For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

রুদ্ধশ্বাস ম্যাচে ঘানার বিরুদ্ধে হার দক্ষিণ কোরিয়ার, কঠিন হয়ে গেল এশিয়ার দলটির পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াই

রুদ্ধশ্বাস ম্যাচে ঘানার বিরুদ্ধে হার দক্ষিণ কোরিয়ার, কঠিন হয়ে গেল এশিয়ার দলটির পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াই

Google Oneindia Bengali News

এশিয়া বনাম আফ্রিকার ফুটবলের লড়াইয়ে শেষ হাসি হাসল আফ্রিকা। গ্রুপ 'এইচ'-এর ম্যাচে সোমবার বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল দক্ষিণ কোরিয়া এবং ঘানা। প্রি-কোয়ার্টার ফাইনালে যাওয়ার রাস্তা সহজ করার জন্য এই দলের কাছেই জয় জরুরি ছিল। এই পরিস্থিতিতে ম্যাচের রাশ নিজেদের হাতে রাখলেও গুরুত্বপূর্ণ জয় পেল না দক্ষিণ কোরিয়া। ফিফা ক্রমতালিকায় পিছিয়ে থাকা ঘানার বিরুদ্ধে তারা পরাজিত হল ২-৩ গোলে।

রুদ্ধশ্বাস ম্যাচে ঘানার বিরুদ্ধে হার দক্ষিণ কোরিয়ার, কঠিন হয়ে গেল এশিয়ার দলটির পরবর্তী রাউন্ডে যাওয়ার লড়াই

সমানে সমানে ছিল এই ম্যাচটি ফিফা ক্রমতালিকার বিচার দক্ষিণ কোরিয়া, ঘানার থেকে এগিয়ে থাকলেও শক্তির বিচারে দুই দলই কারোর থেকে কেউ দুর্বল ছিল না। ফলে হাড্ডাহাড্ডি লড়াই আশা করাই হয়েছিল। প্রথমার্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, দ্বিতীয়ার্ধে দক্ষিণ কোরিয়ার ওয়েন ওয়ে ট্র্যাফিক ছিল, বিচ্ছিন্ন কয়েকটি ক্ষেত্র ছাড়া।

ম্যাচের ২৪ মিনিটের মাথায় ঘানার ডিফেন্ডার মহম্মদ সালিসিউ এগিয়ে দেয় আফ্রিকার দলটিকে। এই গোলের দশ মিনিটের মধ্যে অর্থাৎ ৩৪ মিনিটে ২-০ গোলে ঘানাকে এগিয়ে দেয় মহম্মদ কুডুস। জর্ডান আইয়-এর পাস থেকে এই গোলটি করেন তিনি। দুই গোলে এগিয়ে থারা সুবিধা আশা করা হয়েছিল দ্বিতীয়ার্ধের শুরু থেকেই নেবে ঘানা। প্রতিপক্ষ কোরিয়াকে আরও চেপে ধরবে কিন্তু বাস্তবে তার বিপরীতটাই ঘটে। দ্বিতীয়ার্ধে খেলা শুরুর ১৬ মিনিটের মধ্যে জোড়া গোল করে দক্ষিণ কোরিয়াকে সমতায় ফিরিয়ে আনে গুই-সোং চো। কাং-ইন লি-এর পাস থেকে ৫৮ মিনিট দক্ষিণ কোরিয়ার হয়ে প্রথম গোলটি করেন তিনি। এই গোলের তিন মিনিটের মধ্যে দ্বিতীয় গোলটি করে দক্ষিণ কোরিয়াকে সমতায় ফেরান গুই-সোং চো। জিন-সু কিমের পাস থেকে গোল করেন তিনি। এই ম্যাচে লাল কার্ড দেখেন দক্ষিণ কোরিয়ার কোচ পাওলো বেনতে।

এই ম্যাচে পরাজিত হওয়া দক্ষিণ কোরিয়ার ম্যাচেই ম্যাচের সিংহভাগ নিয়ন্ত্রণ ছিল। ৬৩ শতাংশ বল পজিশন ছিল কোরিয়ার। মোট ২২টি শট নিয়েছিল এশিয়ার দেশটি যার মধ্যে অন টার্গেট ছিল ৭টি। গোল করার মতো সহজ একটি সুযোগ এই ম্যাচে কোরিয়া হাতছাড়া করে।

ঘানার বিরুদ্ধে হারের ফলে ২ ম্যাচে এশিয়ার দলটির পয়েন্ট দাঁড়াল ১। অন্য দিকে, ঘানার পয়েন্ট ২ ম্যাচে দাঁড়াল ৩। প্রথম ম্যাচে জয়ের ফলে ৩ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে পর্তুগাল। এই পরিস্থিতি থেকে পরবর্তী রাউন্ডে যেতে হলে পর্তুগালের বিরুদ্ধে জিততে হবে দক্ষিণ কোরিয়াকে এবং নির্ভর করতে হবে ঘানা বনাম উরুগুয়ে ম্যাচের ফলাফলের উপর।

English summary
FIFA Football World Cup 2022: Ghana beat South Korea to be in the race to qualify for last 16.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X