For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

এই পাঁচ তরুণ ফুটবলারের দিকে নজর রাখুন, এঁদের খেলা মাতিয়ে দিতে পারে কাতার বিশ্বকাপ

এই পাঁচ তরুণ ফুটবলারের দিকে নজর রাখুন, এঁদের খেলা মাতিয়ে দিয়ে পারে কাতার বিশ্বকাপ

Google Oneindia Bengali News

বিশ্বকাপ শুরু হতে আর মাত্র কয়ের ঘণ্টার অপেক্ষা। শেষ মুহূর্তের প্রস্তুতিও প্রায় শেষ। বিশ্ব ফুটবলের সব থেকে বড় টুর্নামেন্ট শুরুর আগে দেখে নিন এ বারের বিশ্বকাপের সেরা পাঁচ তরুণ ফুটবলারদের যাদের দিকে চোখ রাখতেই হবে আপনাকে।

জুডেবেলিংঘাম(ইংল্যান্ড), ১৯ বছর:

জুডেবেলিংঘাম(ইংল্যান্ড), ১৯ বছর:

বয়সের থেকে অনেক এগিয়ে থাকা ফুটবলার বেলিংঘাম। মাঠের মধ্যে পরিণত মানসিকতা এবং বুদ্ধিমত্তার ছাপ রাখার দিক থেকে তাঁর সমসাময়িক ফুটবলারদের থেকে অনেক এগিয়ে এই তরুণ। কাতারে ইংল্যান্ডের অ্যাটাকিং মিডিও হিসেবে খেলবেন বেলিংঘাম। এই বয়সেরই এক জন পরিণত মিডফিল্ডার হয়ে উঠতে পেরেছেন। আগামী এক যুগ এবং তারও বেশি ইংল্যান্ডের বিশ্বস্ত সৈনিক হতে চলেছেন জুডে বেলিংঘাম।

পেড্রি(স্পেন), ১৯ বছর:

পেড্রি(স্পেন), ১৯ বছর:

বেলিংঘামের মতোই পরিণত এবং দক্ষ মিডফিল্ডার স্পেনের পেড্রি। তাঁর উপর বিগত কয়েক বছর ধরে বার্সেলোনার মাঝমাঠের নিয়ন্ত্রণের দায়িত্ব রয়েছে। স্পেনের মাঝমাঠের নিউক্লিয়াস যদিও এখনও হয়ে ওঠা হয়নি তরুণ পেড্রির। ২০২০ ইউরো কাপের নিজের প্রতিভার বিচ্ছূরণ ঘটিয়ে ফুটবলপ্রেমীদের মন জিতে নিয়েছিলেন। লুইস এনরিকের দলের অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য হয়ে উঠতে চলেছে পেড্রি এই বিশ্বকাপে।

জামাল মুসিয়ালা (জার্মানি) ১৯ বছর:

জামাল মুসিয়ালা (জার্মানি) ১৯ বছর:

জার্মানির এই তরুণ প্রতিভা আগামী দিনে দলটির সম্পদ হতে চলেছে। জামালের উপরই আগামী দিনে জার্মানির ফুটবলের সাফল্য অনেকটা নির্ভর করবে। অত্যন্ত দক্ষতা সমপন্ন ফরওয়ার্ড ১৯ বছর বয়সী জামান। বায়ার্ন মিউনিখের হয়ে ২২ ম্যাচে ২২টি গোলের পিছনে নিজের অবদান রেখেছেন। ১২টি গোল নিজে করেছে এবং ১০টি গোলের ঠিকানা লেখা পাস বাড়িয়েছেন। জার্মান কোচ হয়তো শুরু থাকে তাঁকে খেলাবেন না, কিন্তু যখন তিনি খেলবেন তখন প্রতিপক্ষ ডিফেন্ডারদের নিজের তালে নাচাবেন তা নিশ্চিত।

আনসু ফাতি (স্পেন), ২০ বছর:

আনসু ফাতি (স্পেন), ২০ বছর:

চোটের কারণে কেরিয়ারের শুরুর দিকটায় বেশ কিছুটা সময়ে সমস্যার মধ্যে দিতে যেতে হয়েছেন এই লেফট উইঙ্গারকে। বার্সেলোনার তরুণ এই ফরওয়ার্ড যে কোনও মুহূর্তে গোল তুলে আনার ক্ষেত্রে যথেষ্ট দক্ষ। এখনও পর্যন্ত চলতি মরসুমে চোট-আঘাতের কারণে সেই ভাবে খেলতে না পারলেও তিনি যদি ফিট থাকেন তা হলে বিশ্বকাপে একক দক্ষতায় স্পেনকে অনেক ম্যাচে সুবিধা করে দিতে পারেন ফাতি।

মইসেস সাইসিডো (ইকুয়েডর), ২১ বছর:

মইসেস সাইসিডো (ইকুয়েডর), ২১ বছর:

ইউরোপের সেরা কিছু দলের নজরে রয়েছেন ২১ বছর বয়সী ইকুয়েডরের মইসেস সাইসিডো। ব্রাইটনের এই ডিফেন্সিভ মিডিও আগামী দিনে ইউরোপীয় ক্লাব ফুটবলের সেরা ডিফেন্সিভ মিডিও হয়ে ওঠার দক্ষতা রাখেন। দেশের হয়ে এখনও ২৫টি ম্যাচ তিনি খেলেছেন।

English summary
Top 5 young Footballers whom you should watch out for in Qatar.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X