For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

অবিশ্বাস্য হার ডেনমার্কের, এরিকসনের দেশকে হারিয়ে শেষ ষোলোয় অস্ট্রেলিয়া

অবিশ্বাস্য হার ডেনমার্কের, এরিকসনের দেশকে হারিয়ে শেষ ষোলোয় অস্ট্রেলিয়া

Google Oneindia Bengali News

ফিফা বিশ্বকাপ ২০২২-এ গ্রুপ পর্বে আরও এক অঘটন। ধারে এবং ভারে, সব দিক থেকে এগিয়ে থাকা ডেনমার্ক দলকে হারিয়ে কাতার বিশ্বকাপের শেষ ষোলোয় পৌঁছে গেল অস্ট্রেলিয়া। ১-০ গোলে হারিয়ে নক-আউট পর্বের টিকিট নিশ্চিত করে নিল সকারুসরা। পূর্ণ শক্তির ডেনমার্কের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র গোলটি করে ম্যাথু লেকি।

অবিশ্বাস্য হার ডেনমার্কের, এরিকসনের দেশকে হারিয়ে শেষ ষোলোয় অস্ট্রেলিয়া

প্রি-কোয়ার্টার ফাইনালে যেতে হলে এই ম্যাচে জিততেই হত অস্ট্রেলিয়াকে। একই রকম ভাবে জয় প্রয়োজন ছিল ডেনমার্কেরও। ডেনমার্কের ক্ষেত্রে কাজটা আরও কঠিন ছিল কারণ তাদের এই ম্যাচে জয়ের পাশাপাশি অপেক্ষা করতে হল ফ্রান্স বনাম টিউনিসিয়া ম্যাচের ফলাফলের উপর। ওই ম্যাচ ড্র হলে এবং নিজেরে জিতলে ক্রিশ্চিয়ান এরিকসন - আন্দ্রেস ক্রিশ্চেনসেনরা পৌঁছে যেতেন শেষ ষোলোয়। অন্য দিকে, অস্ট্রেলিয়াকে জিতলেই চলত। কিন্তু ফিফা ক্রমতালিকায় ১০ নম্বরে থাকা ডেনমার্কের বিরুদ্ধে কাজটা অত্যন্ত কঠিন ছিল ফিফা ক্রমতালিকায় ৩৮ নম্বরে থাকা অস্ট্রেলিয়ার। লড়াই কঠিন হলে অসম ছিল না। ফলে সকারুসরা নিজেদের উজার করে দিয়ে প্রি-কোয়ার্টার ফাইনালের টিকিট অর্জন করে নেয়।

অস্ট্রেলিয়ার হয়ে একমাত্র গোলটি করেন রাইট উইঙ্গার ম্যাথু লেকি। ৬০ মিনিটে রিলে ম্যাকগ্রির পাস থেকে গোল করে যান তিনি। পুরো ম্যাচে ডেনমার্কের আধিপত্য থাকলেও অ্যাটাকিং লাইনের ব্যর্থতায় তারা পরাস্ত হয়। অস্ট্রেলিয়া যেখানে ৪টি শট টার্গেটে রেখেছিল সেখানে ডেনমার্ক পুরো নিয়ন্ত্রণ নিয়েও প্রতিপক্ষের গোলে মাত্র তিনটি শট রাখতে সক্ষম হয়। ম্যাচে ৬৯ শতাংশ বল পজিশন ছিল ডেনমার্কের দখলে। ডেনমার্ক সারা ম্যাচে ৬৬৪টি পাস খেলে যার মধ্যে নির্ভুল পাস ছিল ৫৫০টি, অন্য দিকে, অস্ট্রেলিয়া ৩০৪টি পাস খেলে যার মধ্যে ১৯৫টি নির্ভুল ছিল। এই পরিসংখ্যানই বলে দেয় কতটা দাপট ছিল ম্যাচে ডেনমার্কের।

গ্রুপ 'ডি' দ্বিতীয় স্থানে শেষ করায় অস্ট্রেলিয়া প্রি-কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে গ্রপ 'সি'-এর চ্যাম্পিয়ন দলের। গ্রুপ 'ডি'-এর চ্যাম্পিয়ন দল হওয়ার দৌড়ে রয়েছে আর্জেন্টিনা, পোল্যান্ড এবং সৌদি আরবিয়া। তবে, এই তিন দলের শক্তি যদি বিচার করা যায় তা হলে ফেভারিট আর্জেন্টিনা। সেক্ষেত্রে আর্জেন্টিনা গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে প্রি-কোয়ার্টার ফাইনালে গেলে অস্ট্রেলিয়াকে মুখোমুখি হতে হবে মেসির দেশের বিরুদ্ধে। সেই লড়াইয়ে নিশ্চিত ভাবেই চাপে থাকবে অস্ট্রেলিয়া। তবে, যে ভাবে তারা খেলছে তাতে ম্যাচটিতে হাড্ডাহাড্ডি লড়াই হবে তা আশা করা যায়।

English summary
FIFA Football World Cup 2022: Australia beat Denmark by 1-0 goal and advanced to the Pre Quaterfinal.
চটজলদি খবরের আপডেট পান
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X