For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

নড়েচড়ে বসল ফিফা, বাড়ি পাঠিয়ে দেওয়া হল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে বিতর্কিত রেফারিকে

মেসির হতাশা প্রকাশের পরই নড়েচড়ে বসল ফিফা, বাড়ি পাঠিয়ে দেওয়া হল আর্জেন্টিনা-নেদারল্যান্ডস ম্যাচে বিতর্কিত রেফারিকে

Google Oneindia Bengali News

তাঁর কার্ড দেখানোর বহর লজ্জায় ফেলে দেয় ফুটবল ইতিহাসের বহু কড়া রেফারিকেও। যে ভাবে মুরি-মুরকির মতো কার্ড দেখিয়েছিলেন তিনি আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ডস ম্যাচে তা একে বারেই ভাল ভাবে নেয়নি ফিফা। সারা ম্যাচে ১৬টি কার্ড দেখান ওই ম্যাচের দায়িত্ব প্রাপ্ত রেফারি মাতেউ লাহোজ। প্রথমার্ধের শেষে এবং দ্বিতীয়র্ধে একাধিক বার লিওনেল মেসিকে দেখা যায় তাঁর সঙ্গে মুখ ঢেকে কথা বলতে। প্রথমার্ধ শেষে দীর্ঘ সময় লিওকে ম্যাচ রেফারি সঙ্গে আলোচনা করতে দেখা যায়।

রেফারির উপর ক্ষোভ উগড়ে দেন মেসি:

রেফারির উপর ক্ষোভ উগড়ে দেন মেসি:

নেদারল্যান্ডসের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি কোর্য়ার ফাইনাল জিতে ম্যাচের শেষে লিওনেল মেসি আর্জেন্টাইন টিভি'কে দেওয়া সাক্ষাৎকারে রেফারিং-এর মান নিয়ে ক্ষোভ উগড়ে দেন। তিনি বলেন, "রেফারিং নিয়ে আমি কোনও কথা বলতে চাই না কারণ আপনি সত্যটা বলতে পারবেন না। আপনি যদি বলেন কিছু তা হলে আপনার উপর নিষেধাজ্ঞা চাপবে। ফিফা এটা নিয়ে ভাবা উচিৎ। এই ধরনের পরিস্থিতির জন্য যে তৈরি নয়, সেই রকম রেফারিকে এই ধরনের ম্যাচের দায়িত্ব না দেওয়াই উচিৎ।"

মেসি অসন্তুষ্ট হওয়ার পর নড়েচড়ে বসে ফিফা:

মেসি অসন্তুষ্ট হওয়ার পর নড়েচড়ে বসে ফিফা:

মেসির ক্ষোভ প্রকাশের পরই নড়েচড়ে বসল ফিফা। বিতর্কিত রেফারি মাতেউ লাহোজকে কাতার থেকে দেশে পাঠিয়ে দিল ফিফা বিশ্বকাপের বাকি চারটি ম্যাচের একটিতেও কোনও ভাবে তিনি দায়িত্ব পালন করবেন না। নেদারল্যান্ডস ম্যাচে ম্যাচে ফুটবলারদের থেকেও স্পট লাইট বেশি ছিল তাঁর উপর। ফুটবলার এবং সমর্থকদের রোষের মুখে পড়েন তিনি। পুরো ম্যাচে ১৬টি হলুদ কার্ড দেখান স্প্যানিশ রেফারি যার মধ্যে একটি কার্ড তিনি দেখিয়েছিলেন লিওনেল মেসিকেও। পরিস্কার বলে চ্যালেঞ্জকেও ফাউল করে ফুটবলারকে হলুদ কার্ড দেখান তিনি, এক বার নয়, একাধিক বার। এই ম্যাচের উপর নিজের নিয়ন্ত্রণ ধরে রাখতে পারেননি স্প্যানিশ রেফারি। ম্যাচের মধ্যে একাধিক বার নেদারল্যান্ডসের ফুটবলাররা ঢুকে হাতাহাতীিতে জড়িয়ে পড়েন।

লাহোজের সমালোচনায় আর্জেন্টাই অধিনায়ক:

লাহোজের সমালোচনায় আর্জেন্টাই অধিনায়ক:

ইংল্যান্ডের সংবাদমাধ্যমগুলির রিপোর্ট অনুযায়ী লাহুজকে কাতার থেকে তাঁর দেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং কোনও ভাবেই বাকি চারটি ম্যাচের একটিতেও তাঁকে দেখা যাবে না বাঁশি মুখে। রেফারিকে নিয়ে একেবারেই সন্তুষ্ট ছিলেন না মেসি। নিজের অনুভূতি স্পষ্ট করে দিয়েছিলেন তিনি সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়ে। তিনি জানিয়েছিলেন, এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে (রেফারি নির্বাচিত করার আগে) ফিফার বুঝেশুনে সিদ্ধান্ত নেওয়া উচিৎ। লাহোজের কড়া সমালোচনা করেছেন আর্জেন্টিন গোলরক্ষক এমানুয়েল মার্টিনেজও। তিনি বলেছেন, "অকারণে ১০ মিনিট স্টপেজ টাইম দেন তিনি। দুই-তিন বার বক্সের বাইরে থেকে ওদের জন্য ফ্রি-কিক দিয়েছেন তিনি। উনি নিশ্চয়ই ওদের দিয়ে গোল করাতে চেয়েছিলেন, এটাই হল বিষয়। আশা করি ওই রেফারিকে আর আমরা পাব না। ও একটা অকর্মণ্য।"

সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে ক্রোয়েশিয়া:

সেমিফাইনালে আর্জেন্টিনার সামনে ক্রোয়েশিয়া:

বিশ্বকাপের সেমিফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা মুখোমুখি হতে চলেছে ক্রোয়েশিয়ার। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের রানার্স দল ক্রোয়েশিয়া। কোয়ার্টার ফাইনাল ম্যাচে পিছিয়ে থেকে ম্যাচে সমতা ফিরিয়ে এনে টাইব্রেকারে ব্রাজিলকে পরাজিত করে শেষ চারে পৌঁছিয়েছে লুকা মদ্রিচের দল। ভারতীয় সময় ১৪ ডিসেম্বর রাত সাড়ে ৮'টায় আয়োজিত হবে এই ম্যাচ।

বিশ্বকাপ থেকে ইংল্যান্ডের ছিটকে যাওয়ার জন্য সাউথগেটকে দায়ী করলেন প্রাক্তন ইংলিশ তারকাবিশ্বকাপ থেকে ইংল্যান্ডের ছিটকে যাওয়ার জন্য সাউথগেটকে দায়ী করলেন প্রাক্তন ইংলিশ তারকা

English summary
FIFA send Mateu Lahoz to home from Qatar after Lionel Messi express his Outburst
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X