For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

ভারত বনাম জর্ডন: আরও এক ফিফা ফ্রেন্ডলি, আবারও এক ইতিহাসের হাতছানি

শনিবার (২১ নভেম্বর) আম্মানে, ভারত বনাম জর্ডন ফিফা আন্তর্জাতিক ফ্রেন্ডলি ম্যাচের প্রিভিউ। এছাড়া জেনে নিন দুই দলের সম্ভাব্য প্রথম একাদশ ও কখন কোথায় দেখা যাবে এই ম্যাচ।
 

  • |
Google Oneindia Bengali News

২০১৯-এর জানুয়ারিতেই এএফসি এশিয়ান কাপ। এই টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে শনিবার (১৭ নভেম্বর) ফের একটি আন্তর্জাতিক ফিফা ফ্রেন্ডলি ম্যাচে ইতিহাসে প্রথমবার জর্ডনের মুখোমুখি হবে ভারতীয় দল। চিন ম্যাচের পর আরও এক ঐতিহাসিক ম্যাচ।

ফিফা ক্রমতালিকায় ভারতের থেকে নিচেই রয়েছে জর্ডন। তার উপরে গত বেশ কয়েক ম্যাচ ধরে তারা জয়হীন রয়েছে। কিন্তু তাই বলে তাদের হাল্কা ভাবে নিলে ভুল হবে। কারণ তাদের পক্ষে থাকছে ঘরের আবহাওয়া। প্রায় একই ধরণের জলবায়ু ও আবহাওয়ায় আরব আমিরশাহিতে খেলা হবে এশিয়ান কাপ। কাজেই সেদিক থেকে শনিবারের ম্যাচ ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ।

চোট আঘাত

চোট আঘাত

আইএসএল-এ কেরল ব্লাস্টার্স ম্যাচে আঘাত পেয়েছিলেন সুনিল ছেত্রী। সেই কারণে জর্ডন ম্যাচে নেই ভারতের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা। চুড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিতে পারেননি কোমল থাতাল এবং রোলিন বোর্গেসও।

জর্ডনের অবশ্য চোট-আঘাতের সমস্যাটা আরও গভীর। এই ম্যাচের জন্য তাদের প্রাথমিক দলে ডাক পাওয়া আঠাশ জন খেলোয়াড়ের মধ্যে আটজনই চোটের কবলে পড়েছেন। ম্যাচের আগে খেলার জায়গায় আসাটা তাদের পক্ষে সম্ভব নয়। ভিতাল বোরকেলমান্সের কোচিং-এ এখনও অবধি ৩ ম্যাচ খেলে এখনো জয় পায়নি জর্ডন।

দলের খবর

দলের খবর

মার্সেলো লিপ্পির চিনের বিরুদ্ধে ম্যাচে প্রভাবিত করেছিল ভারতীয় ডিফেন্স। তবে রক্ষণে বেশ কিছু ফাঁক ফোঁকর কিন্তু সেই ম্যাচে চোখে পড়েছিল। সেগুলি একাই ঢেকে দিয়েছিলেন গোলরক্ষক গুরপ্রিত সিং সান্ধু।

সুনীল ছেত্রী বিহীন আক্রমণভাগে থাকছেন জেজে ও বলবন্ত। জেজের ক্লাব ফর্মে শনির দশা চলছে। বলবন্তও খুব ভাল ফর্মে আছেন বলা যাবে না।

এই অবস্থায় মাঝমাঠের ফুটবলারদের বাড়তি দায়িত্ব নেওয়ার কথা বলেছেন কনস্টান্টাইন। এই ম্যাচে বলের দখল বেশি রাখতে চাইছে ভারত।

প্রথম দলের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ফুটবলার না থাকায় জর্ডন দল প্রতি আক্রমণ নির্ভর ফুটবল খেলবে বলে মনে করা হচ্ছে। তবে ক্রোয়েশিয়া বনাম ডর্জন ম্যাচে পরিবর্ত হিসেবে নেমে প্রভাবিত করেছিলেন স্ট্রাইকার বাহা' ফয়সল। শনিবার ভারতীয় রক্ষণের মাথা ব্যথার কারণ হতে পারেন তিনি।

সাম্প্রতিক ফর্ম

সাম্প্রতিক ফর্ম

ভারত: ড্র-হার-জয়-জয়-জয়

জর্ডন: হার-ড্র-ড্র-হার-জয়

সম্ভাব্য প্রথম একাদশ

সম্ভাব্য প্রথম একাদশ

ভারত (৪-৪-২): গুরপ্রিত সিং সান্ধু, প্রীতম কোটাল, নারায়ণ দাস, শুভাশীষ বোস, সন্দেশ ঝিঙ্গন, অনিরুধ থাপা, প্রণয় হালদার, উদান্ত সিং, জ্যাকিচাঁদ সিং, জেজে লালপেখলুয়া, বলবন্ত সিং

জর্ডন (৩-৪-১-২): মোয়াতাজ ইয়াসীন, মহম্মদ আল-বাশা, বারা' মারেই, ইব্রাহিম আল-জাওয়াহরেহ, ইয়াসীন আল-বাখিত, ওবেইদা আল-সামার্নেহ, মাহমুদ আল-মর্দি, ফেরাস শেলবাইয়েহ, সঈদ মুর্জান, জাইমে সিয়াজ, বাহা' ফয়সল।

কখন কোথায় দেখবেন

কখন কোথায় দেখবেন

তারিখ: ১৭ নভেম্বর, ২০১৮

খেলা শুরু: ভারতীয় সময় রাত ৯:৩০

স্থান: কিং আবদুল্লাহ আন্তর্জাতিক স্টেডিয়াম, আম্মান

টিভি সম্প্রচার: সরাসরি স্টার স্পোর্টস ৩, স্টার স্পোর্টস ২ এবং স্টার স্পোর্টস ২ এইচডি-তে

লাইভ স্ট্রিম: হটস্টার

(ছবি ২,৩,৪ সৌ. - টুইটার / ভারতীয় ফুটবল দল)

English summary
Preview of the FIFA international friendly match between India and Jorden in Amman on Saturday (17 Nov). Also, know about the probable first eleven of the two sides and when and where you can watch this match.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X