For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম জর্ডন: কেটে গেল যাবতীয় সংশয়ের মেঘ! জর্ডনের এই সিদ্ধান্তে লাভ ভারতেরই

ভারত ও জর্ডনের মধ্যে ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে। এর আগে এই ম্যাচ বাতিলের গুজব শোনা যাচ্ছিল।

  • |
Google Oneindia Bengali News

ভারত ও জর্ডনের মধ্যে ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচ হওয়া নিয়ে যাবতীয় সংশয়ের মেঘ কেটে গেল। জানা গিয়েছে ম্যাচটি নির্ধারিত সময়সূচি অনুযায়ীই হবে। এর আগে এই ম্যাচ বাতিলের গুজব শোনা যাচ্ছিল।

আগামী বছরের শুরুতেই ভারত অংশ নেবে এএফসি এশিয়ান কাপে। সেই প্রতিযোগিতার প্রস্তুতি হিসেবেই এই ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলিগুলি খেলছে স্টিভেন কনস্টানটাইনের দল। কাজেই ম্যাচটি না হলে বড়সড় ধাক্কা খেত ভারতের এএফসি কাপের প্রস্তুতি।

কেন বাতিলের গুঞ্জন?

কেন বাতিলের গুঞ্জন?

গোলরক্ষক গুরপ্রিত-সহ ভারতীয় দলের ১৫ জন সদস্য বৃহস্পতিবার (১৫ নভেম্বর)-ই জর্ডনে পৌঁছে যান। কিন্তু দলের বাকি ৭ সদস্য ও অন্যান্য কর্তাব্যক্তিরা সেই দেশে পৌঁছান শুক্রবার (১৬ নভেম্বর) গভীর রাতে। এরপর একরাশ ক্লান্তি নিয়ে শনিবার তাঁরা মাঠে নামতে পারবেন কিনা তা নিয়েই প্রশ্ন ছিল।

পিছনোর উপায় ছিল না

পিছনোর উপায় ছিল না

২০ নভেম্বরই জর্ডনের ফুটবল দলের, সৌদি আরবের সঙ্গে খেলা থাকায় ম্য়াচ পিছনোরও উপায় ছিল না। শুক্রবার সন্ধ্যাতেও ভারতীয় দলের বাকি ফুটবলাররা না পৌঁছনোয় প্রাক ম্যাচ সাংবাদিক বৈঠকও বাতিল করা হয়। এরপরই ম্য়াচ বাতিল হওয়া প্রায় নিশ্চিত বলে মনে করা হয়।

কেন দেরি ভারতীয় ফুটবলারদের?

কেন দেরি ভারতীয় ফুটবলারদের?

মধ্য় প্রাচ্য গত কয়েক দিন ধরেই প্রবল বর্ষণ চলছে। খারাপ আবহাওয়ার কারণে ভারতের বাকি ৭ ফুটবলার ও কর্তাদের বিমানটি ঘুরিয়ে দেওয়া হয়েছিল। কুয়েতে নামানো হয় তাঁদের। সেখান থেকে আম্মানের বিমান ধরার জন্য, বিমানবন্দরে তাঁদের ১০ ঘন্টা অপেক্ষা করতে হয়!

শেষ খবর

শেষ খবর

সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের একটি সূত্র মাইখেল বেঙ্গলিকে জানিয়েছে, ভারত বনাম জর্ডনের ম্যাচটি নির্ধারিত সময়েই, অর্থাত, শনিবার ভারতীয় সময় রাত সাড়ে ন'টাতেই শুরু হবে। ম্যাচ আয়োজন নিয়ে চিড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল জর্ডন ফুটবল অ্যাসোসিয়েশনের। ভারতীয় দলের সঙ্গে পরামর্শ করে তাঁরা ম্যাচ হওয়ার বিষয়ে সবুজ সঙ্কেত দিয়ে দিয়েছে।

এই ম্যাচ থেকে কী পাচ্ছে ভারত?

এই ম্যাচ থেকে কী পাচ্ছে ভারত?

বর্তমানে ভারত (৯৭)-এর থেকে ফিফা ক্রমতালিকায় জর্ডন (১১২) পিছিয়ে থাকলেও তাদের বেশ শক্তিশালী। সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, এশিয়ান কাপ হবে আরব আমিরশাহিতে। জর্ডনের আবহাওয়া ও জলবায়ু প্রায় সেই দেশের মতোই। কাজেই ভারতীয় দলের কাছে এই ম্যাচ মধ্যপ্রাচ্যের আবহাওয়ায় খেলার অভিজ্ঞতা সংগ্রহের ভাল সুযোগ। ভারতের হাতে প্রস্তুতির জন্য এই ম্যাচের পর আর একটিই ম্যাচ বাকি থাকবে। আগামী ২৭ ডিসেম্বর ওমানের বিরুদ্ধে খেলবেন সুনিল-সন্দেশরা।

(ছবি সৌ. (সবকটি) - টুইটার / ইন্ডিয়া ফুটবল টিম)

English summary
FIFA international friendly match between India and Jordan will go ahead as per schedule. It was rumored to be canceled previously.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X