেল মেসি আর্জেন্তিনারই প্রাক্তন গ্যাব্রিয়েল বাতিস্তুতার নজির ভেঙে দিতে পারেন। ইতিমধ্যেই বিশ্বকাপে আর্জেন্তিনার হয়ে সর্বাধিক গোল করার নিরিখে যুগ্মশীর্ষে রয়েছেন বাতিস্তুতা ও মেসি। বিশ্বকাপে সবচেয়ে বেশি গোল করেছেন জার্মানির মিরোস্লাভ ক্লোসে (২৪ ম্যাচে ১৬টি গোল)। বাতিস্তুতার ১০ গোল রয়েছে বিশ্বকাপের ১২টি ম্যাচে। দিয়েগো মারাদোনা ২১ ম্যাচে এবং ১৯৩০ সালে উরুগুয়ে বিশ্বকাপে সোনার বুটের মালিক গিলেরমো স্তাবিলে চারটি ম্যাচে ৮টি করে গোল করেছেন।

কাদের বিরুদ্ধে

কাদের বিরুদ্ধে

২০০৬ সালে টিনএজার লিওনেল মেসি বিশ্বকাপে প্রথম গোলটি করেছিলেন সার্বিয়া ও মন্টিনেগ্রোর বিরুদ্ধে। ২০১০ সালে মেসি পাঁচটি ম্যাচ খেললেও একটিতেও গোল করতে পারেননি। রাউন্ড অব সিক্সটিন ম্য়াচে মেক্সিকোকে ৩-১ গোলে হারায় আর্জেন্তিনা, সেই ম্যাচে তেভেজের গোলটিতে ছিল মেসির অ্যাসিস্ট। ২০১৪ সালের বিশ্বকাপে মেসি সাতটি ম্যাচে চারটি গোল করার পাশাপাশি একটি অ্যাসিস্ট লেখান নিজের নামের পাশে। সেবার আর্জেন্তিনা বিশ্বকাপ ফাইনালে হেরে গেলেও টুর্নামেন্টের সেরা নির্বাচিত হন মেসি, পান সোনার বল। ২০১৪ সালে মেসি গোলগুলি করেছিলেন বসনিা ও হার্জেগোভিনা, ইরান এবং নাইজেরিয়া (জোড়া গোল)-র বিরুদ্ধে। ২০১৮ সালের রাশিয়া বিশ্বকাপে মেসি নাইজেরিয়ার বিরুদ্ধে একমাত্র গোলটি করেন।

এবারের চারটি

এবারের চারটি

চলতি বিশ্বকাপে মেসি এখনও অবধি চারটি গোল করেছেন। সৌদি আরব, মেক্সিকো, অস্ট্রেলিয়া ও নেদারল্যান্ডসের বিরুদ্ধে। ক্রোয়েশিয়াকে হারিয়ে ফাইনালে ওঠার ক্ষেত্রে মেসিই বড় ভরসা আর্জেন্তিনার।

English summary
Lionel Messi Needs One Goal To Become Top Goal Scorer Of Argentina At The FIFA World Cup. LM 10 Has Scored 10 Goals In 24 World Cup Matches.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X